পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* !-8 রাজা দানিয়েলকে মহান করিয়া অনেক রাজকীয় দান দিল,এবং বাবিলের সমস্ত প্রদেশের কর্তৃতাপদে ও বাবিলস্থ তাবৎ বিদ্বান অধ্যক্ষের প্রধানতাপদে • ১ তাহাকে নিযুক্ত করিল। পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজা শঙ্কুককে ও মৈশককে ও আবেদৃনিগোকে বাবিলের প্রদেশের কার্য্যে নিযুক্ত করিল; কিন্তু দানিয়েল রাজসভাতে বসিল। ৩ অধ্যায় । ১ নিবৃথদ্বনিৎসর কর্তৃক স্বৰ্ষপুতিয। স্থাপন, ৮ ও শর্দুক ও নৈশক ও আবেদনিগে তাহার পূজা না করলে তাহীদের অপবাদ ১৩ ও তাহদের পুতি শাসন ১৯ ও অগ্নিকুণ্ডে তাহীদের নিক্ষিপ্ত হওন ২৪ ও তাহণদের রক্ষণ ২৮ ও রাজার আশ্চর্য জ্ঞান ও অtড়া । ৯ রাজা নিবৃথদ্বনিৎসর ষষ্টি হস্ত উচ্চ ও ছয় হস্ত স্থল এক স্বর্ণময় প্রতিমা নির্মাণ করিয়া বাবিল প্রদেশের ২ দূর নামক প্রান্তরে স্থাপন করিল। পরে রাজা নিবুখদ্বনিৎসর ঐ স্থাপিত প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা করিতে আসিবার জন্যে অধ্যক্ষগণ ও শাসনকর্তৃগণ ও অধিপতিগণ ও মহাবিচারকর্তৃগণ ও কোষাধ্যক্ষগণ ও ব্যবস্থাপকগণ ও বিচারকর্তৃগণ ও প্রদেশাধিপতিদিগকে সংগ্ৰহ করিতে লোক প্রেরণ করিল। ও অপর রাজা নিবুখদৃনিৎসরের স্থাপিত প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা করিতে অধ্যক্ষগণ ও শাসনকর্তৃগণ ও অধিপতিগণ ও মহাবিচারকতৃগণ ও কোষাধ্যক্ষগণ ও ব্যবস্থাপকগণ ও বিচার কর্তৃগণ ও প্রদেশাধিপতিগণ একত্র হইল। পরে তাহার নিবুখদ্বনিৎসরের স্থা৪ পিত প্রতিমার সাক্ষাতে দাড়াইলে এক ঘোষক উচ্চৈঃস্বরে কহিল, হে লোকেরা, হে নানাজাতির ও নানাভাষাবাদরা, তোমাদের প্রতি এই অডিা • হইতেছে। যে সময়ে তোমরা শৃঙ্গ ও বংশী ও বীণা ও ভেরী ও মৃদঙ্গ ও তন্তুর ইত্যাদি নানা প্রকার যন্ত্রের বাদ্য শুন, তৎকালে নিবৃখদনিৎসর রাজের স্থাপিত সুবৰ্ণময় প্রতিমার সাক্ষাতে তোমরা উবুড় হইয় প্রও শাম করিব। যে কেহ উবুড় হইয়া প্রণাম না করিবে, সে তদণ্ডে প্রজবলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। ৯ অতএব লোকেরা যে কালে শৃঙ্গ ও বংশী ও বীণা ও ভেরী ও মৃদঙ্গ প্রভৃতি নানা বাদ্যের শব্দ শুনিল, তৎকালে সকল লোক ও নানাজাতিরা ও নানাভাষাবাদির উবুড় হইয়। নিবৃখদনিৎসর রাজের স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিল। ৮ তৎকালে কতক কসর্দীয় লোক নিকটে আসিয়া ১ যিহুদীয়দের অপবাদের কথা কহিল। তাহার রাজা নিবুখদৃনিৎসরের কাছে এই কথা কহিল, হে ১• রাজন, চিরজীবী হউন। হে রাজন, “যে প্রত্যেক জন শৃঙ্গ ও বখশী ও বীণা ও ভেরী ও মৃদঙ্গ ও তন্তুর দানিয়েন্ত্ৰ। [৩ অধ্যায় । প্রভৃতি