ఫెడి • * vo > 9 × 8 R. o আশ্চৰ্য্য কথা কহিলে, এবং সম্পূর্ণ ক্রোধ প্রকাশ পৰ্য্যন্ত বৃদ্ধি পাইবে, কেননা যাহা নিরূপিত আছে, তাহাই করা যাইবে । সে আপন পূৰ্ব্বপুরুষদের দেবতাকে ও স্ত্রীলোকদের ইচ্ছাকে এবং কোন দেবতাকে ও মানিবে না ; সৰ্ব্বাপেক্ষ আপনাকে উন্নত জ্ঞান করিবে । কিন্তু আপন অধিকারে দুর্গের দেবতার সম্মান করিবে, এবং স্বর্ণ ও রূপ্য ও মণিতে ও সুখদায়ি বস্তুতে আপন পূৰ্ব্বপুরুষের অজ্ঞাত সেই দেবের সভূম করবে। এবং সকল দৃঢ় দুগে ইহা করিবে, ও অজ্ঞাত দেবতার সেবকদের উন্নতি করিয়া অনেক লোকদের উপরে তাহাদিগকে কর্তৃতর্পদ দিবে, ও লোভের জন্যে দেশ বিভাগ করবে। এবং শেষকালে দক্ষিণ দেশের রাজা তাহার প্রতি শৃঙ্গাঘাত করবে, এবৎ রথের ও অস্থারূঢ়দের ও অনেক জাহাজের সহিত উত্তরদেশীয় রাজা ঘূর্ণবায়ুর ন্যায় তাহার বিরুদ্ধে আসিয়া দেশের মধ্যে প্রবেশ করবে ও বন্যার ন্যায় পলাবন করিবে । সে উৎকৃষ্ট দেশে প্রবেশ করিবে, তাহাতে অনেক দেশ পরাভূত হইবে, কিন্তু ইদোম ও মোয়াব ও অম্মোন বংশের প্রধানেরা তাহার হস্তুহইতে রক্ষা পাইবে। সে অনেক দেশের উপরে হস্তুপিণ করি - বে, তাহাতে মিসরদেশ রক্ষা পাইবে না। মিস্ত্রীয় স্বর্ণ রূপ্যাদি বহুমূল্য দ্রব্য তাহার হস্তগত হইবে, ও লুবায়েরা ও কুশায়ের তাহার পশ্চাদগামী হইবে। কিন্তু পূৰ্ব্ব ও উত্তরদেশহইতে আগত সমাচারদ্বারা সে ব্যাকুল হইবে, এবং বধ করণার্থে ও অনেকের বিনাশ করণার্থে মহাক্রোধে বহির্গত হইবে । এবথ সমুদ্রের মধ্যে তেজস্বি পবিত্ৰ পৰ্ব্বতে সে তাম্বুরূপ রাজধানী স্থাপন করিলে ; কিন্তু তাহার বিনাশ হইবে, তাহার উপকারী কেহ হইবে না। ১২ অধ্যায়। ১ মীথীয়েলদ্বারা বিপদহইতে ইসুয়েলের শুদ্ধার ৫ ও DSBBBBB BBB BBBB BBBBB BBBB BB BBBS তৎকালে তোমার লোকদের সন্তানদের পক্ষে মীখায়েল মহাধ্যক্ষ দণ্ডায়মান হইবে ; এবং দেশস্থ জাতির উৎপত্তি অবধি যে প্রকার দুর্গতির কাল কখনো হয় নাই, এমত দুৰ্গতির সময় হইবে; তৎকালে তোমার লোকেরা, অর্থাৎ যে প্রত্যেক জনের দানিয়েল। নাম পুস্তকে লিখিত থাকিবে, তাহার। উদ্ধার পাইবে। এবং পৃথিবীর ধূলার মধ্যে যে অনেক লোক শয়ন করে, তাহাদের মধ্যে কেহ ২ অনন্ত পরমায়ুঃ ভোগ করিতে, ও কেহ ২ অপমান ও অনন্ত