পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ অধ্যায়।] ১• তাহাদিগকে নরশুন্য করিব না। প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, হে দেশ, “তুমি মনুষ্যদিগকে গ্রাস করিতেছ ও অাপন জাতিদিগকে ক্ষয় করিতেছ,’লোকের তোমার বিষয়ে এই কথা কহে। অতএব প্রভূ পরমেস্বর এই কথা কহেন,তুমি আর কখনো মনুষ্যদিগকে গ্রাস করিব না,ও আপন জাতিদিগকে ক্ষয় * করিবা না। প্রভূ পরমেশ্বর কহেন, আমি তোমার মধ্যে অন্যদেশীয়দের কৃত অপমান আর শুনাইব না, ও তুমি লোকদের কাছে আর নিন্দ ভোগ করিব না, ও আপন জাতিদিগকে আর ক্ষয় করিব না। অপর পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্যের সন্তান, যে সময়ে ইস্রায়েল বংশ আপন দেশে বাস করিল, তখন তাহারা আপন ২ অাচার ও ক্রিয়াদ্বারা তাহা অপবিত্র করিল ; তাহাদের আচরণ আমার গোচরে ঋতুমতী স্ত্রীর অশুচিতার ন্যায় ছিল। তাহারা দেশে রক্তপাত করিল ও প্রতিমাগণদ্বারা তাহ অশুচি করিল, এই নিমিত্তে আমি তাহাদের বিরুদ্ধে আপনার ক্রোধ প্রকাশ করিয়া তাহাদিগকে অন্যজাতিদের মধ্যে ছিন্নভিন্ন করিলাম ; ও তাহারা অন্যদেশের সর্বত্র ছড়ান গিয়াছে ; আমি তাহাদের আচার ও ক্রিয়ানুসারে বিচার করিলাম। তাহারা গিয়া যে দেশীয় লোকদের মধ্যে প্রবেশ করিল, তাহাদের মধ্যে আমার পবিত্র নাম অপবিত্র করিল, কেননা সেই লোকের। তাহাদের বিষয়ে কহিল, দেখ, ইহার পরমেশ্বরের দেশহইতে নির্গত তাহার লোক। ইসায়েল বখশ অন্যদেশীয়দের মধ্যে যাইয়। অামার যে পবিত্র নাম অপবিত্র করিয়াছে, সেই নামের জন্যে আমার মনোদুঃখ হইল + ইস্রায়েল বংশকে এই কথা কহ, হে ইস্রায়েল বংশ, প্ৰভু পরমেশ্বর এই কথা কহেন,আমি তোমাদের নিমিত্তে ইহা করিব তাহা নয় ; কিন্তু তোমরা অন্যদেশীয়দের মধ্যে যাইয়া অামার যে পবিত্র নাম অপবিত্র করিয়াছ, সেই নামার্থে কর্ম করিব। তোমরা অন্যদেশীয়দের মধ্যে আমার যে মহানাম অপবিত্র করিয়াছ, তাহা অামি পবিত্র করিব ; প্রভূ পরমেশ্বর কহেন, আমি তোমাদের দ্বারা অন্যদেশীয়দের গোচরে পবিত্রীকৃত হইলে আমি যে পরমেশ্বর,তাহ তাহারা জানিবে। এবং আমি অন্যজাতিদের মধ্যহইতে তোমাদিগকে সংগ্ৰহ করিব, ও তাবৎ দেশের মধ্যহইতে তোমাদিগকে একত্র করিয়া তোমাদের নিজ দেশে আনিব । 3 or o to e -