নানা প্রকার যন্ত্রের বাদ্য শুনে, সে উবুড় হইয়া স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে ; কিন্তু যে ১১ জন উবুড় হইয়া প্রণাম না করে,সে প্রজবলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে, তুমি এই আজ্ঞা করিয়াছ । কিন্তু হে রাজন, বাবিল প্রদেশের কর্তৃতর্পদে তোমার নিযুক্ত শব্দুক ও মৈশক ও আবেদ্বনিগে৷ নামে কতক যিহুদী লোক তোমাকে না মানিয়া তোমার দেবগণের সেবা করে না, ও তুমি যে স্বর্ণময় প্রতিমা স্থাপিত করিয়াছ, তাহারও পূজা করে না । ইহ শুনিয়া নিবৃখদনিৎসর ক্রুদ্ধ ও রাগাপন্ন হইয়া শৰ্দ্ৰক ও মৈশক ও আবেদনিগোকে আনিতে আদেশ করিল ; তাহাতে তাহার রাজার নিকটে আনীত হইলে নিবৃখদনিৎসর তাহাদিগকে এই কথা কহিল, হে শব্দুক ও মৈশক ও আবেদনিগে, তোমরা অামার দেবগণের সেবা করিব না, এবং আমি যে স্বর্ণময় প্রতিমা স্থাপন করিয়াছি, তাহারও পূজা করিব না, এই কি তোমাদের অভিপ্রায় ? কিন্তু এখনো যদি তোমরা প্রস্তুত হইয়া শৃঙ্গ ও বংশী ও বীণা ও ভেরী ও মৃদঙ্গ ও তন্তুর প্রভৃতির বাদ্য শুনিলে আমার নির্মিত স্বর্ণপ্রতিমাকে উবুড় হইয়া পুণাম কর, তবে ভালই; কিন্তু যদি প্রণাম না কর, তবে তদণ্ডে প্রজবলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইব1; তাহাতে আমার হস্তুহইতে তোমাদিগকে উদ্ধার করিবে, এমন কোন দেবতা আছে ? তখন শঙ্কুক ১২ ও মৈশক ও আবেদনিগে রাজাকে উত্তর করিল, হে নিৰূখদৃনিৎসর এ বিষয়ে আমাদের উত্তর কারবার প্রয়োজন নাই । যদি তাহ হয়, তবে আমরা যাহার সেবা করি, সেই ঈশ্বর প্রজবলিত অগ্নিকুণ্ডহইতে আমাদিগকে উদ্ধার করিতে পারেন, এবং হে রাজন, তোমার হস্তুহইতেও উদ্ধার করিবেন। আর যদ্যপি না করেন, তথাপি, হে রাজন, আমরা তোমার দেবগণের সেবা করিব না, ও তোমার স্থাপিত স্বর্ণপ্রতিমাকে পূজা করিব না, ইহা জ্ঞাত হও । তখন নিবৃথদনিৎসর ক্রোধেতে পরিপূর্ণ হইয়। ১২ শদ্রক ও মৈশক ও আবেদনগোর প্রতিকূলে বিকটাকার মুখ করিয়া সাধারণ মত অপেক্ষ সপ্ত গুণ প্রজবলিত অগ্নিকুণ্ড প্রস্তুত করিতে আজ্ঞা দিল । এবং শ দুককে ও মৈশককে ও আবেদনিগোকে বন্ধন করিয়া প্রজবলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিতে সৈন্যের মধ্যে বলবান বীরদিগকে আজ্ঞা করিল। অতএব এই পুরুষের পরিধেয় ও উত্তরীয় ও উষ্ণীষ ও অন্য বস্ত্রে বস্ত্রান্বিত হইয় প্রজবলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইল। কিন্তু রাজার আজ্ঞা অতিদৃঢ় ২২ ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত হওন প্রযুক্ত, যে লোকেরা

[৪৮] দ। ৪ ঃ ১ । ৫ : ১১ ॥—[৪১] ১ ; ৭ । ৩ ; ১২,৩° । 784 S BBSBBS B S S S S SSS Y AAAA AA AAAA S