পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫె 8 শুনিলাম, কিন্তু সে বাক্যের রব শুনিয়া উবুড় হইয় মুচ্ছাপন্ন হইলাম। ১• তখন এক হস্ত আমাকে ধরিয়া জানু ও হস্তের ১১ তালুর উপরে আমাকে রাখিল । এবং সে আমাকে কহিল, হে অতি প্রিয়পাত্র দানিয়েল, তোমার প্রতি উক্ত আমার কথা শুন, এবং উঠিয়া দাড়াও, আমি এখন তোমার প্রতি প্রেরিত হইলাম ; এই কথা সে আমাকে কহিলে আমি কঁাপিতে৯ দাড়াই১২ লাম। তখন সে আমাকে কহিল, হে দানিয়েল, ভয় করিও না, তুমি যে প্রথম দিন অবধি বুঝিতে ও আপন ঈশ্বরের সাক্ষাতে শোক করিতে মনস্থ করিল, তদবধি তোমার বাক্য শ্রুত হইলে আমি ১ও তোমার বাক্য প্রযুক্ত আসিতেছিলাম। কিন্তু পারস রাজ্যের অধ্যক্ষ এক বি ২শতি দিন পর্য্যন্ত অামার প্রতি প্রতিকূলতাচরণ করিল ; পরে * প্রধান অধ্যক্ষদের মধ্যে মীথায়েল নামক এক জন অামার উপকার করিতে আইল, তাহাতে আমি সে ১ • স্থানে পারসের রাজগণের সহিত থাকিলামী । দেখ, এখন অবশেষকালে তোমার লোকদের প্রতি যাহ1২ ঘটিবে, তাহ তোমাকে বুঝাইয়া দিতে আইলাম ; কেননা দর্শন চিরকালের নিমিত্তে হয়। অামার প্রতি তাহার এই কথা কহনের সময়ে অামি ভূমিতে উবুড় হইয়া বাক্যশূন্য হইলাম। • তাহাতে দেখ, মনুষ্যসন্তানের ন্যায় এক ব্যক্তি আমার ওষ্ঠাধর সপশ করিলে আমি আপন মুখ খুলিয়া কথা কহিলাম, এবং আপন সম্মুখে দণ্ডায়মান ব্যক্তিকে এই কথা কহিলাম,হে অামার প্রভো, এই দর্শনে অামাতে দুঃখ উপস্থিত হইল, অামার ১৭ কিছুমাত্র বল নাই। অতএব প্রভুর দাস কি প্রকারে প্রভূর সহিত কথা কহিতে পারে ? অামার কিছু১৮ মাত্র বল নাই, ও আমার প্রাণ উড়িয়া গেল। তখন মনুষ্যের ন্যায় এক ব্যক্তি পুনৰ্ব্বার আমাকে সপর্শ ১১ করিয়া সবল করিয়া কহিল ; হে প্রিয়পাত্ৰ, ভয় করিও না, সুস্থির হও ; বলবান হও, বলবান হওঁ ; সে এই কথা কহিলে আমি সবল হইয়া উত্তর করিলাম, হে প্রভো, তুমি আমাকে সবল করিলা, এখন ২• প্রভু আজ্ঞা করুণ। তখন সে অামাকে কহিল, আমি কি নিমিত্তে তোমার কাছে আইলাম, তাহ কি তুমি বুঝিয়াছ ? এখন আমি পারসের অধ্যক্ষের সহিত যুদ্ধ করিতে পুনর্গমন করি ; দেখ, আমি বহির্গত ২ ১ হইলে যুনানিয়া দেশের অধ্যক্ষ আসিবে। কিন্তু সত্য বাক্যময় গ্রন্থে যাহা লিখিত আছে, তাহ অামি তোমাকে ড্যাত করি ; এই কথাতে তোমাদের 2 e দানিয়েল্‌ ৷ [** অধ্যায়। অধ্যক্ষ মাখায়েল ব্যতিরেকে আমার পক্ষে আর । কেহ নাই । ১১ অধ্যায়। ১ মৃননী রাজদ্বারা পারস রাজ্যের