পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৪ অধ্যায়।] চৌকাষ্ঠ দিয়া, এবং আমার ও তাঁহাদের মধ্যে কেবল এক ভিত্তি রাথিয় আপনাদের কৃত ঘৃণাৰ্হ ক্রিয়াদ্বারা আমার পবিত্র নাম অপবিত্র করিয়াছে, এই নিমিত্তে আমি ক্রোধ করিয়া তাহাদিগকে বিনষ্ট ৯ করিয়াছি। কিন্তু এখন যদি তাহারা আমার সাক্ষাৎহইতে বেশ্যাগমন ও রাজগণের শব দূর করে,তবে আমি সদাকালে তাহাদের মধ্যে অধিষ্ঠান করিব । হে মনুষ্যের সন্তান, ইস্রায়েল বংশ আপন ২ অধর্মের কারণ যেন লজ্জিত হয়, এই নিমিত্তে তুমি তাহাদিগকে এই মন্দির দেখাও,এবং তাহারা সেই ১১ অাদর্শ পরিমাণ করুক। তাহার। যদি আপনাদের কৃত পাপ প্রযুক্ত লজ্জিত হয়,তবে মন্দিরের আকার প্রকার অর্থাৎ নির্গমন ও প্রবেশ ও তাহার সৰ্ব্বপ্রকার ব্যবস্থা ও রীতি ও আকার ও আজ্ঞা সমস্তই তাহাদিগকে দেখাও,এবথ তাহার যে সকল আকার তাহাদিগকে পালন করিতে হইবে, তাহা তাহাদের ১২ সাক্ষাতে লেখ। এবং মন্দিরের ব্যবস্থা এই; পৰ্ব্বতের শৃঙ্গোপরিস্থ তাহার চতুৰ্দ্দিগে সকল সীমা মহাপবিত্র ১ ও হইবে ; এই মন্দিরের ব্যবস্থা । ষডন্নবেদির পরিমাণ এই ; প্রত্যেক হস্তু এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত হইলে তাহার ধারী উচ্চতাতে এক হস্ত ও প্রস্থতাতে এক হস্ত, এবং চতুদিগে তাহার সীমাতে অৰ্দ্ধহস্ত ১৪ তাহার নিকাল,ইহা বেদির পৃষ্ঠ হইবে। এবং ভূমিহইতে অর্থাৎ ধারীহইতে অধঃস্থ সোপান পর্যন্ত দুই হস্ত, ও তাহার প্রস্থত এক হস্ত ; এবং ক্ষুদ্র সোপান অবধি বৃহৎ সোপান পৰ্য্যন্ত চারি হস্ত ও তাহার প্র • স্থত এক হস্ত। এবং বেদির মঞ্চ * চারি হস্ত ; তাহার ১৬ চারি কোণে চারি শৃঙ্গ হইবে। ঐ মঞ্চ f বারে হস্তু দীঘ ও বারে হস্ত প্রস্থ চারিদিগে সমান হইবে। ১৭ এবং সোপান চতুৰ্দশ হস্ত দীর্ঘ ও চতুর্দশ হস্ত প্রস্থ হইবে, এবং তাহার চতুৰ্দ্দিগে অন্ধ হস্ত এক সীমা হইবে,এবং তাহার ধারি চারিদিগে এক হস্ত হইবে, এবং তাহার পূর্বদিগে আরোহণস্থান হইবে। অপর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যের সন্তান, প্রভু পরমেশ্বর এই কথা কহেন, তাহারা যে দিনে হোম ও রক্ত প্রক্ষেপ করুণার্থে এই যজ্ঞবেদী নির্মাণ করিবে, সেই দিনের বেদির ব্যবস্থা এই ৷ ১৯ প্রভু পরমেশ্বর কহেন, আমার সেবা করিতে আমার নিকটে আগমনকারি সাদোক বংশজ লেবীয় ষাজকদের প্রায়শ্চিত্তের নিমিত্তে তুমি এক যুব বলদ ২• দিব। পরে তুমি তাহার কিছু রক্ত লইয়া বেদির চারি শৃঙ্গের উপরে ও সোপানের চারি কোণে ও - e. > * যিহিষুেল। ዓ ዓgo বেদির জন্যে পাপ বলিদান ও প্রায়শ্চিত্ত করিবা। পরে তুমি প্রায়শ্চিত্তার্থক বলদ লইয়া পবিত্র স্থানের ২১ বাহিরে মন্দিরের নিরূপিত স্থানে তাহাকে দগ্ধ করি ব1 । এবং দ্বিতীয় দিনে প্রায়শ্চিত্তের কারণ ২২ এক নিৰ্দ্দোষ ছাগকে উৎসগ করিব1; তাহাতে বলদদ্বারা যে প্রকার হইল, তাহাদ্বারাও তদ্রুপ যজ্ঞবেদীর জন্যে প্রায়শ্চিন্ত হইবে । এই রূপে তাহার ২৪ জন্যে প্রায়শ্চিত্ত সাঙ্গ করিলে পর ভূমি নিৰ্দ্দোষ এক যুববলদ ও নিৰ্দ্দোষ এক মেষ উৎসর্গ করিব। তুমি ২৪ তাহা পরমেশ্বরের উদ্দেশে উৎসগ করিবা, এবং যাজকগণ তাহাদের উপরে লবণ প্রক্ষেপ করিয়া হোমার্থে পরমেশ্বরের উদ্দেশে তাহাদিগকে উৎসর্গ করিবে । তুমি প্রায়শ্চিত্তের কারণ সাত দিন পর্যন্ত ২৪ দিনে ২ এক ২ ছাগ উৎসর্গ করিবা, এবং তাহারা নির্দোয এক যুব বলদ ও পালের এক মেষ উৎসর্গ করিবে। তাহারা সাত দিন পর্যন্ত যজ্ঞবেদীর জন্যে ২৬ প্রায়শ্চিন্তু করিতে ২ তাহ পবিত্র করিবে এবa তাহার প্রতিষ্ঠা করিবে। সপ্তাহ গতে অষ্টম দিনবিধি ২৭ যাজকের বেদির উপরে তোমাদের নিমিত্তে হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবে; তাহাতে প্রভূ পরমেশ্বর কহেন, আমি তোমাদিগকে গ্রাহ্য করিব । ৪৪ অধ্যায়। ১ রাজার পূর্বুদ্ধারে অধিকারের কথা ৪ ও যাজকদের পুতি পরমেশ্বরের অনুযোগ ৯ ও পূৰ্বের দেবপূজক লেবায়দের পুতি ঈশ্বরের কৰ্ম্ম নিষেধ ও সে কৰ্ম্মে সাঁদেীকের সন্তানগণকে নিযুক্ত করণ ১৭ ও যাজকদের পুতিনিবি । পরে তিনি পবিত্র স্থানের বাহিরের পূৰ্ব্বমুখ দ্বারের ১ পথদিয়া আমাকে ফিরাইয়া আনিলেন ; তখন সে দ্বার রুদ্ধ ছিল। পরে পরমেশ্বর আমাকে কহি- ২ লেন, এই দ্বার রুদ্ধ থাকিবে, কখনো মুক্ত হইবে না, এবং ইহাদিয়া কেহ প্রবেশ করিবে না ; কেননা ইস্রায়েলের প্রভু পরমেশ্বর এই দ্বার দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্তে ইহা বন্ধ থাকিবে । কেবল ৩ রাজা অাপন রাজপদ প্রযুক্ত সেখানে বসিয়া পরমেশ্বরের সম্মুখে ভোজন করিবে, এবং সে দ্বারের বারাণ্ডার পথদিয়া প্রবেশ করিবে, এবং সেই পথদিয়া বাহিরে যাইবে। পরে তিনি উত্তর দ্বারের পথে আমাকে মন্দিরের ৪ সম্মুখে আনিলে আমি দৃষ্টি করিয়া দেখিলাম, পরমেশ্বরের মন্দির পরমেশ্বরের তেজেতে পরিপূর্ণ হইল, তাহাতে আমি উবুড় হইয়া পড়িলাম। তাহাতে s পরমেশ্বর আমাকে কহিলেন, হে মনুষ্যের সন্তান, BBBB BBBB BBBB BBB BBBB BBBS BBB BBBBBB BBBB BB B BBBBB BBB [১২] যিহি ৪ • ; ২।—[১১-২১] যা ২১ ; ১০-১৪ । লে ৮ ; ১৪-১৭ ।-–[২২,২৩] লে ৯ ; ১,২ it—[২৪] লে ২ : ১৩ ৷৷ [২৫-২৭] যা ২২ ;৩৫-৩৭ । লে ৮ $ ৩৩-৩৫ ৷৷ SB BBBSS00 BB BBBS SS000SK 0S00 S SS0S 0S 0S 0S 0S LS

  • (ইবু) হয়েল অর্থাৎ ঈশ্বরের পর্বত। (ইবু) আরিয়েল, অর্থাৎ, ঈশ্বরের সিংহ ।