পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়।] শদুককে ও মৈশককে ও আবেদনিগোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিল, তাহারাই অগ্নিশিখাতে হত ই ও হইল। এই রূপে শব্দুক ও মৈশক ও আবেদনিগো, এই তিন জন বন্ধ হইয়া প্রডম্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হইল। - পরে রাজা নিৰূখদনিৎসর চমৎকৃত হইয়া আরায় উঠিয়া মন্ত্রিদিগকে কহিল, আমরা কি তিন জনকে বদ্ধ করিয়া অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি নাই ? তাহারা কহিল, হা মহারাজ। তখন রাজা কহিল, তবে চারি জনকে কেন দেখিতেছি? ইহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, তাহাদের কাহারে কোন ক্ষতি হয় না ; বিশেষতঃ ঈশ্বরের পুত্রের ন্যায় চতুর্থ জনের মূৰ্ত্তি হইতেছে। তখন নিৰূখদনিৎসর ঐ প্রজবলিত অগ্নিকুণ্ডের দ্বারের নিকটে গিয়া, হে সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের সেবক, হে শৰ্দ্ৰক ও মৈশক ও আবেদনিগে1, তোমরা বাহির হইয়। আইস ; ইহা বলিয়া আহ্বান ২ . করিল। তাহাতে শত্ৰুক ও মৈশক ও আবেদনগে অগ্নিহইতে নির্গত হইলে অধ্যক্ষগণ ও অধিপতিগণ ও শাসনকর্তৃগণ ও রাজকর্তৃগণ একত্র হইয়। এই তিন জনের শরীরে অগ্নির কোন চিহ্ন নাই, এবং মস্তকের কেশও দগ্ধ হয় নাই, ও বস্ত্রও বিকৃত হয় নাই, এবং গাত্রে অগ্নির গন্ধও নাই, ইহা দেখিল। ২৮ পরে নিবখদনিৎসর এই কথা কহিল, শত্ৰুক ও মৈশক ও আবেদনিগোর ঈশ্বর ধন্য; তিনি আপন দূত প্রেরণ করিয়া যে দাসের তাহাতে বিশ্বাস করিয়া রাজবাক্য অন্যথা করিল, এবং যেন তাপন ঈশ্বর ব্যতিরেকে অন্য কোন দেবের সেবা ও পূজা না করে, এই নিমিত্তে আপন শরীর দিল, ২৯ তাহাদিগকে উদ্ধার করিলেন। আর নানাজাতি কি নানাভাষাবাদী যে কোন লোক শঙ্কুক ও মৈশক ও আবেদনিগোর ঈশ্বরের প্রতিকূলে কোন ভুান্তির কথা কহিবে, তাহারা খণ্ড বিখণ্ড হইবে, ও তাহাদের গৃহ সারের ঢিবি করা যাইবে, এই নিয়ম আমি স্থির করিতেছি ; কেননা এ প্রকার উদ্ধার ৩০ করিতে কোন দেবতার সাধ্য নাই। তখন রাজা বাবিল প্রদেশে শব্দুক ও মৈশক ও অবেদনিগোর পদবৃদ্ধি করিয়া দিল । 8 অধ্যায় । o নিকৃথদ্বনিৎসরের আপজা ৪ ও ভtহার কথা ৯ ও তাঁহার DDBB BBtt BB BBBDDDDDDS BBB BBB BBS পর্য জ্ঞাত হওন ২৮ ও সে তাৎপর্য সফল হওন । ‘রাজা নিবুখদনিৎসর পৃথিবী নিবাসি তাবৎ লো a & 2 ... দানিয়েল। ?