পর্যন্ত হওন a এবং দক্ষিণ ও ওত্তরীয় রাজাদের নিয়ম ও যুদ্ধ করণ তল ও শতু লোকদের আক্রযq ও ওপদ্রব। মাদীয় দারার অধিকারের প্রথম বৎসরে আমিই তাহাকে সবল ও শক্তিমান করিতে দাড়াইলাম। এখন আমি তোমাকে সত্য কথা জ্ঞাত করি ; দেখ, ২ পারস দেশে আর তিন রাজা উৎপন্ন হইবে, তাহাদের চতুর্থ জন সৰ্ব্বাপেক্ষ অধিক ঐশ্বৰ্য্যবান হইয়া আপন ধনৰলদ্বারা ঘৃনানিয়া দেশের । বিরুদ্ধে সকলের প্রবৃত্তি লওয়াইবে । পরে প্রবল ও শাসনদ্বারা কর্তৃতকারী ও স্বেচ্ছানুসারে কর্মকারী এক বলবান রাজা উৎপন্ন হইবে। সে যখন । উৎপন্ন হইবে, তৎকালে তাহার রাজ্য ভগ্ন হইয়া আকাশের চারি বায়ুর দিগে বিভক্ত হইবে, কিন্তু তাহার সন্তানদের নিমিত্তে নয়,এবখ তাহার শাসিত রাজ্যের সদৃশ ; নয়, কেননা সেই রাজ্য উৎপাটিত হইয়া তাহাদের না হইয় অন্যদের হইবে। দক্ষিণ দেশের রাজা বলবান হইবে, কিন্তু তাহার এক অধ্যক্ষ তাহাহইতেও বলবান হইয়। কর্তৃক্তত্বপদ পাইবে, তাহাতে তাহার অতি বৃহৎ রাজ্য হইবে। এবং কতক বৎসরের পরে তাহারা আপনাদিগকে একযোগ করিবে, কেননা দক্ষিণ দেশের রাজকন্যা উত্তর দেশীয় রাজার সহিত নিয়ম স্থির করিতে ঘাইবে ; কিন্তু সেই উপায় | তাহার বলের রক্ষা করিবে না, এবং সে রাজা ও তাহার উপায় | স্থায়ী হইবে না ; সে কন্যা ও তাহার অনিয়নকারিগণ ও তাহার । জনক ও তাহার তৎকালের স্বপক্ষ লোক আপদে । সমপিত হইবে। তথাপি তাহার মূলের এক পল্লব । হইতে এক জন আপন জন্মস্থানে উৎপন্ন হইবে, এবং সৈন্যের সহিত উত্তরদেশীয় রাজার দুর্গে প্রবেশ করিয়া বিরুদ্ধাচরণ করিবে, ও তাহাকে পরাভব করিবে। এবং তাঁহাদের বিগ্রহ ও প্রতিমাগণকে বন্দী করিয়া রূপ ও স্বর্ণের বহুমূল্য পাত্রের সহিত মিসরে লইয়া যাইবে, এবং সে কতক বৎসর উত্তরদেশের রাজাহইতে স্থাপিত থাকিবে। তথাপি সে দক্ষিণ দেশের রাজার রাজ্যে প্রবেশ করিবে, কিন্তু তাহাকে আপন দেশে ফিরিয়া যাইতে হইবে । তাহার পুত্ৰগণ যুদ্ধে প্রবৃত্ত হইয়া বহুসংখ্যক সৈন্য ১৭ সxগ্রহ করবে, বিশেষতঃ তাহাদের এক জন অব শ্য আসিবে, ও বন্যার ন্যায় উথলিয়া অপিলাবিত [১, ১৭] দণ ৮ : ১৮ । *、*; ১৭ –[১১] প ১৯ । দ। ১ ; ২৩ – ১২] প ২ ॥-[२७] = २ , २°,२२ । २२ : > । যি ৯ t JJ SS 0S0SK ASASAS SSAS BBS BBS BBBS BBSBBS BB 0 BBS g SSSS BBS BBS BBS S BB BSBS S BB BSBS S BSBSBBS ggg 794 * (ইবু) দেথ। । (ব) রাজগণকে পর্যন্ত করিলাম। : (ৰ) তাহার নিযুক্ত শাসনকৰ্ত্তাদের নিমিত্তেও নয়। (ই বাছ।