পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮ অধ্যায়।] তাহার। আমার লোক হইবে, ও আমি তাহাদের ২• ঈশ্বর হইব । এবং আমার দাস দায়ুদ তাহাদের রাজা হইবেন,ও তাহাদের সকলের অদ্বিতীয় রক্ষক হইবেন ; এবং তাহারা আমার আজ্ঞানুসারে অচিরণ করিবে, এবং আমার বিধি মান্য করিয়া পালন ২s করবে। এবং আমি আপিন দাস যাকুবকে যে দেশ দিয়াছিলাম,ও যে দেশে তাহাদের* পূৰ্ব্বপুরুষের বাস করিয়াছিল, সেই দেশে তাহারাও বাস করিষে ; অর্থাৎ তাহারা ও তাঁহাদের পুত্র পৌত্ৰাদি সদাকাল তাহার মধ্যে বাস করিবে ; এবং আমার দাস দায়ুদ তাঁহাদের রাজা হইবেন। অামি তাহাদের সহিত মঙ্গলের এক নিয়ম করিব, সে তাহাদের অক্ষয় নিয়ম হইবে ; আমি তাহাদিগকে স্থাপন করিয়া বৃদ্ধি করিব, ও তাঁহাদের মধ্যে সদাকাল ২৭ আপন পবিত্র স্থান রাখিব। এবং আমার পবিত্র স্থান তাহীদের মধ্যে থাকিবে ; এবং আমি তাহা, দের ঈশ্বর হইব, ও তাহারা অামার লোক হইবে ; ২৮ এবx আমার পবিত্র স্থান চিরকাল তাহাদের মধ্যে থাকিলে আমি ইস্রায়েলের পবিত্রকারি পরমেশ্বর, ইহ অন্যদেশীয়ের জানিবে। ৩৮ অধ্যায় । ৯ জুজের সৈন্যসামন্তের কথা ৮ ও ইসুয়েল লোকদের পতি দ্বেষ ও আক্রমণের কাr ১৪ ও তাছার দণ্ডের ভবি ১ অপর পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত হইল,হে মনুষ্যের সন্তান,তুমি রোশ ও মেশক ও ভূবলের অধ্যক্ষ অর্থাৎ মাজুজ দেশস্থিত ভূজের প্রতি মুখ রাখিয়া তাহার বিরুদ্ধে এই ভবিষ্যদ্বাক্য ও প্রচার করিয়া বল, হে রোশ ও মেশক ও ভূবলের অধ্যক্ষ ভূজ, প্রভু পরমেশ্বর এই কথা কহেন, আমি তোমার বিপক্ষ হইয়া তোমার মুখে বড়শী গাঁথিয়া তোমাকে ফিরাইব, এবং তোমাকে ও তোমার অশ্বগণকে এবং নানাবর্ণ বস্ত্ৰান্বিত আশ্বারূঢ়গণকে ও চর্ম ও ঢাল ও খড়গধারি সৈন্যসামন্তের মহাজনতাকে বাহিরে আনিব। এবং তাহাদের সঙ্গি ঢাল ও টোপরবিশিষ্ট পারস্ ও কুশ ও পূটদেশীয় লোককে • এবং গোমর ও তাহার সকল সৈন্যকে,ও উত্তরদিগস্থিত ভোগম ও তাহার সকল সৈন্যকে, এই সমূহ৭ লোককে তোমার সঙ্গে অনিয়ন করিব । তুমি প্রস্তুত হও এবং তোমার নিকটে একত্রীভূত সৈন্যসামন্তগণকেও প্রস্তুত কর, এবং ভূমি তাহাদের রক্ষক হও। যিহিষুেল। অনেক দিনের পর তুমি অধ্যক্ষপদ পাইবা; খড়গ দ্বারা বিনাশহইতে রক্ষিত ও সমূহলোকের মধ্যহইতে সংগৃহীত ও চিরকাল উচ্ছিন্ন ইস্রায়েল পৰ্ব্বতে আনীত লোকদের বিরুদ্ধে তুমি যুগান্তে আসিব1; তখন তাহারা অন্যদেশীয়দের মধ্যহইতে অানীত হইয়া