পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায়।]

R > o > > * - by

  • >
  • *

গত হইলেও আপনার গৃহে যাইত,ও আপন উপরিস্থ কুঠরীর বাতায়ন যিরশালমের দিগে মুক্ত হইলে আপন পূৰ্ব্বমতানুসারে দিনে তিন বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সাক্ষাতে প্রার্থনা করিত ও ধন্যবাদ করিত। তখন সেই লোকেরা বেগে একত্র আসিয়া দানিয়েলকে প্রার্থনা করিতে ও আপন ঈশ্বরের নিকটে বিনয় করিতে দেখিল । তাহাতে তাহার। গিয়া রাজার আজ্ঞার বিষয়ে রাজার নিকটে নিবেদন করিল ; হে রাজন, যে প্রত্যেক জন ত্রিশ দিন পর্য্যন্ত তোমা ব্যতিরেকে কোন দেবের বা মানুষের কাছে কিছু প্রার্থনা করে, সে সিংহের খাতে নিক্ষিপ্ত হইবে, এই কথার আজ্ঞাপত্রে কি আপনি স্বাক্ষর করেন নাই ? রাজা উত্তর করিল, ই, মাদীয়দের ও পাসীয়দের অটল ব্যবস্থানুসারে তাহ স্থির হইল। তাহার রাজার সম্মুখে কহিল, হে রাজন, যিহুদার বন্দি বংশের মধ্যবৰ্ত্তি দানিয়েল তোমাকে এবং যে আজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছ, তাহ মান্য করে না, কিন্তু প্রতি দিন তিন বার প্রার্থনা করে। রাজা এ কথা শুনিয়া আপন মনে অতি বিমর্ষ হইল, এবং দানিয়েলকে উদ্ধার করিতে অনেক মনোযোগ করিল, ও সুর্য্যাস্ত পর্যন্ত তাহাকে রক্ষা করিতে অনেক যতন করিল। তাহাতে লোকের রাজার নিকটে বেগে একত্র হইয়া রাজাকে কহিল, হে রাজন, রাজা যে কোন আজ্ঞা ও ব্যবস্থা স্থির করেন,তাহার অন্যথা হইতে পারে না, মার্দীয়দের ও পার্সীয়দের এই ব্যবস্থা, ইহা জ্ঞাত হউন । তখন রাজা আজ্ঞা করিলে দানিয়েল আনীত হইয়া সিংহের খাতে নিক্ষিপ্ত হইল : তাহাতে রাজা দানিয়েলকে কহিল, তুমি নিত্য ২ যে ঈশ্বরের সেবা কর, তিনিই তোমাকে রক্ষা করুন। পরে এক প্রস্তর আনীত হইয়া খাতের মুখে স্থাপিত হইল, এবং দানিয়েলের এই বিষয় যেন অন্যথা না হয়, এই জন্যে রাজা আপন মুদ্রাতে ও আপন অধ্যক্ষদের মুদ্রাতে তাহ অঙ্কিত করিল। পরে রাজা আপন রাজধানীতে গিয়া উপবাসে সে রাত্রি যাপন করিল, ও আপনার সাক্ষাতে কোন উপভোগের সামগ্রী* অানিতে দিল না,এবং তাহার নিদ্রাও হইল না। অপর রাজা উঠিয়া প্রভাত হইবামাত্র অতি ক্তবরায় সিংহের খাতে গেল ; সেস্থানে গিয়া দানিয়েলের প্রতি বিলাপশব্দ করিল ; এবং রাজা দানিয়েলকে এই কথা কহিল, হে অমর ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি যে ঈশ্বরকে নিত্য সেবা কর, তিনি কি তোমাকে সিংহের মুখহইতে রক্ষা দানিয়েল। করিতে