পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ + নগর পরিপূর্ণ হইবে ; তাহাতে আমি যে পরমেশ্বর, তাহা তাহারা জ্ঞাত হইবে। ৩৭ অধ্যায়। ১ শুধু অস্থির দৃপ্তান্ত ১১ ও ইস্ত্ৰীয়েলের নৈরাশ দূর করণ ১৪ ও যিহৃদয় ও ইসুয়েলের মিলন ২০ ও খুঁঞ্চের রাজ্যের বিষয়ে যদল প্রতিজ্ঞ । ১ অপর পরমেশ্বর * অামাতে আবির্ভূত হইয়া আত্মাদ্বারা আমাকে বহির্গত করিয়া অস্থিতে পরিপূর্ণ এক ২ উপত্যকার মধ্যে বসাইলেন, এবং সেই অস্থির চতুদিগে অামাকে ভূমণ করাইলেন; সেই উপত্যকাতে অনেক অস্থি ছিল, ও সে সকল আতিশয় শুষক ছিল। ও পরে তিনি আমাকে কহিলেন,হে মনুষ্যের সন্তান,এই সকল অস্থি কি সজীব হইতে পারে ? তাহাতে আমি উত্তর করিলাম, হে প্রভো পরমেশ্বর, তাহা তুমি জ্ঞাত ৪ আছ। তিনি আমাকে পুনৰ্ব্বার কহিলেন, তুমি এই অস্থিসমূহের বিষয়ে এই বিভষ্যদ্বাক্য প্রচার করিয়া বল, হে সকল শুষ্কক অস্থি,তোমরা পরমেশ্বরের কথা • স্তন। প্রভু পরমেশ্বর এই অস্থিদের প্রতি এই কথা কহেন, দেখ, আমি তোমাদের মধ্যে প্রাণ সঞ্চার করিব, তাহাতে তোমরা সজীব হইবা । এবং তোমাদের উপরে শিরা ও মাংস উৎপন্ন করিয়া চর্ম দ্বারা তোমাদিগকে আচ্ছাদন করিব, ও তোমাদের মধ্যে প্রাণ সঞ্চার করিব, তাহাতে তোমরা সজীব হইয়। ৭ অামি যে পরমেশ্বর, তাহা জ্ঞাত হইবা । তাহাতে আমি সেই প্রাপ্ত আজ্ঞানুসারে ভবিষ্যদ্বাক্য প্রচার করিলাম ; এবং প্রচার করণ সময়ে T এক শব্দ ও কম্পন হইল, ও প্রত্যেক অস্থি আপন ২ সখ যোজ্য ৮ অস্থির কাছে একত্র হইল। এবং আমার দৃষ্টিগোচরে তাহাদের উপরে গির ও মাংস উৎপন্ন হইল, এবথ তাহদের উপরে চর্ম হইয়া আচ্ছাদন করিল, ৯ কিন্তু তাহাদের মধ্যে প্রাণ সঞ্চার হইল না। পরে তিনি আমাকে কহিলেন, তুমি প্রাণবায়ুর প্রতি ভবিষ্যদ্বাক্য পুচার কর ; হে মনুষ্যের সন্তান, তুমি প্রাণবায়ুর পুতি কথা প্রচার করিয়া বল, প্রভু পরমেশ্বর এই কথা কহেন, হে প্রাণবায়ু, তুমি চতুৰ্দ্দিগহইতে আসিয়া এই হত লোকদের জীবনাথে তাহাদের ১• প্রতি বহন কর। তাহাতে আমি তাহার আজ্ঞানুসারে ঐ ভবিষ্যদ্বাক্য প্রচার করিলে প্রাণবায়ু তাহাদের মধ্যে পুবেশ করিল ; তাহাতে তাহার সজীব হইয়া অতি মহাসৈন্যের ন্যায় চরণে দণ্ডায়মান হইল। তখন তিনি আমাকে কহিলেন,হে মনুষ্যের সন্তান, এই সকল অস্থি ইস্রায়েলের তাবৎ বংশস্বরূপ; দেখ, তাহার কহে, আমাদের অস্থি স্তুষক হইল ও আমাদের প্রত্যাশা গেল ; আমরা উচ্ছিন্ন হইলাম।” > * যিহিঘূেল। [৩৭ অধ্যায়। অতএব তুমি এই ভবিষ্যদ্বাক্য প্রচার করিয়া