অবজ্ঞা ভোগ করিতে জাগৃত হইবে। ডানবানের আকাশের দীপ্তির ন্যায় দীপ্তি পাইবে, এবং যাহারা অনেককে ধর্মপথে আনয়ন করে, তাহার সৰ্ব্বদা তারাগণের তুল্য দীপ্তি পাইবে । কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্যন্ত এই পুস্তক বন্ধন করিয়া তাহার কথা মুদ্রাঙ্কিত কর, অনেকে ইত. স্ততে ভূমণ করিলে জ্ঞানের বৃদ্ধি হইবে। তখন আমি দানিয়েল দৃষ্টি করিলে নদীতীরের এ দিগে এক জন, ও দিগে অন্য জন, দুই জনকে দাড়াইতে দেখিলাম। এবং মসিনাবস্ত্রে বস্ত্রান্বিত ও নদীর জলের উপরিস্থিত যে ব্যক্তি, তাহাকে অন্য এক ব্যক্তি কহিল, এই আশ্চয্যের শেষ পর্যন্ত কত কাল হইবে ? পরে ঐ মসিনাবস্ত্রে বস্ত্রান্বিত ও নদীর উপরিস্থিত ব্যক্তি আপন দক্ষিণ ও বাম হস্ত স্বগের দিগে উঠাইল, এবং নিত্যজীবির নাম লইয়া শপথ করিয়া কহিল,ইহা এক কাল ও দুই কাল ও অন্ধকাল পর্যন্ত হইবে, এবং পবিত্র লোকসমূহের ছিন্নভিন্নতা সমাপ্ত হইলে এই সকল সিন্ধ হইবে, আমি তাহার এই কথা শুনিলাম। আমি শুনিলাম বটে, কিন্তু বুঝিতে পারলাম না ; এ কারণ কহিলাম, হে আমার প্রভো, এই ঘটনার শেষ কি হইবে ? তিনি আমাকে কহিলেন, হে দানিয়েল্, তুমি চলিয়া যাও, কেননা শেষ কাল পর্যন্ত বাক্য বন্ধ ও মুদ্রাঙ্কিত থাকিবে। অনেকে পরীক্ষিত হইলে পরিষ্ণকৃত ও শুক্ল হইবে, কিন্তু দুষ্টের পাপাচরণ করিবে, এবং দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না ; কেবল জ্ঞানবানেরা বুঝিবে । এবং যে সময়ে দিবসিক যজ্ঞ নিবৃত্ত হইবে, ও সৰ্ব্বনাশকারি মৃণাহ বস্তু স্থাপিত হইবে, তদবধি এক সহস্র দুই শত নব্বই দিন হইবে। যে জন অপেক্ষা করিয়া এক সহসু তিন শত পয়ত্রিশ দিনে উপস্থিত হয়, সে ধন্য। কিন্তু শেষকাল ন হইলে তুমি চলিয়া যাও, কেননা তুমি বিশ্রাম করিয়া কালের শেষে আপন পদে দণ্ডায়মান হইব । ১২ অব্য ; ১] দ। ১০ ; ১৩,২১ I য ২৪ ; ২ ১ । যিশ ৪ ; ৩, ৪ 1–[২] যে ৫ : ২৮,২১ ! য ২৫ ; ৪৬। —[৩] য ১৩ ; ৪৩ ৷৷ S BS BS BBS KBDDS S S S S S S S S দ্বি ৩২ ; ৪০ ৷ د: ۹ دهه ق۹۹۹ ماه و ۵۰ ع et [৯] প ৪, ১৩ ॥—[১৭] 한 3 LLS00S0 J S0SSSAAAAAA S0 S S B S S SSKeeS BB S 796 [১২ অধ্যায় । 3 R. > *e
পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।