পারিলেন ? তখন দানিয়েল রাজাকে কহিল, হে রাজন, চিরজীবী হউন। আমার ঈশ্বর আপন দূত পঠাইয়া আমি যেন সিংহদ্বারা হিংসিত ন হই, এই জন্যে তাহদের মুখ বন্ধ করিলেন, কেননা অামি তাহার সাক্ষাতে নিৰ্দ্দোষ ; এবং হে রাজন, তোমার সাক্ষাতেও কোন হিংসা করি নাই। তখন রাজা অতি আহলাদিত হইয়া দানিয়েলকে খাতহইতে তুলিতে অডিা করিল ; পরে দানিয়েল খাতহইতে উঠিলে আপিন ঈশ্বরে বিশ্বাস করাতে তাহার কোন ক্ষতি দৃষ্ট হইল না। পরে লোকের রাজাভা পাইয়া দানিয়েলের অপবাদকারি লোকদিগকে ও তাহাদের বালক ও স্ত্রীগণকে সিংহের খাতে নিক্ষেপ করিল ; তাহারা খাতের তলে উপস্থিত হওনের পূৰ্ব্বেই সিহহগণ তাহাদিগকে জয় করিয়া তাহাদের অস্থি সকল চূৰ্ণ করিল। তখন দার। রাজা পৃথিবীর সর্বত্র নিবাসিদিগকে এবং নানাজাতি ও নানাভাষাবাদিগণকে এই পত্র লিখিল, তোমাদের উত্তরোত্তর মঙ্গল হউক। আমি এই আজ্ঞাপত্র দিতেছি, আমার রাজ্যের তাবৎ দেশীয় লোক দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পবান হউক ও র্তাহাকে ভয় করুক ; কেনন। তিনি অমর ঈশ্বর ও নিত্যস্থায়ী, ও তাহার রাজ্য অবিনাশ্য, ও তাহার কর্তৃত শেষ পৰ্য্যন্ত থাকিবে । যিনি নিস্তারকত্ব ও উদ্ধারকত্ত্ব হইয়া স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন ও আশ্চৰ্য্য ক্রিয়া করেন, তিনি দানিয়েলকে সিংহের হস্তহইতে রক্ষা করিলেন। এই রূপে সেই দানিয়েল দারার ও পাসীয় খসের অধিকারে ভাগ্যবান হইল । ৭ অধ্যায় । ১ চারি জন্ময় দর্শন ১ ও ঈশ্বরের রাজ্যের বিবরণ ১৫ ও দশলের তাৎপর্য । বাবিলের রাজা বেলশৎসরের অধিকারের প্রথম বৎসরে শয্যাস্থিত দানিয়েলের স্বপ্ন ও মানসিক দশন হইল ; তখন সে সেই স্বপ্ন লিখিয়া কথার সার প্রকাশ করিল। দানিয়েল এই বিবরণ কহিল,আমি রাত্রিতে স্বপ্নে এই দেখিলাম, যেন মহাসমুদ্রের উপরে আকাশের চতুৰ্ব্বায়ু বেগে বহিল। এবং সমুদুহইতে বিশেষ ২ চারি বৃহৎ জন্তু নিৰ্গত হইল। প্রথম জন্তু সিংহাকার, এবং উৎক্রোশপক্ষির ন্যায় তাহার পক্ষ ছিল; আমি দেখিতে ২ তাহার সেই পক্ষ ছিন্ন হইলে সে পৃথিবীহইতে উথাপিত হইয়া মনুষ্যবৎ চরণে স্থাপিত হইল, এবং মনুষ্যের অন্তঃকরণ তা 0000KJM LSSSSSS BBB BB LLSSeee S S B S S S LS0 D DD S000SKKS ২৮। ই ১১ ; ৩৩ ৷ SDDSBBS BB BB BBSBB SBBSSBSSS SS S0 SSAAAAAAS ll-[२v] • ; २२ ॥ [ ఇr; 3) శాI w; :-(రి) - 38 11-[8] ; లిలి 11

  • (ব) বাদ্য যন্ত্র বা ওপপত্নীদিগকে।

789 ?レー。 R » R. R. x o & 8 R e 2 ts R o & be