পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ] দেখিবা, কেননা পরমেশ্বরের প্রতি তোমাদের যে বচস, তাহা তিনি শুনিলেন ; আমরা কে, যে তোমর ৮ আমাদের বিরুদ্ধে বচসা কর । পরে মুসা কহিল, পরমেশ্বর সায়ণকালে ভোজনার্থে তোমাদিগকে মাংস দিবেন,ও প্রাতঃকালে তৃপ্তি পৰ্য্যন্ত তোমাদিগকে খাদ্য দিবেন ; পরমেশ্বরের প্রতি তোমাদের যে বচসা, তাহা তিনি শুনিলেন; আমরা কে? আমাদের বিপরীতে নয়, কিন্তু পরমেশ্বরের বিপরীতে তোমাদের বচসা হয় । ১ অপর মূসা হারোকে কহিল,তুমি ইস্রায়েল বংশের তাবৎ মণ্ডলীকে কহ, তোমরা পরমেশ্বরের সম্মুখে ১• আইস ; তিনি তোমাদের বচসা শুনিলেন । হারেণি ইস্রায়েল বংশের মণ্ডলীকে ইহা কহিতেছিল, ইত্যবসরে তাহারা প্রান্তরের প্রতি দৃষ্টি করিলে মেঘন্তম্ভের মধ্যে পরমেশ্বরের তেজ দৃষ্ট হইল । পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, আমি ইস্রায়েল ১২ বংশের বচসা শুনিলাম। তুমি তাহাদিগকে কহ, তোমরা সায় কালে মাংস ভোজন করিব ও প্রাতঃকালে খাদ্য দ্রব্যে তৃপ্ত হইবা, তাহাতে আমি যে তোমাদের প্রভু ১৩ পরমেশ্বর, তাহা জ্ঞাত হইব। পরে সন্ধ্যাকালে ভাটুই পক্ষিগণ উপস্থিত হইয়া শিবির স্থান ব্যাপিল, এব^ ১৪ প্রাতঃকালে সৈন্যস্থলের চতুদিগে নীহার পড়িল। পরে পতিত নীহার উৰ্দ্ধগত হইলে প্রান্তরের উপরে ভূমিতে ক্ষুদ্র অথচ গোল নীহারের ন্যায় ক্ষুদ্র দ্রব্য পড়িয়া ১৫ রহিল। অপর ইস্রায়েলের সন্তানগণ তাহ দেখিয়া পরস্পর কহিল, মান হু ? (এ কি *?) কেননা সে কি, তাহা তাহারা জানিল না। তাহাতে মূসা কহিল, পরমেশ্বর তোমাদিগকে এই দ্রব্য ভোজন করিতে দিলেন। এখন পরমেশ্বরের আজ্ঞানুসারে তোমরা প্রত্যেক জন আপন ২ ভোজন শক্তি বুঝিয়া তাহ সংগ্ৰহ কর ; অর্থাৎ এক জনের নিমিত্তে এক ২ ওমর তোমাদের প্রাণিদের সংখ্যানুসারে আপন২ তাম্বুতে স্থিত ১৭ লোকদের জন্যে তাহা গুহণ কর। তাহাতে ইস্রায়েল, বণশ সেইরূপ করিল ; কেহ অধিক ও কেহ অলপ ১৮ সঞ্চয় করিল। পরে তাহারা ওমরেতে তাহ পরিমাণ করিলে, যে অধিক সৎগুহ করিয়াছিল, তাহার অধিক হইল না, এবং যে অল্প সংগ্ৰহ করিয়াছিল, তাহার অল্প হইল না; এইরূপে তাহারা ভোজন শক্ত্যনুসারে ১২ সংগ্ৰহ করিল। পরে মূসা কহিল, তোমরা কেহ ২• প্রাতঃকালের জন্যে ইহার কিছু রাখিও না। কিন্তু তাহারা মূসার কথা গ্রাহ্য না করিয়া কেহ ২ প্রাতঃ কালের নিমিত্তে কিছু ২ রাখিল, এবং তাহাতে কীট জন্মিল ও দুগন্ধ হইল; অতএব মূসা তাহাদের উপরে > → 3 & [৮] প্তে, ৪ it—[১৭] য। ২৪ ; ১৬ t—[১৩] গী ১০৫ ; যাত্রাপুস্তক। ২৩৭ ক্রোধ করিল। এই রূপে প্রতিদিন প্রাতঃকালে তাহার ২ ১ আপন ২ ভোজন