পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৫ অধ্যায়।] এবং তোমাদের গৃহে যেন আশীৰ্ব্বাদ থাকে, এই নিমিত্তে তোমরা যাজকদিগকে আপনাদের মদিত • ১ ময়দার প্রথমাংশ দিবা। এবং যে কোন বস্তু স্বয়^মৃত কিম্বা পশু কি পক্ষীতে ভুক্ত, তাহ যাজকের ভোজন করিবে না। ৪৫ অধ্যায় । ১ পবিত্র গ্রহের নিমিত্তে ভূমির অংশ ৯ ও রাজা ও লো কদের পুতি ৰিবি ও ব্যবস্থা । ১ যে সময়ে তোমরা অধিকারের নিমিত্তে গুলিবাট করিয়া দেশ বিভাগ করিবা, তৎকালে পরমেশ্বরের উদ্দেশে এক নৈবেদ্য অর্থাৎ দেশের পবিত্র এক ভাগ উৎসগ করিও ; সেই দেশের দীর্ঘতা পচিশ সহস্র হস্ত * ও তাঁহার প্রস্থতা দশ সহস্র হস্ত পরিমাণ হইবে ; এই ভাগ চতুঃসীমার সৰ্ব্বদিগে পবিত্র ২ হইবে। তাহার মধ্যে পাচশত হস্ত দীর্ঘ ও পাচ শত হস্ত প্রস্থ চারিদিগে সমানভূমি পবিত্র স্থানের জন্যে থাকিবে, এবং তাহার বহির্ভাগে চতুৰ্দ্দিগে পঞ্চাশ ও হস্ত অবশিষ্ট থাকিবে। সৰ্ব্বশুদ্ধ পচিশ সহস্র হস্তু দীর্ঘ ও দশ সহস্র হস্ত প্রস্থ (ভূমি) মাপিব, এবং তাহার মধ্যে পবিত্র গৃহ ও পবিত্র স্থান থাকিবে । • দেশের এই পবিত্র অংশ যাজকদের অর্থাৎ পরমেশ্বরের সেবা করিতে র্তাহার নিকটে আগমনকারি পবিত্র স্থানের সেবকদের নিমিত্তে হইবে,এবং তাহাদের বাটীর নিমিত্তে তাহাতে স্থান হইবে, ও পবিত্র গৃহের নিমিত্তে পবিত্র স্থান হইবে । এবং মন্দিরের সেবক লেৰীয়ের অধিকারার্থে পচিশ সহস্র হস্ত দীর্ঘ ও দশ সহস্র হস্ত প্রস্থ অন্য এক ভূমি এবং = বিংশতি কুঠরী পাইবে । এবং তোমরা নিবেদিত পবিত্র স্থানের সম্মুখে পাঁচ সহস্র হস্ত প্রস্থ ও পচিশ সহস্র হস্ত দীর্ঘ নগরের অংশ নিরূপণ করিবা; তাহ ইসায়েলের তাবৎ বংশের নিমিত্তে হইবে। এবং নিবেদিত পবিত্র ভূমির এ পাশ্বে ও পাশ্বে, অর্থাৎ পশ্চিম পাশ্বে পশ্চিম দিগে ও পূৰ্ব্বপাশ্বে পূৰ্ব্বদিগে পবিত্র ভূমির ও নগরের অংশের সন্নিকটে অধ্যক্ষের নিমিত্তে অংশ হইবে ; তাহার দীর্ঘতা পশ্চিম সীমাবধি পূৰ্ব্বসীমা পর্যন্ত অন্য অংশের সম্মুখে হইবে। এবং সে ভূমি ইস্রায়েলের মধ্যে তাহার অধিকার হইবে, এবং অধ্যক্ষেরা অামার লোকদের প্রতি আর উপদ্রব করিবে না, তাহার। আপন ৰথ, শানুসারে ইস্রায়েল বংশকে দেশ প্রদান করবে। ১ প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, হে ইস্রায়েলের অধ্যক্ষগণ, তোমাদের কুক্রিয়া প্রচুর হইয়াছে ; প্রভূ পরমেশ্বর কছেন, তোমরা উপদ্রব ও অন্যায় ত্যাগ করিয়া ন্যায় ও প্রকৃত কর্ম কর; তোমরা ষিহিষুেল।