レーな কের ও নানাজাতির ও নানাভাষীবাদির পুতি লিখিতেছেন ; বাহুল্যরূপে তোমাদের মঙ্গল হউক । সৰ্ব্বোপরিস্থ ঈশ্বর আমার কাছে যে চিহ্ন ও আ- ২ শ্চৰ্য্য ক্রিয়া করিয়াছেন, তাহা প্রচার করা কৰ্ত্তব্য, এমত অামার বোধ হইল। হায় ২, তাহার চিহ্ন ও কেমন মহৎ ! ও র্তাহার আশ্চৰ্য্য ক্রিয়া কেমন প্রভাববিশিষ্ট ! তাহার রাজ্য নিত্যস্থায়ী, ও তাহার কর্তৃক্তত্ব পুরুষানুক্রমে স্থায়ী। ‘আমি নিৰূখদনিৎসর অপেন গৃহে স্বচ্ছন্দে ও • আপন অট্টালিকাতে উন্নত ছিলাম। অপর আমি ৫ এক স্বপ্ন দেখিয়া ভয়েতে উৎকণ্ঠিত হইলাম,ও শয্যাগত হইয়া নানা চিন্তা ও মানসিক দর্শনেতে ব্যাকুল হইলাম। অতএব সেই স্বপ্নের তাৎপৰ্য্য আমাকে স্থা জানাইতে বাবিলের তাবৎ বিদ্বনিগণকে আমার নিকটে আনিতে আজ্ঞা করিলাম। পরে মায়াবী ও ৭ গণকেরা ও কস্দীয় লোকেরা ও জ্যোতির্বেত্তার অামার কাছে আইলে আমি তাহাদের সাক্ষাতে স্বপ্ন কথা কহিলাম ; কিন্তু তাহার অভিপ্রায় তাহারা কেহই আমাকে কহিতে পারিল না । অবশেষে ৮ যাহার অন্তরে পবিত্র ঈশ্বরের আত্মা আছে এমৎ আমার দেবের নামানুসারে বেলটিশৎসর উপাধি বিশিষ্ট যে দানিয়েল, সে অামার নিকটে আইলে অামি তাহার সাক্ষাতে স্বপ্নকথা জানাইয়া কহিলাম। “হে মায়াবিগণের প্রধানাধ্যক্ষ বেলটিশৎসর ৯ পবিত্র ঈশ্বরের আত্মা তোমাতে আছে, এবং কোন গুপ্ত বাক্য তোমার ব্যামোহদায়ক হয় না, তাহা অামি জানি ; অতএব আমার যে স্বপ্নদর্শন হইয়াছে, তাহার ভাব ও তাহার তাৎপৰ্য্য অামাকে জ্ঞাত কর। অামি শয়ন করিয়া মনেতে এই রূপ ১ • দর্শন করিলাম, যেন পৃথিবীর মধ্যে এক অতু্যচ্চ মহাবৃক্ষ দেখিলাম ; সে বৃক্ষ বৃদ্ধি পাইয়া অতি ১ ১ বলবান ও উচ্চতাতে গগনসপশ হইল ; তাহাতে সে পৃথিবীর তাবৎ সীমাহইতে দৃষ্ট হইল। তাহার পত্র সুন্দর ও ফল প্রচুর হইল ; তাহ ১২ সকলেরই খাদ্য হইল, এবং তাহার তলের ছায়াতে বনপশুগণ আশ্রয় করিল, এবং আকাশীয় পক্ষিগণ তাহার শাখাতে বাস করিল, এবং তাবৎ পাণী তাহাহইতে খাদ্য পাইল। অপর আমি ১ ও শয়ন করিয়া স্বপ্নে দেখিলাম, যেন এক পূণ্যবান প্রহরী স্বৰ্গহইতে নামিয়া উচ্চৈঃস্বরে কহিল, এই • বৃক্ষ ছেদন কর, ও তাহার শাখা কাটিয়া ফেল, ও তাহার পত্র চুচিয়া ফেল, এব^ তাহার ফল ছড়াইয়া দেও, ও তাহার মূলহইতে পশুগণ ও তাহার শাখাহইতে পক্ষিগণ পলায়ন করুক। কিন্তু ১৭ [২৫] প ২৮ –[২৭] ইর ১১ ; ৩৪ ॥-[२४,२२] म1 ७ ; २२-२१ 11-[७०] २ ? ** t! SS TTT 00S0S D 0S0S 0S0S 0 S0 S00SBBS B BDSDD DBB BBS BB S [১৩-১৬] প ২৩-২৬ ৷৷ 785