সকলে নিরাপদে বাস করিবে। কিন্তু তুমি উঠিয়া ঝড়ের ন্যায় উপস্থিত হইবা, অর্থাৎ তুমি ও তোমার তাবৎ সৈন্য ও সঙ্গি সমূহলোক মেঘের ন্যায় দেশে ব্যাপ্ত হইব। প্রভু পরমেশ্বর এই কথা কহেন, সেই সময়ে অনেক বিষয় তোমার মনে পড়িলে তুমি পাপচিন্তা করিয়া কহিবা, আমি প্রাচীরহীন বসতি বিশিষ্ট দেশে অর্থাৎ সুখভোগ ও নিরাপদস্থ এবং প্রাচীর ও অগল ও কবাটবিহীন লোকদের বিপরীতে গমন করিব। এবং যে লোকেরা অন্যদেশীয়দের মধ্যহইতে সংগৃহীত হইয়। পূৰ্ব্বে উচ্ছিন্ন বসতিস্থানে পশু ও ধনযুক্ত হইবে,সেই পৃথিবীর মধ্যদেশীয় লোকদের প্রতি তুমি আক্রমণ করিয়া লুট ও হরণ করিব। তাহীতে শিব ও দিদন ও তশীশের বণিকেরা ও তাহার তাবৎ বলবানের তোমাকে কহিবে, তুমি কি লুটিত দ্রব্য চুরী করিতে আসিয়ছি? তুমি কি হরণ করিতে ও স্বর্ণ রূপা লইয়া যাইতে কিম্বা পশু ও ধন লইয়া যাইতে ও অতিশয় লুট করিতে আপন সৈন্যসামন্ত সংগ্ৰহ করিয়াছ ? হে মনুষ্যের সন্তান, তুমি ভবিষ্যদ্বাক্য প্রচার করিয়া জুজুকে বল, প্রভু পরমেশ্বর এই কথা কহেন, আমার ইস্রায়েল লোক যে দিনে নিরাপদে বাস করিবে, সে দিনে তুমি তাহ জানিয়া তোমার সঙ্গি অশ্বান্ধঢ় সৈন্যসামন্তের মহাজনতা ও পরাক্রান্ত এক দল সৈন্যের সহিত উত্তরদিগে অতিদূরস্থিত আপন স্থানহইতে আসিবা। এবং তুমি আমার ইসায়েল লোকের বিরুদ্ধে মেঘের ন্যায় দেশ ব্যাপিয়া আসিবা ; হে জুজু, আমি অন্যদেশীয়দের সাক্ষাতে তোমাদ্ধারা পবিত্ররূপে মান্য হইলে তাহারা যেন অামাকে জানিতে পারে, এই জন্যে যুগান্তে আপন দেশের বিরুদ্ধে তোমাকে আনিব। প্রভূ পরমেশ্বর কহেন, আমি তাহাদের বিরুদ্ধে তোমাকে আনিব, অামার দাস যে ইসায়েল দেশের ভবিষ্যদ্বক্তৃগণ পূৰ্ব্বকালে অনেক দিন পর্যন্ত এই ভবিষ্যদ্বাক্য প্রচার করিয়াছিল, তাহাদের দ্বারা আমি যাহার বিষয়ে কহিলাম, সে কি তুমি নও? প্রভু পরমেশ্বর কহেন, যে সময়ে জুড ইস্রায়েল দেশের বিরুদ্ধে [২৪] যিহি ৩৪ ; ২৩, ২৪।—[২৫] ৩৬ ; ২৮ –[২৬,২৭] ঘির ৩ ; ১৭। ৩১ ; ও ১-৩৭ ৷ ৩২ ; ৪ । যিহি ১৬ ; ৬৭-৬৩ ৷৷ ৩৪; ২৫ । ২ ক ও ; ১৬ । পু ২১ ; ৩ it—[২৮] যিহি ৩৬ ; ২৩ ৷৷ L0e BB BBB BB L BB BB S000 BB BB BBSS SBSS ॥—[২] আ ১৭ ; ২ ॥—{৪] যিহি ২১ ; ৪ । সিAt ১৪ : 2 to 山ー[a] অ1 ১৭ ; LLSLL0 BSAAAAAA AAASSSAAASS AAAA LSSS0SKK BB LLSB S 0SaHHSBB లి: ; & Il-[:e] * ', l ।—[১৮-২৩] যেtয় ৩ ; ১৪-১৭ it

  • (ইবু তোমাদের । । (ৰ) পুধান। : (ৰ) লি হের ।

769 월 »