পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] ১ হে ই সুয়েল বংশ, তোমরা পরমেশ্বরের কথা স্তন,কেননা দেশে সত্যতা ও দয়া ও ঈশ্বরীয় জ্ঞান না থাকাতে পরমেশ্বর দেশীয় লোকদের সহিত বিবাদ ২ করেন। শপথ ও মিথ্যাবাক্য ও নরহত্য ও চুরী ও পরদার অতি প্রচলিত হয়, ও রক্তপাত নিত্য * ও হয়। এই নিমিত্তে দেশ শোকাকুল হইবে, ও যে কেহ তাহাতে বাস করে, সে বনপশু ও আকাশীয় পক্ষিগণের সহিত ক্লান্ত হইবে, ও সমুদ্রের মৎস্যগণ অপহৃত হইবে। ইহাতে কেহ বিবাদ না করুক, ও কেহ অনুযোগ না করুক ; যাজকের সহিত বিবাদই কারিদের ন্যায় f লোকদের বিবাদ হয়। অতএব তাহারাষ্ট্র দিনে পতিত হইবে, ও ভবিষ্যদ্বক্তৃগণ রাত্রিতে তাহাদের সহিত পতিত হইবে, এবং আমি • তাহাদের প্রধান নগরকে | বিনাশ করিব। আমার লোকের অজ্ঞান প্রযুক্ত বিনষ্ট হইতেছে ; এবং (হে যাজক, তুমিও জ্ঞানকে অগ্রাহ্য করিতেছ,অতএব আমিও তোমাকে অগ্রাহ্য করিব, তুমি আর আমার যাজক হইবা না ; তুমি আপন ঈশ্বরের শাস্ত্র বিস্তৃত হইতেছ, একারণ আমিও তোমার সন্তানগণকে বিস্মৃত হইব। তাহারা যত বহুবংশ হয়, অামার বিরুদ্ধে ততো পাপ করে ; অতএব আমি তাহাদের গৌরবকে অপমানস্বরূপ করিব। ৮ তাহার। আমার লোকদের প্রায়শ্চিত্ত বলি ভোজন ২ করে, এবং পাপেতে মনকে অসিক্ত করে । অতএব লোকদের ও যাজকদের উভয়ের সমান গতি হইবে, এবং তাহদের দুষ্টাচারের নিমিত্তে আমি তাহাদিগকে দণ্ড করিব, ও তাহাদের কর্মের প্রতিফল ১• দিব। তাহারা ভোজন করিলেও তৃপ্ত হইবে না, ও নানা বেশ্যাতে গমন করিলেও বহুবংশ হইবে না, কেননা তাহারা পরমেশ্বরেতে মনোযোগ করণ ত্যাগ করে, এবং বেশ্যাগমন ও দ্রাক্ষারস ও নুতন দ্রাক্ষারসদ্ধারা হতবুদ্ধি হয়। আমার লোকের আপনাদের কাষ্ঠময় প্রতিমার নিকটে পরামর্শ জিজ্ঞাসা করে, ও তাহাদের দপ্তরূপ দেবতা তাহাদিগকে উপদেশ দেয় ; তাহারা ব্যভিচারের প্রভাবে ভুান্ত হইয়া পারদারিক লোকদের ১০ ন্যায় আপনাদের ঈশ্বরহইতে ভূমণ করে । তাহারা পৰ্ব্বতশৃঙ্গের উপরে বলিদান করে, এবং উপপৰ্ব্বতের উপরে উত্তম ছায়া প্রযুক্ত আলোন ও লিবনী ও এল বৃক্ষের তলে ধূপ জালায়; এই জন্যে তাহা ? R. [৪ অধ্য ; ১-৩] ২ র ১৭ ; ৭-১৭ --[৪] স্থি ১৭ ; ১২ u—[৬] যল ২ ; ৭ হোশেয়। షె వె দের ২ কন্যাগণ বেশ্যাকর্ম করে, ও তাঁহাদের ৫ বধূগণ ও ব্যভিচার করে। তাহাদের কন্যারা বেশ্যা • • কর্ম ও বধূগণ ব্যভিচার করিলে আমি তাহাদিগকে শান্তি দিব না, কেননা