পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] হে ইস্রায়েল,তুমি আপন প্রভূ পরমেশ্বরের প্রতি ফির ; কেননা তুমি আপন অধৰ্মে পতিত আছি। ২ কথা নিশ্চয় * করিয়া পরমেশ্বরের প্রতি ফিরিয়া র্তাহাকে কহ, আমাদের তাবৎ পাপ ক্ষমা কর, ও অনুগ্রহ করিয়া আমাদিগকে গ্রহণ কর ; তাহাতে আমরা আপনাদের ওষ্ঠাধরে তোমার প্রশংসা + ও করিব। অশূরীয়গণদ্বারা উদ্ধার চেষ্টা করিব না, ও অশ্বের উপরে নির্ভর দিব না, এবং * তোমরা আমাদের ঈশ্বর, আমরা আপনাদের হস্তকৃত বস্তুর প্রতি এই কথ। আর কখনো কহিব না, কেননা তোমার নিকটে পিতৃহীন আশ্রয় পায়। ই আমি তাহদের বিপথগামিতস্বরূপ রোগের প্রতিকার করিব, ও স্বচ্ছন্দে তাহাদিগেতে প্রেম করিব, কেননা তাহাদের প্রতি আমার ক্রোধ নিবৃত্ত হইতেছে। আমি ইস্রায়েলের পুতি শিশিরের ন্যায় হইব, ও সে শোশন পুষ্ণেপর ন্যায় বিকসিত ও [ ১৪ অধ্য ; ১] হে। ১২ ; ৬। ১৩ : ১ 11–[২] ইব ১৩ : যোয়েল্‌ ৷ লিবানোনের ন্যায় দৃঢ়মূল হইবে। এবং আপন পল্লব বৃদ্ধি করিয়া শোভাতে জিতবৃক্ষের ন্যায় হইবে, ও লিবানোনের গন্ধের ন্যায় তাহার গন্ধ হইবে। যে লোকের তাহার ছায়াতে বসিত,তাহার। ফিরিয়া আসিবে ; তাহাদের বীজ পুনৰ্ব্বার অঙ্কুরিত হইয়া দ্রাক্ষালতার ন্যায় বিস্তারিত হইবে, ও লিবানোনের দ্রাক্ষারসের ন্যায় তাহার সুখ্যাতি । হইবে। আমাতে ও প্রতিমাতে আর কি সম্পকক ? তাহা ইফুয়িম কহিবে ; আমি তাহার কথা শুনিয়া তাহাকে নিরীক্ষণ করিব; আমি তাহার জন্যে সতেজ দেবদারু বৃক্ষের ন্যায় হইব ; আমাহইতে তাহার | ফল হইবে। যে কেহ জ্ঞানবান হয়, সে এ সকল বিবেচনা করিবে ; এবং যে কেহ বুদ্ধিমান হয়, সে তাহা বুঝিবে; কেননা পরমেশ্বরের পথ সকল সরল ; ধাৰ্মিকগণ তাহ দিয়া গমন করিবে, কিন্তু পাপিগণ তাহার মধ্যে পতিত হইবে । ১৫ 11–[৩] প ৮ । দ্বি ১৭ ; ১৬ 11–[৪-৭] যিশ ২৬ ; ১৯ ৷৷ LLS S BB AA At BBBBS BBSBBS B BBBBB BB S BS BBS BB SDDSS D SBBS

  • (ইবু) গ্রহণ (ইবু) এন্ধবৎস ওৎসর্গ। (ইত্ৰ) স্মরণ । ॥(ইবু) তেীয্যর ।

যোয়েলের ভবিষ্যদ্বাক্য। ১ অধ্যায়। ৯ ইস্ত্রয়েলের ভাবিদণ্ডের প্রকাশ ৮ ও বিলাপ করিতে আয়ানের কথা ১৩ ° বিলাপার্থে ওপৰiস ও দিন নিরূপণ করিতে বিনয় । পিথুয়েলের পুত্ৰ যোয়েলের প্রতি পরমেশ্বরের এই ২ কথা উপস্থিত হইল,হে প্রাচীনগণ,তোমরা এই কথা শুন ; হে দেশনিবাসি সকল, তোমরা মনোযোগ কর; তোমাদের ও ডোমাদের পূর্বপুরুষদের সময়ে ও কি এইরূপ ঘটনা হইয়াছে ? তোমরা ইহা অাপন ২ সন্তানগণকে কহ, এবং তাহারা আপন ২ সন্তানগণকে কহুক, এবং তাহারা ভাবিপুরুষদিগকে কহুক। গাসমঞ্চ কীট যাহ অবশিষ্ট রাখিবে, তাহ পঙ্গপাল খাইবে; এবং পঙ্গপালেরা যাহ অবশিষ্ট রাখিবে, তাহ যেলক + কীট খাইবে ; ও যেলক কীট যাহা অবশিষ্ট রাখিবে, তাহ হাসীল কীট * খাইবে। হে মত্ত সকল, সচেতন হইয়া ক্ৰন্দন কর ; হে মদ্যপায়িগণ, নুতন দ্রাহ্মারসের নিমিত্তে অাৰম্বর কর ; কেননা তাহ তোমাদের মুখহইতে অপহৃত হইবে। বলবান ও অসংখ্য ও সিথ হবও দন্তবিশিষ্ট ও সিRহিনীর ন্যায় কষের দন্ত বিশিষ্ট এক জাতি আমার দেশে আসিয়া আমার দ্রাক্ষালতা বিনষ্ট করিবে, ও আমার ডুম্বুরবৃক্ষের ছাল খুলিয়। ফেলিবে, ও সৰ্ব্বতোভাবে তাহার আক খুলিয়৷ ভূমিতে নিক্ষেপ করবে, ও তাহার শাখা সকল ভকহীন করিবে । অতএব যুবস্থামির কারণ (বিলাপকারিণী) চটপরিহিত কন্যার ন্যায় তুমি বিলাপ কর। দেখ, পরমেশ্বরের মন্দির হইতে নৈবেদ্য ও পানীয় উপকরণ সকল অপহৃত হইবে, ও পরমেশ্বরের সেবাকারি যাজকগণ শোক করিবে। ক্ষেত্র উচ্ছিন্ন হইবে, ও ভূমি শূন্য হইবে, ও শস্য বিনষ্ট হইবে, ও নূতন দ্রাক্ষারস শুষক হইবে, ও তৈলের অভাব হইবে। হে কৃষকগণ, লজ্জিত হও ; হে দ্রাক্ষাক্ষেত্র পালকগণ, গোধূম ও যবের বিষয়ে অন্তিস্বর কর, কেননা ক্ষেত্রের শস্য উচ্ছিন্ন হইবে ; এবx দ্রাক্ষালতা স্তষক হইবে, ও ডুস্তুর বৃক্ষ স্থান হইবে, [১ অব্য ; ৪] দ্বি ২৮ ; ৩৮,৩৯ It-Is] s; i

  • (ব) দৰ্শক (ব) লেহক। ; (ব) সংহারক।

805 b- ot