পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a ৩ ৪ ২২ নগর উচ্ছিন্ন হইয়াছে, এই সমাচার দিল। সেই পলায়িত ব্যক্তির আগমনের পূৰ্ব্বে সায়ৎকালে পরমেশ্বর অামাতে আবির্ভূত ছিলেন, এবং প্রাতঃকালে তাহার আগমন পৰ্য্যন্ত আমার মুখ খুলিলেন ; আমার মুখ খুলিলে আমি আর বোবা ২ ও থাকিলাম না। তখন পরমেশ্বরের এই কথা অামার ২• নিকটে উপস্থিত হইল, হে মনুষ্যের সন্তান, যাহারা ইস্রায়েল দেশের উচ্ছিন্ন স্থানে বাস করে, তাহার এই কথা কহে, ইব্রাহীম এক জন ছিল, তথাপি সে দেশাধিকার পাইয়াছিল ; কিন্তু আমরা অনেক, অতএব দেশের অধিকার আমাদিগকে দত্ত হইবে। ২• তাহাদিগকে বল, প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, তোমরা রক্তশুদ্ধ মাংস ভোজন করিয়া থাক, ও প্রতিমাগণের কাছে দৃষ্টিপাত করিয়া থাক, ও রক্তপাত করিয়া থাক ; তোমরা কি দেশাধিকার পাই২৯ বা ? এবং তোমরা আপন২ খড়গে নির্ভর দিয়া থাক, ও তোমাদের স্ত্রীলোক ঘুণিত কর্ম করিয়া থাকে, ও প্রত্যেক জন আপন ২ প্রতিবাসিনীকে অশুচি ২৭ করিয়া থাক ; তোমরা কি দেশাধিকার পাইবা ? তাহাদিগকে বল, প্রভু পরমেশ্বর এই কথা কহেন, আমি যদি অমর হই, তবে যাহারা উচ্ছিন্ন স্থানে আছে, তাহারা খড়গে পড়িবে ; এবং আমি ক্ষেত্রস্থিত লোকদিগকে ভোজন করাইতে পশুদিগকে দিব ; এবং যাহার। দুর্গে ও গুহাতে থাকে, তাহার ২৮ মহামারীতে মরিবে । আমি দেশকে সৰ্ব্বতোভাবে নরশুন্য ও অরণ্য করিলে তাহার পরাক্রমের আহস্কার লোপ পাইবে, এবং ইস্রায়েলের পৰ্ব্বত এমত অরণ্য হইবে, যে তাহাদিয়া কেহ গমনাগমন করি২৯ বে না । এই রূপে আমি তাহাদের কৃত ঘূণৰ্হি ক্রিয়ার জন্যে দেশকে নরশূন্য ও অরণ্য করিলে, আমি যে পরমেশ্বর, তাহা তাহারা জ্ঞাত হইবে । হে মনুষ্যের সন্তান, তোমার লোকের সন্তানগণ ভিত্তির নিকটে ও গৃহের দ্বারে থাকিয় তোমার বিষয়ে পরসপর কথা কহিয়া প্রত্যেক জন আপন২ প্রতিবাসিকে কহে, এখন অসিয়া পরমেশ্বরহইতে ৩১ আগত বাক্য শুন । অন্য লোকেরা যেমন তোমার নিকটে আইসে, তদ্রুপ ইহারাও আইসে, ও অামার লোকদের ন্যায় তোমার সম্মুখে বৈসে ; এবং তোমার কথা শুনে বটে,কিন্তু তাহ পালন করে না ; তাহারা মুখে অনেক মিষ্ট কথা কহে *, কিন্তু ভাহাsং দের মন লোভেতে আকৃষ্ট হয়। দেখ, যে জনের উত্তম স্বর ও উত্তমরূপে যন্ত্র বাজাইবার ক্ষমত। অাছে,তাহার মিষ্ট গানস্বরূপ তুমি ; তাহারা তোমার ওও কথা শুনিয়া পালন করে না। কিন্তু যে কথা শীঘ্র •e e [২৩-২১] fযর ২৪ ; ৮-১০ । ২৯ ; ১৬- ১৯। ৫২ ; SBB BBBS BB BBB BB BB SS AASAASAA AA ASASA0 BB BAA Att

