পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩ অধ্যায়।] সহিত লজ্জিত হইয় অস্ত্ৰকছেদী হইয়। খড়গে হত লোকদের সহিত নিক্ষিপ্ত হইবে, ও গৰ্ত্তে অধোগা৩১ মিদের মধ্যে লজ্জাসপদ হইবে। প্রভূ পরমেশ্বর কহেন, ফিরেীণ ও তাহার সৈন্যসামন্ত হত হইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করিয়া আপনার ও অাপন ও লোকসমূহের বিষয়ে শান্তিযুক্ত হইবে। কেননা প্রভু পরমেশ্বর কহেন,আমিও জীবিতদের দেশে ভয় জন্মাইব, তাহাতে ফিরেীণ ও তাহার সৈন্যসামন্তগণ খড়গে হত লোকদের সহিত অঅৰুছেদিদিগের মধ্যে নিক্ষিপ্ত হইবে । ৩৩ অধ্যায় । ৯ রক্ষকের দৃষ্টান্ত কথা ৭ ও তাহার তাৎপর্যা ১ ও ঈশ্বরের ন্যtয় ব্যবস্থা পুকণশ ২১ ও দুষ্ণত। পুর্মুক্ত লোকদের দেশীবিকার না পাওন ৩০ ও ১lলদের দণ্ডের কয়। অপর পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপ যিহিষুেল। স্থিত হইল,হে মনুষ্যের সন্তান,তুমি আপন লোকের সন্তানদিগকে বল ও তাহাদিগকে এই কথা কহ । অামি কোন দেশের প্রতি খড়গ আনিলে অদ শীয় লোকেরা যদি আপন সীমাস্থিত কোন লোক ও কে লইয়া আপনাদের রক্ষক করে, এবং খড়গ । দেশের প্রতি আসিতেছে, ইহা দেখিয়া সে যদি | • তুরীবাদ্য করিয়া লোকদিগকে সমাচার দেয় ; তবে যে কেহ সেই তুরীধ্বনি শুনিলেও সমাচার না মানে, খড়গ উপস্থিত হইয়া তাহাকে বধ করিলে তাহার • বাধাপরাধ তাহার মস্তকে বৰ্ত্তিবে । সে তুরীধ্বনি শুনিলেও সমাচার মানিল না, এই জন্যে তাহার বধাপরাধ তাহাতে বৰ্ত্তিবে ; সে যদি সমাচার • মানে *, তবে আপন প্রাণ রক্ষা করিবে 1 । তার রক্ষক আগামি খড়গ দেখিলেও যদি তুরী না বাজায়, তবে লোকেরা সমাচার না পাইলে খড়গ আসিয়া কাহাকে বধ করিলে সে অাপন পাপে বিনষ্ট হইবে বটে, কিন্তু আমি ঐ রক্ষকের নিকটে তাহার রক্তপাতের পরিশোধ লইব । হে মনুষ্যের সন্তান, আমি ইস্রায়েল বংশের নিমিত্তে তোমাকে তদ্রুপ রক্ষক রাখিলাম ; অতএব তুমি আমার প্রমুখাং কথা শুনিয়া তাহাদিগকে কহি৮ বী। অামি যখন পাপিকে কহি, “হে পাপি লোক, তুমি অবশ্য মরিবা, তখন তুমি যদি তাহাকে আপন পথ বিষয়ে চেতন না দেও,তবে সেই পাপি আপন পাপে মরিবে বটে, কিন্তু আমি তোমার নিকটে ৯ তাহার রক্তপাতের পরিশোধ লইব। আর যদি তুমি পাপিকে আপন পথহইতে ফিরাইতে চেতন দেও, [৩১] যিহি ৩১ , ১৬ ৭ ও ৩ তবে সে আপিন পথহইতে না ফিরিয়া অাপম পাপে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিব। অতএব হে মনুষ্যের সন্তান, তুমি