পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, ১• স্তম্ভ সকল ষষ্টি হন্ত মাপিলেন। এবং প্রবেশদ্বারের সন্মুখহইতে বারাণ্ডার অন্যদিগস্থিত ভিতরের ১৬ দ্বার পর্য্যন্ত পঞ্চাশ হস্ত ছিল। এবণ দ্বারের ভিতরে কুঠরীর ও খোদিত স্তম্ভের চতুৰ্দ্দিগে ক্ষুদ্র গবাক্ষ ছিল, এবং ভিতরে বারাণ্ডার চতুদিগেও গবাক্ষ ছিল,ও খোদিত স্তম্ভের উপরে তালবৃক্ষাকৃতি ছিল। পরে তিনি আমাকে বাহিরপ্রাঙ্গণে আনিলেন ; সেখানে ক্ষুদ্র কুঠরী ও এক প্রস্তর বাধা স্থান, সে স্থানের উপরে প্রাঙ্গণের চতুৰ্দ্দিগে ত্রিশ ক্ষুদ্র কুঠরী ১৮ ছিল। সেই বাধাস্থান দ্বারের পাশ্বে ও দ্বারের দীর্ঘ১৯ তার সম্মুখে ছিল, ও তাহ মেঝিয়াস্বরূপ ছিল। পরে তিনি দ্বারের সন্মুখহইতে ভিতরের প্রাঙ্গণের সম্মুখ পর্যন্ত বাহিরে মেঝিয়ার প্রস্থত মাপিলেন, তাহ পূৰ্ব্ব দিগে ও উত্তর দিগে এক শত হস্ত ছিল । পরে বাহিরের প্রাঙ্গণের উত্তরমূখ যে দ্বার, তা২ ১ হার দীর্ঘত ও প্রস্থত। তিনি মাপিলেন। এবং তাহার এ দিগে তিন ও দিগে তিন কুঠরী ছিল, ও তাহার খোদিত স্তম্ভ ও বারাগু প্রথম দ্বারের পরিমাণানুসারে ছিল ; সেই দ্বার পঞ্চাশ হস্ত দীর্ঘ, ও পাঁচশ ২২ হস্ত প্রস্থ ছিল। তাহার গবাক্ষ ও বারাগু ও তালবৃক্ষাকৃতি পূৰ্ব্বমুখ দ্বারের পরিমাণানুসারে ছিল, এবং তাহাতে আরোহণার্থে সাত সোপান ২৩ ছিল, এবং তাহাদের সম্মুখে বারাগু ছিল। এবং পূৰ্ব্বদিগের ও উত্তরদিগের দ্বারের সম্মুখে ভিতরের প্রাঙ্গণের দ্বার ছিল, এবং এক দ্বার হইতে অন্য দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপিলেন । পরে তিনি আমাকে দক্ষিণ দিগে আনিলেন, দক্ষিণদিগে যে দ্বার ছিল, সেই পরিমাণানুসারে তা২• হার খোদিত স্তম্ভ ও বারাণ্ড মাপিলেন । এবং তাহার মধ্যে ও তাহার বারাণ্ডার মধ্যে চতুদিগে সেই গবাক্ষের ন্যায় গবাক্ষ ছিল ; তাহার দীর্ঘতা পঞ্চাশ ২৪ হন্ত ও প্রস্থত পচিশ হস্ত ছিল। এবং তাহাতে আরোহণার্থে সাত সোপান ছিল,ও তাহাদের সম্মুখে বারাও ছিল, এবং এ দিগে ও দিগে তাহার খো২৭ দিত স্তম্ভে তালবৃক্ষাকৃতি ছিল। এবং ভিতরের প্রাঙ্গণের এক দ্বার দক্ষিণ দিগে ছিল, এবং তিনি দক্ষিণ দিগের এক দ্বার অবধি অন্য দ্বার পর্যন্ত এক শত হস্তু মাপিলেন । পরে তিনি দক্ষিণ দ্বার দিয়া আমাকে ভিতরের প্রাঙ্গণে আনিলেন, এবং সেই পরিমাণানুসারে ২৯ দক্ষিণ দ্বার মাপিলেন। তাহার কুঠরী ও খোদিত স্তম্ভ ও বারাও সেই পরিমাণানুসারে মাপিলেন, এবৎ তাহার মধ্যে ও তাহার বারাণ্ডার মধ্যে চতুৰ্দ্দিগে গবাক্ষ ছিল, সেই দ্বার পঞ্চাশ হস্ত দীর্ঘ এ• ও পাঁচশ হস্ত প্রস্থ ছিল। তাহার চতুদিগে পচিশ হস্তু দীর্ঘ ও পাচ হস্ত প্রস্থ এক বারাগু ছিল। 