পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- లి তাহার মূলের কাগুকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ভূমিতে রাখ ; সে ক্ষেত্রের কোমল তৃণের মধ্যে আকাশের শিশিরে ভিজিবে, এবং ১ও পশুদের সহিত পৃথিবীর তৃণ ভক্ষণ * করিবে । আর তাহার অন্তর হইতে মানুষিক অন্তঃকরণ হৃত হইবে, ও তাহাকে পশুদের ন্যায় অন্তঃকরণ দত্ত হইবে, ১• এই রূপ সাত কাল গত হইবে। সৰ্ব্বোপরিস্থ ঈশ্বর মনুষ্যদের রাজ্যে কর্তৃক্তত্ব করেন, ও যাহাকে ইচ্ছ। করেন তাহাকে তাহ দেন, ও অতি নীচ লোককে তাহার উপরে নিযুক্ত করেন, জীবিত লোকেরা যেন ইহা জানে, এই নিমিত্তে এই কথা প্রহরিগণের নিরূপণেতে অাছে ও এই বাক্য পুণ্য১৮ বানদের আজ্ঞাতে আছে। অামি নিবৃখদনিৎসর রাজা এই স্বপ্ন দেখিয়াছি ; এখন হে বেলটিশৎসর, তুমি তাহার অভিপ্রায় আমাকে জ্ঞাত কর; যদ্যপি আমার রাজ্যস্থিত কোন বিদ্বান তাহার অভিপ্রায় আমাকে কহিতে পারে নাই, তথাপি তুমি কহিতে পারিবা, কেননা তোমার অন্তরে পবিত্র ঈশ্বরের আত্মা আছে । - ১১ তখন বেলটিশৎসর উপাধি বিশিষ্ট দানিয়েল প্রায় এক দণ্ড পর্যন্ত বিস্ময়াপন্ন হইয়া ভাবিয়া ব্যাকুল হইল ; তাহাতে রাজা কহিল, হে বেলটিশৎসর, এই স্বপ্নে ও তাহার তাৎপর্য্যে তুমি ব্যাকুল হইও না ; বেলটিশৎসর উত্তর করিল,হে আমার প্রভো, তোমার ঘৃণাকার লোকদের এই স্বপ্ন হউক, ও তোমার শত্ৰুদের প্রতি এই স্বপ্নের তাৎপৰ্য্য ঘটুক । ২ - তোমাকর্তৃক দৃষ্ট যে বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতাতে গগনসপশ হইল, এবং সমস্ত পৃথিবী২০ হইতে দুষ্ট হইল ; এবং যাহার পত্র সুন্দর ও ফল প্রচুর হইল, ও যাহার মধ্যে সকলের খাদ্য ছিল, ও যাহার তলের ছায়াতে পশুগণ আশুয় করিল ও শাখাতে আকাশের পক্ষিগণ বাস করিল ; ২২ হে রাজন, তাহা তুমিই ; তুমি বৃদ্ধি পাইয়া বলবান হইয়াছ, ও তোমার মহিমার উন্নতি গগনসপশ হইয়াছে, ও তোমার কর্তৃক্তত্ব পৃথিবীর সীমা ২৩ পৰ্য্যন্ত গিয়াছে। আর “ এই বৃক্ষ ছেদন কর ও বিনষ্ট কর, কিন্তু তাহার মূলের কাগুকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ভূমিতে রাখ ; সে ক্ষেত্রের কোমল তৃণের মধ্যে আকাশের শিশিরে ভিজিবে, ও পশুদের সহিত তাহার অংশ হইবে, এই রূপে সাত কাল গত হইবে,” এই সকল কথা কহিয়া এক পুণ্যবান প্রহরী স্বর্গহইতে নামিয়া আইল, ইহা রাজা দেখিয়াছেন । দানিয়েন্ত্ৰ। [৪ অধ্যায়। হে রাজন, তাহার অভিপ্রায় এই ; আমার প্রভু ২৪ রাজার বিষয়ে সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের এই নিরূপণ হইয়াছে। লোকের মনুষ্যের মধ্যহইতে ২৭ তোমাকে দূর করিয়া দিবে; তাহাতে তুমি বনপশুদের সহিত বাস করিবা, এবং ভোজনার্থে বলদের ন্যায় তোমাকে তৃণ দত্ত হইবে, ও তুমি আকাশের শিশিরে ভিজিবা ; এই রূপে সাত কাল গত হইবে ; পরে মনুষ্যের রাজ্যে সৰ্ব্বোপরিস্থ ঈশ্বর কর্তৃক্ত করেন, ও যাহাকে ইচ্ছা করেন তাহাকে তাহ দেন, ইহা তুমি জানিবা । কিন্তু তা- ২৭ রিা বৃক্ষের মূলের কাগু রাখিতে আজ্ঞা দিল, তাহার অভিপ্রায় এই, তুমি স্বগের রাজতন্ত্ৰ জানিতে পারিলে তোমার হন্তে তোমার রাজ্য স্থির হইবে। অতএব হে রাজন, আমার পরামর্শ তো- । মার নিকটে গ্রাহ্য হউক ; তুমি আপন পাপ ত্যাগ করিয়া ধর্ম কর, ও অাপন অধৰ্ম দূর করিয়৷ দরিদ্রগণকে দয়া কর ; তাহাতে তোমার মঙ্গল চিরস্থায়ী ৷ হইতে পারে। অপর এই সমস্তই রাজা নিৰূখদনিৎসরেতে ২৮ ফলিল । বারো মাসের শেষে বাবিলের রাজপ্রা- ২৯ সাদের পৃষ্ঠে গমনাগমন করণ সময়ে রাজা এই ৩• কথা কহিল, আমি আপিন বলের প্রভাবেতে এবথ আপন মহামহিমার নিমিত্তে যে রাজধানী নির্মাণ করিয়াছি, সে কি এই মহাবাবিল নয় ? রাজার ৩১ মুখহইতে এই বাক্য নির্গত হইবামাত্র এই আকাশবাণী হইল, হে নিৰুখদনিৎসর রাজন, তোমার রাজ্য গেল, ইহা তোমাকে কথিত আছে। তুমি মনুষ্যের মধ্যহইতে দূরীকৃত হইবা, ও প্রান্ত- ৩২ রের পশুদের সহিত বাস করিব, ও ভোজনার্থে বলদের ন্যায় তোমাকে তৃণ দত্ত হইবে , এই রূপে সাত কাল গত হইবে ; পরে সৰ্ব্বোপরিস্থ ঈশ্বর মনুষ্যের রাজ্যে কতৃত করেন, ও যাহাকে ইচ্ছা করেন তাহাকে তাহ দেন, ইহা জানিব। তদণ্ডে রাজা নিবুখদনিৎসরের উপরে সেই ওৰ দশা ঘটিল ; সে মনুষ্যদের মধ্যহইতে দূরীকৃত হইয়া বলদের ন্যায় তৃণ ভোজন করিল,এবং তাহার শরীর আকাশের শিশিরে ভিজিল, এবং তাহার কেশ উৎক্রোশ পক্ষির পালকের সদৃশ হইল, ও পক্ষির নখের ন্যায় তাহার নখ হইল । অপর ও ৪ ঐ সময়ের শেষে আমি নিৰূখদনিৎসর স্বগের প্রতি দৃষ্টিপাত করিলে আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আইল; তাহাতে আমি সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরের ধন্যবাদ করিলাম, এবং র্যাহার কর্তৃতা অনন্ত ও র্যাহার SBBS BB B S S S S S S S S S S ggSggg SDD SDSDS SDS BBSBBS SBBSS SBSBBSBB SggSK SS 0S SBS S BBS BgSgSgSgSSLDD eeAASgS BBSBSSBBSBB BggSgS SSSBBSSSBBL [98] x ; es i 4 ; »s ti 786 (ইবু) তাহার অংশ হইবে । (ৰ) তোমার ভুক্তির পুতৗকীর।