পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] বানদিগকে রাজ্য ও কর্তৃত ও আকাশমণ্ডলের অধঃস্থিত রাজ্যের মহিমা দত্ত হইবে ; তাহার রাজ্য নিত্যস্থায়ী, ও সকল অধিপতি তাহার সেবা করিবে ২৮ ও তাহার আজ্ঞা পালন করিবে ।’ এই পৰ্য্যন্ত এই বৃত্তান্তের শেষ ; আমি দানিয়েল এই ভাবনাতে ব্যাকুল হইলাম, ও আমার মুখ বিবর্ণ হইল ; কিন্তু আমি সে কথা মনে রাখিলাম । ৮ অধ্যায় । ৯ মেঘ ও চীনের দর্শন, ১৩ ও বলিদান নিবৃত্ত হওনের সময় নিরূপণ ১৫ ও জিবুয়েলদ্বার দানিয়েলের দর্শনের তাৎপৰ্য্য পুকাশ । পূৰ্ব্বস্বপ্নের পরে রাজা বেলশৎসরের তৃতীয় বৎসরে আমি দানিয়েল আর এক দর্শন পাইলাম। ২ এই রূপ স্বপ্ন দেখিলাম, যেন আমি এলম নামক প্রদেশস্থিত শূশন রাজধানীতে আছি ; আরবার আমি স্বপ্নে দেখিলাম, যেন উলয় নদীর তীরে ও আছি। পরে আমি চক্ষু তুলিয়া দেখিলাম, নদীর সম্মুখে দুই শৃঙ্গ বিশিষ্ট এক মেষ দাড়াইল ; তাহার ঐ দুই শৃঙ্গ উচ্চ ছিল ; তাহার এক অন্যহইতে অধিক উচ্চ ; ও যে উচ্চতর,সে শেষে উৎপন্ন a হইল। ঐ মেষ পশ্চিম ও উত্তর ও দক্ষিণ দিগে এমত অঘিাত করিল, যে তাহার সম্মুখে কোন পশু দাড়াইতে পারিল না, এবং তাহার হস্তহইতে উদ্ধারকারী কেহ ছিল না ; সে আপন ইচ্ছানুসারে কর্ম করিতে ২ মহান হইল, ইহা আমি দেখিলাম। * যে সময়ে আমি ইহা বিবেচনা করিতেছিলাম, তৎকালে তাবৎ পৃথিবীর মধ্যদিয়া গমনকারী এক ছাগ পশ্চিম দেশহইতে আইল ; কিন্তু (প্রায়) মৃত্তিকী সপর্শ করিল * না ; সেই ছাগের চক্ষুর মধ্যও দেশে সপ্রকাশ + এক শৃঙ্গ ছিল। পরে নদীর সম্মুখে যে দুই শৃঙ্গবিশিষ্ট দণ্ডায়মান মেষকে আমি দেখিয়াছিলাম, তাহার প্রতি সে অাপন প্রচণ্ড ক্রোধেতে ধাবমান হইল। এবং মেষের অতি নিকটে আসিতেও তাহাকে দেখিলাম, সে তাহার প্রতিকূলে ক্রোধেতে আসিয়া ঐ মেষকে এমত আঘাত করিল,যে তাহার দুই শৃঙ্গ ভগ্ন করিল, এবং ঐ মেষ যে তাহার সম্মুখে দাড়াইতে পারে এমত শক্তিরহিত হইল; অতএব সে তাহাকে মৃত্তিকাতে ফেলিয়া পদতলে দলিতে লাগিল ; তৎকালে তাহার হস্তহইতে ঐ ৮ মেষের উদ্ধারকারী কেহ ছিল না । পরে ঐ ছাগ অতিশয় মহান হইল, কিন্তু অতিশয় বলবান হইলে দানিয়েল। ఫె পর তাহীর মহাশূঙ্গ ভগ্ন হইল, ও তাহার স্থানে আকাশের চতুৰ্দ্দিগভিমুখ চারি সপ্রকাশ শৃঙ্গ উৎপন্ন হইল। এবং তাহাদের একের মধ্যহইতে এক ৯ ক্ষুদ্র শৃঙ্গ ; উৎপন্ন হইয়া দক্ষিণ ও