পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ * যাত্রাপুস্তক l পরমেশ্বর মিসরদেশে মনুষের ও পশ্বাদির তাবৎ প্রথমজাত সন্তানকে বধ করিলেন, এই নিমিত্ত্বে অামি পুংলিঙ্গ সকল প্রথমজাতকে পরমেশ্বরের উদ্দেশে বলিদান করি ; কিন্তু আমার বংশের প্রথমজাত সকল ২ভ সন্তানকে মুক্ত করি। এই বিধি তোমার হস্তের চিহ্ন। স্বরূপ ও নেত্রদ্বয়ের মধ্যস্থানের ভূষণ স্বরূপ হইবে, কেননা পরমেশ্বর বাহুবলদ্বারা আমাদিগকে মিসর, হইতে বাহির করিয়া আনিলেন। ১৭ অপর ফিরেীণ লোকদিগকে ছাড়িয়া দিলে পিলেষ্টীয় দেশ দিয়া যাইতে অলপ পথ হইলেও ঈশ্বর সে পথ দিয়া তাহাদিগকে গমন করাইলেন না, কেননা ঈশ্বর কহিলেন, তাহ হইলে লোকেরা যুদ্ধ দেখিয়া ১৮ অনুতাপ করিয়া মিসরে ফিরিয়া যাইবে। এই জন্যে ঈশ্বর সুফ সাগরের প্রান্তরে তাহাদিগকে বক্রপথে গমন করাইলেন; তাহাতে ইসুয়েল বংশ শৃঙ্খলমতে* ১৯ মিসর হইতে বাহির হইল। এবং মুসা যুষফের অস্থি আপন সঙ্গে লইল, কেননা সে ইসায়েল বংশকে শক্ত দিব্য করাইয়া কহিয়াছিল, ঈশ্বর অবশ্য তোমাদের সহিত সাক্ষাৎ করিবেন, এবং তোমরা আপনাদের সঙ্গে আমার অস্থি এ স্থান হইতে লইয়া যাইব । ** পরে তাহারা সুকেকাংহইতে যাত্রা করিয়া এথমে ২ ১ অর্থাৎ অরণ্যের ধারে শিবির স্থাপন করিল। পরমেশ্বর দিবসে পথে লইয়া যাওনার্থে মেঘস্তম্ভে ও রাত্রিতে দীপ্তিদানার্থে অগ্নিস্তম্ভে স্থিত হইয়া তাহাদের অগ্রে ২ গমন করিলেন ; এইরূপে দিবারাত্রি তাহাদিগকে গমন ২২ করাইলেন। তিনি লোকদের সম্মুখ হইতে দিনে মেঘ স্তম্ভ ও রাত্রিতে অগ্নিস্তম্ভ দূর করলেন না। ১৪ অধ্যায় । ১ ইসুয়েল লোকদিগকে পরযেশ্বরের পথ দেখাওন ও ও হিরোণের তাহীদের পশ্চাৎবত্তী হওন ১০ ও ইদুয়েল লোকদের বিলাপ ১৩ ও মূসার সাহূন বর্ণক্য ১৫ ও মূসাকে পরয়েশ্বরের শিক্ষা দেওন ১৯ ও দৃত ও যেঘস্তম্ভের পশ্চাদ্বত্তী হওন ২১ ও মূসার সমুদ্রকে দ্বিব করণ ২৩ ও ইস্রায়েল লোকদের পশ্চাৎ যিসুিদের যেন ২১ ও স্বযুদ্ধে যিসুিদের বিনাশ। -ం ১ অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইসায়েল ২ বংশকে কহ,তোমরা ফিরিয়া পীহহীরোতের পূৰ্ব্বদিগে মিগদোলের ও সমুদ্রের মধ্যে বালুসিফোনের সম্মুখে শিবির স্থাপন করিও; তোমরা তাহার অগ্র ভূমিতে ও সমুদ্রের নিকটেই শিবির স্থাপন করিও। কেননা ফিরৌপ্‌ ইসুয়েল বংশের বিষয়ে কহিবে, তাহার দেশের মধ্যে বন্ধ আছে, ও অরণ্যদ্বারা রুদ্ধ আছে। ৪ এবং আমি ফিরেীণের হৃদয় কঠিন করিলে সে তোমা [२२] st ९० ; २९ t!-[२०] यो २ १ ? ७१ ॥