তাহারাও বেশ্যাদের সহিত পৃথক হইয়া ভুষ্টাদের সহিত বলিদান করে ; এই যে লোকেরা অবোধ, তাহারা পতিত হইবে। হে ই সুয়েল, তুমি যদ্যপি ব্যভিচার দোষ কর, ১৫ তথাপি যিহুদা এমন দোষ না করুক ; এবং তোমরা গিলগলে গিয়া বা বৈথাবনে উপস্থিত হইয়া আমর পরমেশ্বরের নামে দিব্য করিও না। কেননা ইসুা- ১৬ য়েল লোক স্থলিত চরণ বলদের ন্যায় স্থলিত হয় ; অতএব মেষশাবককে যেমন প্রশস্ত প্রান্তরে চরায়, তদ্রুপ পরমেশ্বর তাহাকে চরাইবেন । অরি ১৭ ই ফুয়িম দেবগণেতে আসক্ত আছে, তাহাকে থাকিতে দেও । তাহাদের পান করণের ৭ পরে তা- ১৮ হার বেশ্যাগমন করে, ও তাহীদের অধ্যক্ষ লজ্জাকর দান ভাল বাসে । তাহাদের সীমাতে এক ১৯ বায়ু তাহাদের নাশজনক ** হইবে, তাহাতে তাহারা আপনাদের বলিদান বিষয়ে লজ্জিত হইবে। ৫ অধ্যায় । ৯ যাত্মকদের ও লোকদের ও অব্যস্কদের ভীবিদণ্ড পকাশ । হে যাজকগণ, কথা শুন ; ও হে ইয়ায়েল বংশ, • মনোযোগ কর; ও হে রাজবংশ, অবধান কর, তোমাদের দণ্ড হইবে ++ ; কেননা তোমরা মিসপাতে এক ফাদ ও তাবোরে এক জালস্বরূপ হইয়াছ । বিপথগামিরা অনেক নরহত্যা করে । , এ কারণ আমি তাহদের সকলকে দণ্ড দিব । আমি ইফুয়িমকে জানি, এবং ইস্রায়েল ও আমার অগোচর নয় ; ইফুয়িম ভুষ্টাচরণ করিতেছে, ও ইস্রায়েল অশুচি হইতেছে। তাঁহাদের কুকর্ম তাহাদিগকে ঈশ্বরের • প্রতি ফিরিতে দেয় না,কেননা তাহাদের মধ্যে ব্যভিচারের প্রভাব আছে, এবথ তাহারা পরমেশ্বরকে অস্বীকার করে। ইস্রায়েলের অহঙ্কার তাহার মুখে • সাক্ষ্য দিতেছে, অতএব ইস্রায়েল ও ইফুয়িম আপনাদের পাপেতেই আপনারা নিপাত হইবে, এবং যিহুদাও তাঁহাদের সহিত পতিত হইবে। তখন তা- ৪ হারা আপনাদের গোমেষপালের সহিত পরমেশ্বরের অন্বেষণ করিতে ভূমণ করিবে বটে,কিন্তু তাহার উদ্দেশ পাইবে না ; তিনি তাহাদের নিকটহইতে অন্তহিত হইবেন। তাহারা পরমেশ্বরের কাছে বিশ্বাস- ৭ . sq-]...[ st ১৮, ১ ॥–[৯] যিশ ২৪ ; ২ ৷৷ ۔ [১০] লে ২৬ - ২৬ ৷ যী ৬ : ১৪ ॥—[১১] যিশ ২৮ ; ৭ – ১২,১৩) ২ রী * : १-२२ ।–[२६] দ্ধি ২৩ ; ১৭, ১৮ ৷৷ [১৫] ১ র ১২ : ২৮,২১ । আtয “ ।—[১৮] যা ৩ : ১১ ৷৷ S BBBSK BB BSBS S BBAAA AAAAS AAAS যিশ ১ ; ১১-১৫ ৷৷ * (ইত্ৰ) রক্তে রক্ত যুক্ত (ইবু) ভোযায় লোকদের । (ইবু) ভূমি। (ই যাতকে (ইত্ৰ) ভোযাদের । ৭া (ব) পানীয় কটু হয়।** (ই বায়ু আপন পক্ষেতে লইয়া BBBDDSYSBBS BBBB BBBB BB BBB BBSBSS BBB BB বধ করিতে ২ অত্যন্ত বিপথগামী হয় । 799