পূৰ্ব্বদিগে এবং রম্য দেশের দিগে অতিশয় বৰ্দ্ধমান হইল। এবx সে আকাশের সৈন্য পর্যন্ত বৃদ্ধি পাইয়া কতক সৈন্য ও তারাগণকে ভূমিতে নিপাত করিয়া পদতলে দলিতে লাগিল । সে সৈন্যপতির বিপক্ষে আপনার উন্নতি করিয়া দিবসিক বলিদান অপহরণ করিল, ও তাহার পবিত্র স্থান ভগ্ন হইল। এবং পাপ প্রযুক্ত সৈন্য ও দিবসিক বলি তাহাকে সমপিত হইল, ও সে সত্য ধর্মকে ভূমিতে নিপাত করিল, এবং কর্ম করিয়া কৃতাৰ্থ হইল। অপর আমি এক পূণ্যবানের উক্ত কথা শুনিলাম, এবং তাঁহাকে আর এক পুণ্যবান জিজ্ঞাসা করিল, দিবসিক বলির ও পবিত্র স্থান ও সৈন্যকে পদতলে দলনকারির বিনাশক পাপের বিষয়ে যে স্বপ্ন, সে কত কাল বুঝায় ? তাহাতে সে অামাকে কহিল, দুই সহস্র তিন শত দিবারাত্রি বুঝায়, পরে পবিত্র স্থান পরিষ্ণকৃত হইবে। আমি দানিয়েল এই রূপ দর্শন পাইয় তাহার তাৎপৰ্য্য জানিতে চেষ্টা করিলে মনুষ্যকৃতি এক জন আমার সম্মুখে আসিয়া দাড়াইল। এবং “ হে জিব্রায়েল, এই লোককে দর্শনের তাৎপৰ্য্য বুঝাইয়া দেও, উলয়ের মধ্যহইতে এমত এক জনের রব শুনিলাম। অতএব আমি যে স্থানে দাড়াইতেছিলাম,সে সেই স্থানে অাইল,এবং আইলে আমি ভয়েতে উবুড় হইয়া পড়িলাম, কিন্তু সে আমাকে কহিল, হে মনুষ্যের সন্তান, শেষসময়ে এই দর্শন সফল হইবে ইহা জ্ঞাত হও। যে সময়ে সে আমাকে কহিল, তৎকালে আমি ভূমিতে পড়িয়া মৃচ্ছাপন্ন হইলাম ; কিন্তু সে অামাকে স্পর্শ করিয়া দণ্ডায়মান করিয়া কহিল, দেখ, ক্রোধের শেষে যাহা ঘটিবে, তাহা আমি তোমাকে জ্ঞাত করি, কেননা নিরূপিত শেষকালের এই কথা। তুমি দুই শৃঙ্গবিশিষ্ট যে ২০ মেষকে দেখিল, সে মাদীয় ও পারসীয় রাজগণস্বরূপ। এবং অতি লোমশ যে ছাগ, সে যুনানিয়া দেশের রাজস্বরূপ, এবখ তাহার দুই চক্ষুর মধ্যস্থানে যে বৃহৎ শৃঙ্গ, সে প্রথম রাজা। এবং সে শৃঙ্গ ভগ্ন হইলে তাহার স্থানে যে আর চারি শৃঙ্গ উৎপন্ন হইল, ইহাতে সেই জাতিতে চারি রাজা উৎ o o R » [২৮] দ। ৮ ; ২৭ ৷৷ S BBB S S B S S B S S S S KS S K ২১।—[৮] প ২২ –[১-১২] প ২৩-২৫ । দ। ৭ ৪৮,২১-২৫ । ১১ ঃ ২১-৪৫ — ১১,১২] ১১ ; ৩১ ৷ গ DAAA AAAA SBS K0S SSAAAASSSS S S S S S ९ २ ! तू २ ; २७ ॥-[*१] प1 २° ३ ४ !! -[२४] २° ३ २,२* ।।—f২ ] প ৩-৪ । ৫ ; ৩১ ৷ ৬ ; ২৮ I–[২১] প ৫-৭ । ১১ ঃ ২,৩ 11–[২২] প ৮ । ১১ ; ই ৷ SBS BBBBB BB BBBBB BB BBB DDS DSBBS BBBB BBSBS BBBBBBBS 791