ইন্দ্রায়েল বংশকে • এই কথা বল, “আমরা যদি আজ্ঞাল ঘন ও পাপরুপ ভার বহন করিয়া ক্ষয়প্রাপ্ত হই, তবে কিরূপে বাচিব?” এই কথা তোমরা কেন বল ? তাহাদিগকে এই • ১ কথা কহ, প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, আমি যদি অমর হই, তবে পাপির মরণে আমার কিছু সন্তোষ নাই ; বরঞ্চ পাপী অাপন পথ ত্যাগ করিয়া বঁচে,ইহাতেই আমার সন্তুষ্টি আছে ; হে ইস্রায়েল বংশ, ফির, আপনাদের কুপথহইতে ফির ; কেন মরিব1? অতএব হে মনুষ্যের সন্তান, তুমি আপন ১২ লোকের সন্তানদিগকে এই কথা বল, ধাৰ্মিক লোক যে দিনে আজ্ঞালঙ্ঘন করে, সেই দিন অবধি সে আপন পূৰ্ব্বধর্মছার রক্ষা পাইবে না ; এবং পাপি লোক যে দিনে আপন পাপহইতে পরাজুখ হয়, তদবধি সে অাপন পূৰ্ব্বপাপদ্বারা বিনষ্ট হইবে না; আর ধাৰ্মিক লোক যে দিনে পাপ করে, তদবধি সে আপন পূৰ্ব্বধৰ্মদ্বারা রক্ষা পাইবে না। ‘তুমি অবশ্য ১s রক্ষা পাইবা, আমি ধার্মিককে এই কথা কহিলে সে যদি আপন ধর্মের উপরে নির্ভর দিয়া অধৰ্ম করে, তবে তাহার কোন ধর্ম স্মরণে থাকিবে না, কিন্তু সে অাপন কৃত পাপদ্বারা মরিবে। আর ‘তুমি । অবশ্য মরিবা,’ এই কথা পাপিকে কহিলে সে যদি আপন পাপহইতে ফিরিয়া ন্যায় ও প্রকৃত কর্ম করে, ফলতঃ পাপী যদি বন্ধকীয় দুব্য ফিরাইয় ১• দেয়,ও যাহা বলেতে লইয়াছে তাহ ফিরাইয়া দেয়, ও পাপ না করিয়া জীবনদায়ক বিধি পালন করে ; তবে সে অবশ্য বাচিবে, মরিবে না, এবথ তাহার ১৯ বিরুদ্ধে তাহার কৃত কোন পাপ স্মরণে থাকিবে না ; সে প্রকৃত ও ন্যায় কর্ম করিয়া অবশ্য বঁচিবে। আর তোমার লোকের সন্তানেরা কহে, প্রভূর । পথ সরল নয়; কিন্তু তাহাদেরই পথ সরল নয় । ধাৰ্মিক আপন ধর্মহইতে ফিরিয়া অধৰ্ম করাতে ১ ৮ অবশ্য মরিবে । কিন্তু পাপী যদি পাপহইতে ফিরি- ১১ য় ন্যায় ও প্রকৃত কর্ম করে, তবে তদ্বারা সে আবশ্য বাচিবে। তথাপি তোমরা বল,“প্রভূর পথ সরল ২ • নয় ; হে ইস্রায়েল বংশ, আমি তোমাদের প্রত্যেকের আচারানুসারে তোমাদের বিচার করিব । অামাদের অন্যদেশে বন্দি হওনের দ্বাদশ বৎ- ২১ সরের দশম মাসের পঞ্চম দিনে কোন এক জন বিরুশালমহইতে পলাইয়া অামার কাছে আসিয়া Iા –[૭૨] ને ૧ - ૨ • 1ા [৩৩ অধ্য : ১-২৮] যিহি ৩; ১৭-২১ । ১৮ –[১০] লে ২৬; ৩৯। — [১১] যিহি ১৮; ২৩,৩০-৩২ Iા-[ ] ન , , , , AAS AA SAAAAAS AAAAA 0 S00S00S S 0S SS S SS S BSBS Il–[s»,»»] - sa u [২৩] প ১৭ । ১৮ ; ২২,৩০ ॥–[২১] ১ ; ২ ।-[२२,२२] ९१ ? ९१-९१ ॥

  • (ব।) যানিত ।

(ৰ) করিত। 763