  • >

R R - e. যিহিষুেল। 4 ২১৭ তখন তোমাদের উপরে নির্মল জল ছিটাইয়া = দিব,তাহাতে তোমরা নির্মল হইবা ; আমি তোমাদের স্তাবৎ মল ও প্রতিমাহইতে তোমাদিগকে পরিষ্ণকৃত করিব। এবং তোমাদিগকে এক নতন অন্তঃকরণ ২৬ দিব, ও তোমাদের অন্তরে এক নুতন আত্ম স্থাপন করিব, ও তোমাদের মাংসের মধ্যহইতে প্রস্তুরময় অন্তঃকরণ লইয়া মাথসময় অন্তঃকরণ দিব । ও ২৭ তোমাদের অন্তরে আপন আত্মাকে স্থাপন করিব ও তোমাদিগকে আপন ব্যবস্থাপথে চালাইব ; তোমরা অামার আজ্ঞ মানিয়া তাহ পালন করিব। এবং ২৮ অামি তোমাদের পূৰ্ব্বপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তাহাতে তোমরা বাস করিয়া অামার লোক হইব1, ও আমি তোমাদের ঈশ্বর হইব। আমি তোমাদিগকে ৯ তাবহ অশুচিতাহইতে পরিত্রাণ করিব, ও শস্যকে আজ্ঞা দিয়া তাহার বৃদ্ধি করিব; আমি তোমাদের প্রতি দুর্ভিক্ষ আনিব না। বরং বৃক্ষের ফল ও ক্ষেত্রের ৩• শস্য প্রচুর করিব ; তোমরা অন্যদেশীয়দের মধ্যে দুর্ভিক্ষেতে অপমানগুস্ত হইব না। এবং তোমরা ৩১ আপনাদের কদাচার ও অসৎক্রিয়া স্মরণ করিবা, ও আপনাদের পাপ ও ঘৃণাহ ক্রিয়ার নিমিত্তে আপনাদিগকে হেয়ডান করিব। প্রভূ পরমেশ্বর কহেন, হে ৩২ ইস্রায়েল বখশ ; আমি তোমাদের গুণে ইহা করি না, তাহা জ্ঞাত হও; তোমরা আপনাদের কদাচারের জন্যে লজ্জিত ও বিবর্ণ হও। প্রভূ পরমেশ্বর এই কথা ও • কহেন, আমি যে দিনে তোমাদের তাবৎ পাপ মাৰ্জ্জন করিব ও তোমাদের নগরে বসতি করাইব, তখন তোমাদের উচ্ছিন্ন স্থান পুনর্নির্মিত হইবে; এবং যে • • দেশ তালং পথিকদের দৃষ্টিতে অরণ্যরূপ ছিল, সে অরণ্যময় দেশ চাসিত হইবে ; তাহাতে লোকেরা ওৰ কহিবে, এই যে দেশ উচ্ছিন্ন ছিল, তাহ এখন এদনের উদ্যানের তুল্য হইতেছে। ও তাহার নরশুন্য ও অরণ্য ও ৱিনষ্ট নগর প্রাচীরে বেষ্টিত ও বসতি বিশিষ্ট হইতেছে । তখন আমি ভগ্ন স্থান গাঁথি ও • উচ্ছিন্ন দেশে বৃক্ষ রোপণ করি, ইহা তোমাদের চতুৰ্দ্দিকস্থিত অবশিষ্ট অন্যদেশীয়ের জানিবে ; অামি পরমেশ্বর যাহা কহিলাম, তাহ সফল করিব। প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, ইস্রায়েল বংশের ও । নিমিত্তে আমি যেন এই সকল করি, এই জন্যে অামীর কাছে তাহীদের প্রার্থনা করিতে হইবে ; তাহাতে আমি তাহাদের লোককে পালের ন্যায় বৃদ্ধি করিব । যেমন পবিত্র পাল অর্থাৎ যিরশালমের ৩৮ পৰ্ব্ব সময়ের পাল, তদ্রুপ মনুষ্যপালদ্বারা উচ্ছিন্ন S0S eee Se S SSS S B BBS DDSBBS BB BBS BA SAAA LSLSL S A SASDg S ggS S gg ২০s ৪৪ ৷ গী ১১৫ : ১ l—[২৩] যিহি ৩৭ ; ২৮ ASAggS SDS DD DSABBSS00 BSS BBS BBS BB SBBBBS S BBSBBS BB BDA eeAA DDD BB BB BBS BBBS SBBBS BBS BSBBSBS S BBS BB LLSS যিহি ১৬ ; ৬১-৬৩ । ২ ; ৪৩ –[৩২] প ২২। ২০ ; ৪৪ —[৩৩] প ১০ ।—[৩৭,৩৮] যির ৩১ , ১ , ১৮, ২৭ ৷৷

  • (ইবু) পতন করাইৰ (ব) সেই নাযীযে আমি দয়া করিলায়।

767