পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * * আমিও তোমার সহিত রক্তপাত ব্যবহার করিব, এবং রক্তপাত তোমার পশ্চাদ ধাবমান হইবে ; তুমি রক্তপাত করিতে বিমুখ হও নাই, এই জন্যে রক্তপাত তোমার পশ্চাদ ধাবমান হইবে। এই রূপে আমি সেয়ীর পর্বতকে অরণ্য ও নরশুন্য করিব, এবথ গমনাগমনকারি লোকদিগকে তাহার মধ্যে ৮ বিনষ্ট করিব, ও হত লোকেতে তাহার তাবৎ পৰ্ব্বত পরিপূর্ণ করিব, এবং লোকেরা খড়গে হত হইয়া তোমার তাবৎ পৰ্ব্বতে ও উপত্যকাতে ও তাবৎ প্রণালীতে * পড়িয়া থাকিবে। আমি তোমাকে চিরকাল অরণ্য করিয়া রাখিব, তোমার নগরে কখনো বসতি হইবে না ; তাহাতে আমি যে পরমেশ্বর তাহা জ্ঞাত হইবা । সেস্থানে পরমেশ্বর থাকিলেও এই দুই দেশ ও এই দুই দেশীয় লোক আমার ; আমর তাহাদের অধিকার করিব, এই কথা কহিয়াছ। অতএব প্রভু পরমেশ্বর এই কথা কহেন, আমি যদি অমর হই, তবে তুমি যেমন ঘৃণা প্রযুক্ত তাহাদের প্রতি ক্রোধ ও মাৎসৰ্য্য করিল, তদনুসারে আমি তোমার প্রতি ব্যবহার করিব, এবং তোমার বিচার করিয়া তাহাদের নিকটে আপনাকে জানাইব। আর ‘ইস্রায়েলের পর্বত অরণ্য হইয়াছে, ও বিনষ্ট হইবার জন্যে তাহ আমাদিগকে দত্ত হইয়াছে, এই কথা কহিয়া তুমি সেই পৰ্ব্বতগণকে যে নিন্দ করিয়াছ, তাহা আমি পরমেশ্বর শুনিলাম, ইহা তুমি জানিবা । তোমরা আমার বিরুদ্ধে আপন মুখে যে আতাঙ্গাঘা করিয়াছ, ও আমার বিপরীতে যে অনেক কথা কহিয়াছ,তাহা অামি শুনিলাম। প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, যে সময়ে তাবৎ পৃথিবী আনন্দযুক্ত হইবে, তৎকালে আমি তোমাকে অরণ্যময় করিব। তুমি অরণ্যতা প্রযুক্ত যেমন ইস্রায়েল বস্থশের অধিকার বিষয়ে আনন্দ করিলা,আমি তোমার প্রতি তদ্রুপ ব্যবহার করিব ; হে সেয়ীর পর্বত,তুমি ও ইদোমের তাবৎ দেশ অরণ্যময় হইবা, তাহাতে অামি যে পরমেশ্বর,তাহ জানিতে পারিব। ৩৩ অধ্যায় । ১ ইদুয়েল দেশের সান্ধন করণ ৮ ও পরমেশ্বরের আশীস্বাদের প্রতিজ্ঞার কথা ১১ ও পাপপু যুক্ত ইদুয়েলের দও ২১ ও বিনায়ল্যে তাছার রক্ষা ৬ ও গ্রীষ্ণের রাজ্যের যদলের डविधेrद्राकr t ১ হে মনুষ্যের সন্তান,তুমি ইস্রায়েলের পর্বতের প্রতি ভবিষ্যদ্বাক্য প্রচার করিয়া বল, হে ই সুয়েলের পৰ্ব্বতগণ,তোমরা পরমেশ্বরের কথা শুন। প্রভু পরমেশ্বর এই কথা কহেন,শত্ৰু লোক তোমাদের বিরুদ্ধে কহে, হিহি, এই প্রাচীন উচ্চপৰ্ব্বত এখন আমাদের - > > - > → > R > -o o - > - R যিহিস্তুেল । অধিকার হইল। অতএব তুমি ভবিষ্যদ্বাক্য প্রচার