পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫ অধ্যায় ] হইয়া যেমন আপন মেষের উদেশ পায়, তদ্রুপ আমি আপন মেষের উদ্দেশ পাইব, এবং মেষগণ অন্ধকারময় ও মেঘাচ্ছন্ন দিনে যে ২ স্থানে ছিন্নভিন্ন হইল, সে সকল স্থানহইতে তাহাদিগকে উদ্ধার ১ও করিব। এবং লোকদের মধ্যহইতে তাহাদিগকে বহিগত করিয়া দেশীয়দের মধ্যহইতে তাহাদিগকে স২গ্ৰহ করিয়া স্বদেশে আনিব, এবং ইস্রায়েল পৰ্ব্বতের উপরে ও নদীর নিকটে ও দেশের সকল * s বাসস্থানে তাহাদিগকে চরাইব । আমি তাহাদিগকে উত্তম স্থানে চরাইব ; ইস্রায়েলের উচ্চপৰ্ব্বতের উপরে তাহাদের খোয়াড় হইবে ; তাহার সেই উত্তম খোয়াড়ে শয়ন করিবে, এবং ইসায়েলের ১ৰ পৰ্ব্বতের উপরে উর্বর ভূমিতে চরিবে। প্রভু পরমেশ্বর এই কথা কহেন, আমি আপনি আপন পাল ১৬ চরাইব ও শয়ন করাইব । এবং হারাণ মেষের অন্বেষণ করিব, ও ছিন্নভিন্নদিগকে পুনৰ্ব্বার আনিব, ও তাহীদের ভগ্নাঙ্গে বাড় বাধিব, ও পীড়িতদিগকে সুস্থ করিব,এবং হৃষ্টপুষ্ট ও বলবানদিগকে বিনষ্ট করিব ; আমি সদ্বিচার করিয়া তাহাদিগকে ১৭ চরাইব। হে আমার পাল, তোমাদের বিষয়ে প্ৰভু পরমেশ্বর এই কথা কহেন, আমি পশুদের অর্থাৎ ১৮ মেষ ও ছাগদের বিষয়ে বিচার করিব। তোমরা যে উত্তম তৃণ ভোজন কর ও নির্মল জল পান কর, ইহা কি ক্ষুদু বিষয়? তোমরা কি অবশিষ্ট তৃণকে চরণে দলিবা, ও অবশিষ্ট জলকে চরণে ঘোলাইব1? ৯ কেননা তোমরা যাহা চরণে দলিয়াছ, তাহা অামার পালেরা খায় ; ও তোমরা যাহা চরণদ্বারা ঘোলাইয়াছ, তাহা তাহারা পান করে। অতএব প্রভূ পরমেশ্বর তাহাদের বিষয়ে এই কথা কহেন, আমি আপনি স্থল ও কৃশ পশুদের বিষয়ে ১ বিচার করিব । তোমরা কটিদেশ ও স্কন্ধদ্বারা পীড়িতদিগকে ঠেলিয় তাহাদিগকে শৃঙ্গাঘাত করিয়া বহিস্থানে ছিন্নভিন্ন কর। কিন্তু আমি আপন পালকে রক্ষা করিলে তাহারা আরবার লুটিত হইবে না, ও অামি সকল পশুদের বিষয়ে বিচার করিব। এবং তাহাদের রক্ষা করণার্থে তাহাদের উপরে এক জন পালককে অর্থাৎ আমার দাস দায়দকে নিযুক্ত করিব ; তাহাতে তিনি তাহাদিগকে চরাইয় তাহাদের পালক হইবেন। এবং আমি তাহাদের প্রভু পরমেশ্বর হইব, ও আমার দাস দায়ুদ তাহাদের মধ্যস্থ অধ্যক্ষ হইবেন ; আমি পরমেশ্বর এই কথা * কহিতেছি । আমি তাহাদের সহিত মঙ্গলের এক যিহিঘূেল। ఇ సి) ( নিয়ম করিব, ও সে দেশহইতে হিংসুক পশুগণকে দূর করিব, তাহাতে তাহারা অরণ্যে নিরাপদে বাস করিবে, ও বনে শয়ন করবে। এবং তাহাদিগকে ও অামার পর্বতের চতুৰ্দ্দিকস্থিত স্থানকে আশীৰ্ব্বাদ করিয়া উচিত কালে বৃষ্টি দিব, তাহাতে আশীৰ্ব্বাদরূপ বৃষ্টি হইবে। এবং ক্ষেত্রের বৃক্ষ সকল ফলবান হইবে, ও পৃথিবী শস্যশালিনী হইবে ; তাহাতে লোকেরা আপন ২ দেশে নিরাপদে থাকিবে । আমি তাহাদের রোয়ালির খিল ভগ্ন করিয়া যাহারা তাহাদিগকে দাসের কর্ম করাইল, তাহাদের হস্তহইতে তাহাদিগকে উদ্ধার করিব ; তাহাতে আমি যে পরমেশ্বর, তাহ1 তাহারা জ্ঞাত হইবে । অন্যদেশীয় লোকদের দ্বারা তাহার। আর লুটিত হইবে না, এবং বনপশুগণ তাহাদিগকে গ্রাস করিতে পরিবে না ; তাহারা নির্বিঘ্নে বাস করিবে, কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না। আমি তাহাদের নিমিত্তে এক যশস্বী বৃক্ষ উৎপন্ন করিব ; তাহাতে তাহার দেশের মধ্যে আর ক্ষুধাতে ক্লিষ্ট * হইবে না, ও অন্যদেশীয়দের কাছে অপমানগুস্ত হইবে না। প্রভু ৩• পরমেশ্বর কহেন, এই সকল কর্মদ্বারা তাহাদের প্রভূ পরমেশ্বর যে আমি, আমি তাহাদের সঙ্গে ২ থাকি, ও তাহারা আমার ইস্রায়েল লোক, ইহা জ্ঞাত হইবে। প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, আমার পাল অর্থাৎ আমার গোষ্ঠস্থিত পাল ষে তোমরা, তোমরাই মনুষ্য, এবং আমি তোমাদের ঈশ্বর I ৩৫ অধ্যায় । ১ ইদুয়েলের পুতি অর্ণ ক্রেণব ಶ್ರದ್ಧಿ ইদেtয দেশের দণ্ডের ভবিষ্যদ্বর্ণক্য । অপর পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপ- ১ স্থিত হইল, হে মনুষ্যের সন্তান, তুমি সেয়ীর পর্ব- ২ তের দিগে অভিমুখ হইয় তাহার বিরুদ্ধে ভবিষ্যদ্বাক্য কহিয়া বল, প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, • হে সেয়ীর পর্বত, দেখ,আমি তোমার বিপক্ষ হইয়া তোমার বিরুদ্ধে হস্ত বিস্তার করিয়া তোমাকে অবশ্য অরণ্য ও নরগুনা করিব, ও তোমার তাবৎ নগর • উচ্ছিন্ন করিব ; তুমি অরণ্যময় হইলে আমি যে পরমেশ্বর তাহ জানিব1। তোমার জাতক্রোধ হওয়াতে s তুমি ইস্রায়েলের বিপদকালে, অর্থাৎ তাহার পাপ সম্পূর্ণ হওন সময়ে খড়গের বলেতে r তাহার সন্তানদিগের রক্তপাত করিয়াছ। অতএব প্রভূ পর- • মেশ্বর এই কথা কহেন, আমি যদি অমর হই, তবে SBSBBS BB BBSS S BAS GGG SSSSSAAAASAASAASSAAAAAAS BB BBSBSS BB BB S BSBSBgS BB BBS BBS DDD ২৩ ; ৪,৬। গী ২৩ ॥—[২৬-২৮] যিহি ৩৬ ; ৮-১৫। গী so; il م ; ۰۰ د I و ; هج h; [د م]--ll و ه ; وه. AA BBBS BB B BBS SS BBBB 00S 0SDD BBB SBBSBB LL BB DDS * (ইকু অপহৃত (ইস্ত্র) হন্তে (ব) নিক্ষেপ । ৬।—[২৮] প ৮,২৫ –[২১] যির ২৩, ৫ ॥–[৩৯] মিহি

    • = > ● 叫一°型 3 ఆ ; ఆ !

765