পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১, ১২ অধ্যায় ।] বিরুদ্ধে যুদ্ধেতে তাহীদের হানি উপস্থিত হইল না। ১ - কিন্তু আমি তাহাদিগকে শান্তি দিতে উদ্যত হই, তাহীদের দুই পাপের বিষয়ে দণ্ডিত হওন সময়ে লোকেরা তাহীদের বিপক্ষে সংগৃহীত হইবে। যে গাবী শস্য মদন করিতে ভাল বাসে, ইফুরিম এমত সুশিক্ষিত গাবীর ন্যায় হয় ; কিন্তু আমি তাহার সুন্দর গলদেশের উপরে যোয়ালি রাখিয়া ইফুয়িমকে বহন করাইব ; যিহুদা চাস করিবে, ও যাকুব ঢেলা ভাঙ্গিবে। তোমরা আপনাদের নিমিত্তে ধর্মরূপ বীজ বপন করিয়া কৃপারূপ শস্য কাট, ও তোমাদের পতিত ভূমি তোল; কেননা যে পৰ্য্যন্ত পরমেশ্বর উপস্থিত হইয়া তোমাদের উপরে ধর্মবৃটি না করেন,তাবৎ তাহার অন্বেষণ করণের কাল আছে। তোমরা দুষ্টতারূপ চাস করিয়া দগুরূপ শস্য কাটিতেছ, এবং মিথ্যাফল ভোজন করিতেছ ; তুমি অাপন পথে ও আপন বলবান লোকসমূহেতে বিশ্বাস করিতেছ, এই নিমিত্তে তোমার লোকদের মধ্যে কোলাহল উঠিবে ; যুদ্ধের দিনে যেমন শলমন বৈথৰ্ব্বেল নষ্ট করিল, ভদ্রুপ তোমার দৃঢ় দুর্গ সকল বিনষ্ট হইবে ; মাতা ও বালকগণ আঘাত পাইয়। খণ্ড ২ হইবে । তোমাদের অতিশয় পাপ প্রযুক্ত বৈথেল তোমাদিগকেও তদ্রুপ করবে, ই সুয়েলের রাজা সৰ্ব্বতোভাবে শীঘ্ৰ বিনষ্ট হইবে। ১১ অধ্যায় । ১ ঈশ্বরের অনুগ্রন্থের নিমিত্তে ইসুয়েল লোকদের আকৃতজ্ঞতা ও তাহদের দণ্ড ৮ এ তাহীদের প্রতি ঈশ্বরের দয়। পূকাশ । আমি ইস্রায়েলের বাল্যকালে তাহাকে প্রেম করিলাম, ও মিসরদেশহইতে আপন পুত্রকে ডাকিলাম। আমি * ইস্রায়েল লোকদিগকে ডাকিলে তাহারা আমাহইতে দূরে গিয়া বালের উদ্দেশে যড করে, এবং প্রতিমার উদ্দেশে ধূপ জালায়। আমি ইফুয়িম লোকদের হস্ত ধরিয়া তাহাদিগকে হাটিতে শিখাইলাম, কিন্তু আমি যে তাহাদিগকে আরোগ্য করিলাম, তাহ তাহারা বিবেচনা করে না। আমি কোমল রজ্জতে অর্থাৎ প্রেমরজজুদ্বারা তাহাদিগকে আকর্ষণ করলাম, এবং তাঁহাদের স্কন্ধহইতে + র্যোয়ালি উত্তোলনকারির ন্যায় তাহাদের প্রতি হইলাম, এবথ তাহাদিগকে ভক্ষ্য দিলাম। তাহারা অামার প্রতি মন ফিরাইতে অসন্মত > R. vo [১১] দ্বি ২৫ : ৪ u—[১৪] হে ১৩ ; হোশেয় । হওয়াতে মিসরদেশে ফিরিয়া যাইবে তাহ নয়, কিন্তু অশ্বরীয় রাজা তাহীদের অধিপতি হইবে । এবং খড়গ তাহাদের নগরের উপরে আঘাত করিবে, ও তাহাদের অগল বিনষ্ট করিবে, ও তাঁহাদের