  • * *

আমার লোকদের নিকটহইতে অপহরণ দুর কর । এবং তোমরা প্রকৃত পাল্লা ও প্রকৃত ঐফ ও • প্রকৃত বাৎ কর । তোমাদের ঐফা ও বাৎ এক ? পরিমাণ হইবে ; বাৎ হোমরের দশমাংশ, ও ঐফা হোমরের দশমাংশ হইবে; এই উভয় হোমরানুসারে পরিমিত হইবে। এবং বিংশতি গেরাতে এক শেকল হইবে ; ও পচিশ শেকলে ও বিংশতি শেকলে ও পোনেরো শেকলে এক মানী হইবে। তোমাদের উত্তোলনীয় দ্রব্যের এই পরিমাণ হইবে , তোমরা গোমের এক হোমরের মধ্যে এক ঐফার ষষ্ঠা৭শ দিবা, এবং যবের এক হোমরের মধ্যে এক ঐফার ষষ্ঠাRশ দিবা। এবং এক কোরের মধ্যে তৈলের পরিমাণ যে বাৎ তাহার দশমাংশ তৈল দিবা ; যেমন দশ বাতে হোমর হয়, তদ্রুপ দশ বাতে কোর + হয়। প্রভু পরমেশ্বর কহেন, তোমাদের পাপ মাৰ্জ্জনার্থে নৈবেদ্য ও হোম ও মঙ্গলার্থক বলি দান করিতে ইস্রায়েলের সুসিক্ত ভূমিতে যে দুই শত মেষ, তাহার মধ্যে এক মেষকে উৎসর্গ করিব। এবং দেশের তাবৎ লোকের এই উত্তোলনীয় দ্রব্য অধ্যক্ষকে দিবে। এবং উৎসব ও অমাবস্য ও বিশ্রামদিন প্রভৃতি ইস্রায়েল বংশের তাবৎ পর্বের সময়ে হোম ও নৈবেদ্য ও পানীয় উপকরণ অধ্যক্ষকে দিতে হইবে, এবং সে ইসুয়েল বংশের পাপ মাৰ্জ্জনার নিমিত্তে প্রায়শ্চিত্র ও নৈবেদ্য ও হোম ও মঙ্গলার্থক বলি উৎ. সগ করবে। প্রভূ পরমেশ্বর এই কথা কহেন,প্রথম মাসের প্রথম দিনে তুমি এক নির্দোষ যুব বলদ লইয়া পবিত্র স্থানের জন্যে প্রায়শ্চিত্ত করিবা । এবং যাজক প্রায়শ্চিন্তার্থক বলির কিছু রক্ত লইয়া মন্দিরের চৌকাষ্ঠের উপরে এবং যজ্ঞবেদির { চারি কোণে ও ভিতরের প্রাঙ্গণের দ্বারের চৌকাষ্ঠের উপরে প্রক্ষেপ করবে। এবং প্রত্যেক ভান্ত ও অজ্ঞানের নিমিত্তে মাসের সপ্তম দিনে তোমরা এই প্রকার করিব ও এই মতে মন্দিরের জন্যে প্রায়শিচত্ত করিব। প্রথম মাসের চতুর্দশ দিনে তোমরা নিস্তার নামে সাত দিনের পর্ব করিব,তাহাতে তাড়ীশন্য রুটী আহার হইবে। সে দিনে অধ্যক্ষ আপনার ঐ দেশীয় সকল লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্তার্থে এক বলদ উৎসগ করিবে । সেই পর্বের সপ্তাহের ২ এ প্রত্যেক দিনে সে পরমেশ্বরের উদ্দেশে হোমার্থে নিৰ্দ্দোষ সাত বলদ ও সাত মেষ, এবং প্রায়শ্চিৱাথে এক ছাগবৎস উৎসগ করবে। এবথ এক ২ বলদের সহিত এক ২ ঐফা ও এক ২ মেষের সহিত এক ২ ঐফা পরিমিত নৈবেদ্য উৎসর্গ করিবে, এবং > vo > - > > R. R. SS0B BYSM0 BB BBSSAAASSAAAASSSS S 0SSLS0 S 0 BBSBBS BSBB BBBS BBBBBBSBBB S S0S B D0 00 0S LLL DD LLLSS BBS LS BSBBSBS S BBS BBS

  • (র) দল। I (ইকু ঘোঘর। ; (ইবু) ৰেদিয় সোপানের।

777