  • (ব।) অর্ণপক্ষ দৃষ্টিতে ভুঞ্চিজনক কৰ্ম্ম করে।

764 যিহিষুেল। [৩৪ অধ্যায়। সিদ্ধ হইবে, তাহ সিদ্ধ হইলে তাছাদের মধ্যে এক ভবিষ্যদ্বক্ত হইয়াছিল, ইহা তাহারা জ্ঞাত হইবে। ৩৪ অধ্যায় । ১ মেষপালকের পুতি অনুযোগ ৭ ও তাহীদের পুতি ঈশ্বরের দণ্ড ১১ ও ঈশ্বরের আপিন পাল আপনি রক্ষণ কয়ল ১৭ ও তাছার বিচার করণ ২০ ও খ্ৰীষ্টদ্বারা পুতিপালন বিষয়ে ভবিষ্য দশক । অপর পরমেশ্বরের এই কথা অামার নিকটে উপ- ১ স্থিত হইল, হে মনুষ্যের সন্তান, তুমি ইস্রায়েল ২ বংশের পালকদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাক্য প্রচার করিয়া সেই পালকদিগকে বল, প্রভু পরমেশ্বর এই কথা কহেন, ইস্রায়েলের যে পালকগণ আপনাদের প্রতিপালন করে, তাহাদের সন্তাপ হইবে ; পালকদের কি পালের প্রতিপালন উপযুক্ত কর্ম নয় ? তোমরা পালের মেষ ভোজন কর, ও তাহার ও লোমজাত বস্ত্র পরিধান কর, ও পুষ্ট পশুদিগকে বধ কর, কিন্তু পালের প্রতিপালন কর না। তো- • মরা দুৰ্ব্বলকে বলবান ও অসুস্থকে সুস্থ কর না, ও ভগ্নকে বন্ধ কর না, ও দূরীকৃত মেষকে পুন: বার অান না, ও হারাণকে অন্বেষণ কর না, কিন্তু বলাৎকারে ও দেীরাত্ম্যে তাহাদিগকে শাসন করিয়া থাক। এই জন্যে তাহারা পালক বিহীন ও হইয়া ছিন্নভিন্ন হয়, ও ছিন্নভিন্ন হইলে বনপস্তর খাদ্য হয়। অামার মেষগণ তাবৎ পৰ্ব্বত ও উচ্চ- = পৰ্ব্বত দিয়া সৰ্ব্বত্র ভুমণ করে ; আমার পাল দেশের সর্বত্র ছিন্নভিন্ন হয় ; তাহার অন্বেষণ ও অনুসন্ধান কেহ করে না। হে পালকগণ, পরমেশ্বরের কথা স্তন ; প্রভু পর- ৭ মেশ্বর এই কথা কহেন, আমার পাল রক্ষকবিহীন ৮ হইয়া লুটদ্রব্য ও বনপশুদের ভক্ষ্যস্বরূপ হয়, ও অামার পালকের অামার পাল অন্বেষণ না করিয়া আপনাদিগকে প্রতিপালন করে ও অামার পাল চরায় না। অতএব হে পালকগণ, পরমেশ্বরের এই হ কথা শুন । প্রভু পরমেশ্বর এই কথা কহেন, দেখ, অামি যদি অমর হই, তবে পালকদের বিপক্ষ হইব ; আমি তাহীদের নিকটে আপন মেষগণের পরিশোধ লইব,ও তাহাদিগকে পালের প্রতিপালন কর্ম হইতে চু্যত করিব, তাহাতে পালকের আর আপনাদের প্রতিপালন করিবে না, আমি তাহাদের মুখহইতে আপন মেষ উদ্ধার করিব, তাহাতে তাহার। অTর তাহাদের ভক্ষ্যস্বরূপ হইবে না। প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি ১১ আপনি আপন মেষের অন্বেষণ করিয়া তাহাদের উদ্দেশ করিব। পালক ছিন্নভিন্ন মেষের মধ্যস্থিত ১২ ৩° u-–[৩°-৩২] যিশ ২৯ ; ১৩। ৪৮ : ১,২।