পরামর্শ প্রযুক্ত তাহাদিগকে সখহার করবে। আমার লোকের বিপথগমন প্রযুক্ত নৈরাশ হইবে, সৰ্ব্বোপরিস্থের প্রতি প্রার্থনা করিলেও তিনি তাহাদের উন্নতি করিবেন না । হে ইফুল্লিম, আমি কিরূপে তোমাকে ত্যাগ করিব ? ও হে ইস্রায়েল, আমি কি প্রকারে তোমাকে পরহস্তগত করিব ? ও কেমন করিয়া তোমাকে অদমার মত করিব? ও কিরূপে তোমাকে সিরোয়িমের মত রাখিব ? অামার অন্তরে অন্তঃকরণ ব্যাকুল হইতেছে, ও আমার মনে অতিশয় দয়। জন্মিতেছে। আমি আপন প্রচণ্ড ক্ৰোধ সফল করিব না, ও ইফুয়িমের সৰ্ব্বনাশ করিতে যাইব না, কেনন। অামি ঈশ্বর,মনুষ্য নহি, ও তোমার মধ্যস্থ ধর্মস্বরূপ; অামি নগরের বিরুদ্ধে | উপস্থিত হইব না। তাহার পরমেশ্বরের অনুগমন করিবে,তাহাতে তিনি সিংহের ন্যায় গজ্জন করবেন ; ও গৰ্জ্জন করিলে তাহাদের সন্তানগণ পশ্চিমদেশহইতে শীঘ্ৰ আসিবে। তাহার মিসর হইতে পক্ষির ন্যায়, ও অশুরহইতে ঘুঘুর ন্যায় শীঘ্ৰ আসিবে ; পরমেশ্বর কহেন, আমি তাহাদিগকে তাহাদের বাটীতে বাস করাইব। ইফুয়িম মিথ্যাকথাতে ও ইসায়েল বখশ প্রবঞ্চনাতে আমাকে বেষ্টন করে ; কিন্তু যিহুদী এখনো ঈশ্বরের কাছে জরী ও পুণ্যবানদের কাছে বিশ্বস্ত আছে। ১২ অধ্যায়। ১ ইতুয়িয ও যিস্থ দ্য ও যাকুবের পুতি অনুযোগ ৭ ও ইতুইফুয়িম বায়ুমাত্র আহার করে, ও পূৰ্ব্বীয় বায়ুর পশ্চাদগমন করে, এবং নিত্য ২ মিথ্যাকথার ও উপদুবের বৃদ্ধি করে, ও অশূরীয়দের সহিত নিয়ম স্থির করে, ও মিসরদেশে তৈল লইয়া যায়। যিহুদার সহিত পরমেশ্বরের বিবাদ হইবে ; তিনি যাকুবকে তাহার আচারানুসারে দণ্ড দিবেন, ও তাহার কর্মানুষায়ি প্রতিফল দিবেন। সে জরায়ুর মধ্যে আপন ভাতার পাদমূল ধরিল, ও অাপন প্রভাবে রাজার ন্যায় ঈশ্বরের সহিত যুদ্ধ করিল। এবং সে দূতের সহিত যুদ্ধ করিয়া ক্ৰন্দন ও নিবেদন করিয়া ১৬। অ৷ ৩২ : ১১ it—[১৫] প ৫-৮ ৷৷ SB BBBS B DS DDSDDS D D S S0S S BB BSBBSBS S B S S B S S B S S B S SBSS S DDSD LLS00 D DDSBBB S BSBS S BBB BBS BB BB BBS BB LLSBBS BB AAAA LLL ৩ : ১৬ – ১১] হে। ৯ ; ৩ । LS BBSBBS B 00S000 BSBSS00 BSS SBSBBS BB BB S ggSDD AAAA SAAAAA S

  • (ইবু) কেহ ২। I (ইকু হনুহইতে (বা বিপথে গমন

কেহ কোন রূপে তাহার প্রশংসা করে না। ॥ (ব।) আমি ক্রোবেতে। করিতে নিবিষ্ণু আনচে : সৰ্বোপরিস্থের নিকটে অtহ্ ত হইলেও 803 x }- రి లి