শক্ত্যনুসারে তাহ সংগ্ৰহ করিল, কিন্তু প্রখর রৌদ্র হইলে তাহা গলিয়া গেল। পরে ষষ্ঠ দিনে তাহারা পরিমিতের দ্বিগুণ অর্থাৎ ২২ প্রতি জন দুই ২ ওমর দ্রব্য সংগ্ৰহ কৱিলে মণ্ডলীর অধ্যক্ষ সকল আসিয়া মূসাকে জ্ঞাত করিল। তাহাতে ২৩ মূসা তাহাদিগকে কহিল, পরমেশ্বর এই আজ্ঞা দিলেন, কল্য পরমেশ্বরের পবিত্র বিশ্রামবার হইবে ; অতএব তোমাদের যাহা ভাজিতে হয়, তাহ ভাজ ; ও ঘাঁহ পাক করিতে হয়, তাহ পাক কর ; এবং অবশিষ্ট দ্রব্য প্রাতঃকালের জন্যে তুলিয়া রাখ। তাহাতে তাহার ২৪ মূসার আজ্ঞানুসারে প্রাতঃকাল পর্যন্ত তাহ রাখিল; কিন্তু তাঁহাতে দুৰ্গন্ধ হইল না ও কীটও জন্মিল না। পরে মূসা কহিল, অদ্য তোমরা তাহা ভোজন কর, ২৫ কেননা অদ্য পরমেশ্বরের বিশ্রামবার ; আদ্য প্রান্তরে তাহা পাইব না। তোমরা ছয় দিন তাহ সংগ্ৰহ ২৬ করিব, কিন্তু সপ্তম দিনে অর্থাৎ ঈশ্বরের বিশ্রাম বারে তাহা কিঞ্চিৎও পাইবা না । তথাচ কেহ ২ সপ্তম দিনেও তাহ সংগ্ৰহ করিতে ২৭ গেল; কিন্তু কিছুই পাইল না। তাহাতে পরমেশ্বর মূসাকে ২৮ কহিলেন, তোমরা আমার আজ্ঞা ও বিধি পালন করিতে কত কাল অসম্মত থাকিবা ? দেখ, পরমেশ্বর ২৯ তোমাদিগকে বিশ্রাম দিন দিয়াছেন, এই জন্যে ষষ্ঠ দিনে দুই দিনের উপযুক্ত খাদ্য দিলেন ; অতএব তোমরা প্রতি জন সপ্তম দিনে আপন ২ স্থান হইতে বাহির না হইয়া স্ব ২ স্থানে থাক। তখন লোকেরা ৩৭ সপ্তম দিনে বিশ্রাম করিল। এবং ইস্রায়েল বংশ ঐ ৩১ খাদ্যের নাম মান্না ও রাখিল ; সে মান্না ধন্যাকৃতি ও শুক্লবৰ্ণ,তাহার রস মধু মিশ্রিত পিষ্টকের ন্যায় ছিল। পরে মূসা কহিল, পরমেশ্বর এই আজ্ঞা করিলেন, ৩২ তিনি তোমাদিগকে মিসরদেশহইতে অনিয়ন কালে প্রান্তরের মধ্যে যে অন্ন ভোজন করাইলেন, তাহা যেন তোমাদের পুরুষানুক্রমে দেখে, এই জন্যে তাহাদের নিমিত্তে এক ওমর পরিমাণ মান্না রাখ। তখন ৩৩ মূসা হারোকে কহিল, তুমি একটা পাত্ৰ লইয়া এক ওমর পরিমাণ মান্না পূর্ণ করিয়া পরমেশ্বরের সমুখে রাখ ; তাহা তোমাদের ভাবিপুরুষদের নিমিত্তে রাখা যাইবে। তখন হারোণু মূসার প্রতি উক্ত পরমেশ্বরের ৩৪ আজ্ঞানুসারে সাক্ষ্য রূপ সিন্দুকের নিকটে থাকিতে তাহা তুলিয়া রাখিল। এবং ইস্রায়েল বংশ নিবাস ৩৫ দেশে উপস্থিত না হওন পৰ্য্যন্ত চল্লিশ বৎসর সেই মান্না ভোজন করিল,ও কিনানদেশের সীমাতে উপস্থিত হওন পৰ্য্যন্ত তাহ খাইল। এক ওমর ঐফার দশমাংশ। ৩৬ ৪০ it—[১৫] প ৪ যেন ৬ ; ৩২-৩৫ —[১৬] প ৪ , ৫ ৷৷ SKS B S S S S S S LLSLgDSDS KS LLSLS KS LSLSK SS0S0 SS0S LSSSSK BBS २ ; a ll-[००] fश्व v; २,७ । शि & ; २०-२२ ॥

  • (ব) এই অংশ। (ই) যtথন গণিয়া। ; (ইবু) হইবে না। ; এ কি ?