করিয়া বল,প্ৰভু পরমেশ্বর এই কথা কহেন,তোমর যেন অন্যদেশীয় অবশিষ্ট লোকদের অধিকার হও, এই জন্যে তাহার তোমাদিগকে অরণ্য করিতেছে, ও তোমাদিগকে সৰ্ব্বতোভাবে গ্রাস করিতেছে ; ও তোমরা বাচাল লোকদের নিন্দাসপদ ও লোকদের অপমানস্বরূপ হইতেছ। অতএব হে ইস্রায়েলের পৰ্ব্বতগণ,তোমরা প্রভু পরমেশ্বরের কথা শুন ; প্রভূ পরমেশ্বর পর্বতগণকে ও উপপৰ্ব্বতগণকে ও প্রণালীগণকে এবং উপত্যক ও উচ্ছিন্ন ও নর স্থানকে এবং চতুদিকস্থিত অন্যদেশীয় অবশিষ্ট লোকদের লুট ও নিন্দাসপদ যে ২ ত্যক্ত নগর, তাহাদিগকে কহেন; প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, যাহারা অন্তঃকরণের দ্বেষে ও তাবৎ মনের অানন্দে অাপন অধিকারার্থে লুটিত দ্রব্য হরণ করিতে আমার দেশ গ্রহণ করিয়াছে, সেই অন্যদেশীয় অবশিষ্ট লোক ও ইদোমের তাবৎ লোকদের বিরুদ্ধে আমি মনের ক্রোধাগ্নিতে আজ্ঞা দিব। অতএব ইস্রায়েল দেশের বিষয়ে ভবিষ্যদ্বাক্য প্রচার করিয়া পৰ্ব্বত ও উপপৰ্ব্বত ও প্রণালী ও উপত্যককে এই কথা বল, পুভু পরমেশ্বর এই কথা কহেন, দেখ, তোমরা অন্যদেশীয়দের কাছে অপমান ভোগ করিতেছ, এই নিমিত্ৰে অামি আপিন ক্রোধে ও কোপেতে আজ্ঞ। দিব। প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, তোমাদের চতুৰ্দ্দিকস্থিত অন্যদেশীয় লোকেরা অবশ্য অপমানগুস্ত হইবে, আমি এই শপথ করিলাম । হে ইস্রায়েলের পর্বতগণ, তোমরা আপনাদের শাখা বৃদ্ধি করিয়া আমার ইস্রায়েল লোকদিগকে আপনাদের ফল দিবা,কেননা তাহারা শীঘ্ৰ উপস্থিত হইবে । দেখ, আমি তোমাদের প্রতি অনুকুল হইয়। তোমাদের প্রতি ফিরিব, তাহাতে তোমরা চাসিত ও উপ্ত হইব। আমি তোমাদের উপরে মনুষ্যদিগকে অর্থাৎ ইস্রায়েলের তাবৎ বংশকে বৃদ্ধি করিব, তাহাতে তাবৎ নগর বসতিতে পরিপূর্ণ হইবে, ও উচ্ছিন্ন স্থান পুনর্নির্মিত হইবে। এবং আমি তোমাদের উপরে মনুষ্য ও পশু বৃদ্ধি করিব,তাহারা বর্কিত হইয়। বহুবxশ হইবে, এবং আমি তোমাদিগকে পূৰ্ব্বকালের ন্যায় নিবাসস্থান করিব, এবং তোমাদের পূর্বাবস্থা অপেক্ষ এখন উত্তম অবস্থা করিব ; তাহাতে আমি যে পরমেশ্বর, তাহ জানিতে পারিবা। আমি তোমাদের উপরে মনুষ্যদিগকে অর্থাৎ আমার ইসুয়েল লোকদিগকে গতায়াত করাইব ; তাহার তোমাদিগকে অধিকার করিবে, এবং তোমরা তাহাদের অধিকার হইবা, আর কখনো [১৪] যিস্থি ৩৬ ; ২,৫ । SBB BBBSBBB BBS BB LLSLLS0 ggSABBS BB AAAASS00 A 00 S00S S0 ttBB BBS tttAAA AAAAA 766

  • (ৰ) নদীতে। (ই হন্ত ওঠাইলাম ।

[৩১ অধ্যায়। -