তাহা- । দিগকে বল, প্ৰভু পরমেশ্বর এই কথা কহেন, হে আমার লোক, দেখ, আমি তোমাদের কবর গুলিয়া কবরহইতে তোমাদিগকে বাহির করিয়া ইস্রায়েল দেশে অনিয়ন কৰিব। এবং হে আমার লোক, অামি তোমাদের কবর খুলিয়া কবরহইতে তোমাদিগকে বাহির করিলে আমি যে পরমেশ্বর, তাছা তোমরা জ্ঞাত হইবা । এবং আমি তোমাদের মধ্যে আপন আত্মাকে স্থাপন করিব ; তাহাতে তোমরা সজীব হইলে আমি তোমাদিগকে তোমাদের দেশে স্থাপন করিব ; পরমেশ্বর কহেন, আমি পরমেশ্বর যাহা কহি তাঁহাই করি, ইহা তখন তোমরা জানিবা। অপর পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত হইল,হে মনুষ্যের সন্তান,ভূমি এক যষ্টি লইয়। 'যিহুদার ও তাহার সুহৃদ ইস্রায়েলীয়দের নিমিত্ত্বে’ তাহার উপরে এই কথা লেখ; এবং আর এক যষ্টি লইয়া ‘ যুষফের অর্থাৎ ইফুয়িম ও তাহার সুহৃদ ই সুয়েল বখশদের যষ্টি, এই কথা তাহার উপরে লেখ। পরে ঐ দুই যটিকে সংযুক্ত করিয়া এক কর, তাহাতে তোমার হন্তে একমাত্র হইবে। অপর তোমার লোকের বxশগণ যখন তোমাকে কহিবে, ইহার তাৎপৰ্য্য কি, তাহা কি তুমি আমাকে বুঝাইয়া দিব না? তখন তুমি তাহাদিগকে কহিবা, প্রভু পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি ইফুfয়মের ও তাহার সুহৃদ ইস্রায়েল বংশদের হস্তস্থিত মূষফের যটি লইয়া ইহার অর্থাৎ যিহুদার যষ্টির সহিত একত্র করিব, তাহাতে দুই যষ্টি আমার হন্তে একমাত্র হইবে । তুমি যে ২ যষ্টিতে লিখিব, সেই দুই যটি তাহাদের সাক্ষাতে তোমার হস্তে থাকিবে । এবং তুমি তাহাদিগকে বল, প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, দেখ, ইসুয়েল বংশ যে ২ জাতিদের মধ্যে ভূমণ করে, তাহাদের মধ্যহইতে আমি তাহাদিগকে আনিব ও সৰ্ব্বদিগহইতে তাহাদিগকে সংগ্ৰহ করিয়া তাহাদের দেশে প্রবেশ করাইব । এবং সেই দেশে ইস্রায়েল পৰ্ব্বতের উপরে তাহাদিগকে এক রাজ্য করিব, ও তাহাদের সকলের উপরে এক রাজা রাজস্ব করিবেন, ও তাহারা দুই লোক আর কখনো হইবে না, ও দুই রাজ্যে আর কখনো বিভক্ত হইবে না। এবং তাহারা আপনাদের প্রতিমাগণ ও ঘৃণাহ বস্তু ও আজ্ঞালঙ্ঘনদ্বারা আপনাদিগকে আর কখনো অশুচি করিবে না ; এবং যে প্রবাসস্থানে তাহারা পাপ করিয়াছে,সেই সকল স্থানহইতে তাহাদিগকে উদ্ধার করিয়া পবিত্র করিব ; তাহাতে > > o R •

  • >

[৩৭ অধ্য ; ২] প ১১ –[১৪] যিহি ৩৬ ; ২৭ LSBBBS BBB BBS BDS DD S0 S S 0S0S SDSS 00S0S গ ১৭ ; ২ ॥—[২২] যেহি ৩৪ ; ২৩,২৪ it—[২৩] ৩৬ ; ২৫-২৮ t। 768

  • (ইর) পরমেশ্বরের হন্ত (ইর) দেয়।