772 3 * x o ৰ ষ্ট 苓 F বিহির্মুেল। {৪০ অধ্যায় । তাহার বারাণ্ড বহিরের প্রাঙ্গণের দিগে ও তাছার এ ১ খোদিত স্তম্ভের উপরে তালবৃক্ষাকৃতি ছিল,তাছাতে আরোহণার্থে আট সোপান ছিল । পরে তিনি আমাকে ভিতরের প্রাঙ্গণের পূর্বদিগে ৩২ অনিলেন, এবং সেই পরিমাণানুসারে তাহার দ্বার মাপিলেন। এবং তাহার কুঠরী ও খোদিত ও স্তম্ভ ও বারাও ঐ পরিমাণানুসারে ছিল ; তাহার মধ্যে ও তাহার বারাণ্ডার মধ্যে চতুদিগে গবাক্ষ ছিল ; সেই দ্বার পঞ্চাশ হস্ত দীর্ঘ ও পচিশ হস্ত প্রস্থ ছিল। তাহার বারাণ্ড বাহিরের প্রাঙ্গণের ও ৪ দিগে ছিল, এবং তাহার খোদিত স্তম্ভের উপরে এ দিগে ও দিগে তালবৃক্ষাকৃতি ছিল, ও তাঁহাতে আরোহণার্থে আট সোপান ছিল । পরে তিনি আমাকে উত্তরদ্ধারে অনিলেন,এব^ ওs সেই পরিমাণানুরে তাহ মাপিলেন। তাহার কুঠরী ওs ও খোদিত স্তম্ভ ও বারাগু ও তাহার গবাক্ষ চতুদিগে ছিল, ও তাহার দীর্ঘতা পঞ্চাশ হন্ত ও প্রস্থত। পচিশ হস্ত। তাহার বারাগু বাহিরের প্রাঙ্গণের দিগে ছিল, ও৭ এবং এ দিগে ও দিগে তাহার খোদিত স্তম্ভের উপরে তালবৃক্ষাকৃতি ছিল ; তাহাতে আরোহণার্থে আট সোপান ছিল। এব^ দ্বারের খোদিত স্তম্ভের নিকটে ৩৮ হব্য বস্ত ধৌত করণার্থে দ্বারবিশিষ্ট এক ২ ক্ষুদ্র কুঠরী ছিল, এব^ হোমবলি ও প্রায়শ্চিত্ত ও দোষা- এই থক বলি বধ করণার্থে দ্বারের বারাণ্ডার এ দিগে দুই ও দিগে দুই আসন ছিল। এবং দ্বারের উত্তর- es দিগে প্রবেশস্থানের সোপানের * নিকটে বাহিরের পাশ্বে দুই আসন ছিল। এবং দ্বারের বরিাশুরি নিকটস্থ অন্য পাশ্বে দুই আসন ছিল। এই • • রূপে যাহার উপরে বলি বধ করে সেখানে এমত চারি অাসন ও দ্বারের পাশ্বে চারি আসন সৰ্ব্বশুদ্ধ অটি আসন ছিল। এবং সোপানের স্ট্র নিকটে ৪২ দেড় হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ ও এক হস্ত উচ্চ খোদিত প্রস্তরের চারি আসন ছিল ; তাহার। যে অস্ত্রে হোমীয় প্রভূতি বলি বধ করিত, সেই অস্ত্র তাহার উপরে রাখিত। এবং চারি অঙ্গুলি প্রশস্ত ও আঁকড়া চতুদিগে ভিত্তির মধ্যে বন্ধ ছিল ; এবং আসনের উপরে নিবেদনাথে মাথস থাকিত । ভিতর দ্বারের বাহিরে অর্থাৎ উত্তর দ্বারের পাশ্বে ও ৪ ভিতরের প্রাঙ্গণের মধ্যে গায়কদের কুঠরী ছিল ; সে সমস্ত দক্ষিণাভিমুখ ; এবং পূৰ্ব্বদ্বারের পাশ্বে উত্তরাভিমুখ এক কুঠরী ছিল। পরে তিনি আমাকে • কহিলেন, এই যে কুঠরীর মুখ দক্ষিণ দিগে অাছে, তাহা মন্দিরের কর্মে নিযুক্ত যাজকদের কারণ । এবং উত্তরাভিমুখ কুঠরী যজ্ঞবেদির কর্মে নিযুক্ত ৪৪ যাজকদের কারণ, অর্থাৎ লেবি বংশের মধ্যে পর মেশ্বরের সেবা করিতে র্তাহার নিকটে আগমনকারি

  • (বt) হোয় বলির অন্যে ।