-[२२] णिभ s দের পশ্চাৎ ২ ধাবমান হইবে, এবং ফিরেীণের ও তাহার সকল সৈন্যদ্বারা অামি সন্তুম পাইব । তাহাতে আমিই পরমেশ্বর, ইহ মিষ্ট্রির জ্ঞাত হইবে ; তখন তাহারা সেইরূপ করিল। পরে লোকের পলাইল, এই সম্বাদ মিস্ট্রীয় রাজীকে জ্ঞাত করিলে ফিরেীণ ও তাঁহার দাসগণের আন্তঃকরণ লোকদের বিষয়ে অনুতাপিত হইল, এবং তাহারা কহিল, আমরা কেন এমত করিলাম? দাসভবহইতে ইস্রায়েল বখশকে কেন ছাড়িয়া দিলাম ? |. রাজা আপন রথ প্রস্তুত করাইল ও আপন লোকদিগকে সঙ্গে লইল। এবং মনোনীত ছয় শত রথ ও মিসুিদের তাবৎ রথ ও প্রত্যেক রথে যোদ্ধাগণ লইল। এবং পরমেশ্বর মিস্ট্রীয় রাজা ফিরেীণের হৃদয় কঠিন করিলে সে ইস্রায়েল বংশের পশ্চাৎ২ ধাবমান হইল, এবং ইসুয়েলের সন্তানের মহাবল দ্বারা চলিয়া গেল। কিন্তু মিস্ত্রির অর্থাৎ ফিরেণের সকল অশ্ব ও রথ ও অশ্বারাঢ় ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ ২ গমন করিলে যে সময়ে তাহারা সমুদ্রের তীরে বালুসিফোনের সম্মুখে পীহহীরোতের নিকটে শিবির স্থাপন করিতেছিল, এমত সময়ে তাহারা তাহাদের নিকটে উপস্থিত হইল । অপর ইস্রায়েল বংশ চক্ষু তুলিয়া ফিরেীণ নিকটবর্তী হইতেছে ও মিস্ট্রীয় লোকেরা পশ্চাৎ ২ আসিতেছে, ইহ দেখিয় তাহারা অতিশয় ভীত হইল, এবং ইস্রায়েল বখশ পরমেশ্বরের উদেশে প্রার্থনা করিল। এবথ মূসাকে কহিল, মিসরে কি কবর ছিল না, তন্নিমিত্তে কি আমাদিগকে প্রান্তরে মারিতে আনিলা ? আমাদের সঙ্গে এমত ব্যবহার করিয়া আমাদিগকে মিসর হইতে কেন বাহির করিলা ? অার আমাদিগকে থাকিতে দেও, আমরা মিস্ত্রিদের সেবা করি, কেননা প্রান্তরে মরণাপেক্ষ মিস্ত্রিদের সেবা করা আমাদের মঙ্গল, এই কথা কি আমরা তোমাকে মিসরে কহি নাই ? পরে মূসা লোকদিগকে কহিল, তোমরা ভয় করিও না, স্থির হও, পরমেশ্বর অদ্য কি রূপে তোমাদিগকে উদ্ধার করেন, তাহ দেখ। তোমরা অদ্য মিসুিদিগকে দেখিতেছ বটে, কিন্তু আর কখনো + দেখিবা না। পরমেশ্বর তোমাদের নিমিত্তে যুদ্ধ করবেন, তোমর স্থির হইয়া থাক । অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি আমাকে আর কেন ডাকিতেছ? ইস্রায়েল বংশকে অগ্রসর হইতে কহ। এবং তুমি আপন যষ্টি লইয়া আপন হস্ত সমুদ্রের উপরে বিস্তার করিয়া তাহ मूई ভাগ কর । তাহাতে ইস্রায়েল বংশ সমুদ্রের মধ্য

৫ । ১ ক ১ - 2 it

SB BBS BB SBB BS SSBBBB SBBS B BBS SLLSK SS 0S000S0 tBB AAAA AA AAAA AAAtT [১৪] স্থি ১; ৩০ । ৯ ও ১-৩ ৷৷

  • (ব) এক ২ পক্তিতে পাঁচ ২ জন। I (ইকু চিরকাল পর্যন্ত।

[১৪ অধ্যায়।