পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায়।] ক্ষেত্রের তৃণ বৃটির অভাবে শুষ্ক হইল এবং দুই তিন নগরস্থ লোক জল পানার্থে অন্য এক নগরে গেল, কিন্তু কেহ তৃপ্ত হইল না ; তথাপি তোমরা ১ আমার প্রতি ফিরিলা না। পরমেশ্বর কহেন, আমি চিটা ও তেজোহীন শস্যদ্বারা তোমাদের শাসন করিলাম, এবং তোমাদের উদ্যান ও দ্রাক্ষাক্ষেত্র ও ডুম্বুরবৃক্ষ ও জিতবৃক্ষ সমূহ গাজম কীটদ্বারা ভক্ষণ করাইলাম ; তথাপি তোমরা আমার প্রতি ফিরিলা ১৭ না। পরমেশ্বর কহেন,আমি তোমাদের মধ্যে মিসর দেশের মহামারীর ন্যায় মহামারী পাঠাইলাম, এবং তোমাদের যুবগণকে খড়গদ্বারা বধ করাইলাম, ও তোমাদের অশ্বগণকে অপহরণ করাইলাম, ও তোমাদের নাসিকাতে তোমাদের শিবিরের দুর্গন্ধ প্রবেশ করাইলাম ; তথাপি তোমরা আমার প্রতি ১১ ফিরিলা না। পরমেশ্বর কহেন, ঈশ্বর যেমন সিদোম ও অমোরাকে উচ্ছিন্ন করিলেন,তদ্রুপ আমিও তোমাদের কতক স্থানকে উচ্ছিন্ন করিলাম ; তোমরা অগ্নির মধ্যহইতে আকৃষ্ট দগ্ধ কাষ্ঠের ন্যায় হইলা; | ১২ তথাপি তোমরা আমার প্রতি ফিরিলা না । হে ইস্রায়েল, আমি তোমাদের প্রতি এই রূপ ব্যবহার করি, ও তোমাদের প্রতি এমত ব্যবহার করিব ; এই নিমিত্তে হে ই সুয়েল,এখন আপন ঈশ্বরের ১৩ সহিত সাক্ষাৎ করিতে প্রস্তত হও। কেননা দেখ, তিনি পৰ্ব্বতের নির্মাণকৰ্ত্ত ও বায়ুর সৃষ্টিকৰ্ত্ত ও মানুষের চিন্তার বিষয় প্রকাশকৰ্ত্তী,এবং তিনি অরুণ কালকে অন্ধকারময় করেন ও পৃথিবীর উচ্চস্থানে গমন করেন, ও তাহার নাম সৈন্যাধ্যক্ষ প্রভু পরমেশ্বর। ৫ অধ্যায়। ১ ই সুয়েলের অন্যে ভবিষ্যদ্বক্তার বিলাপ ৪ ও যন ত্রিরাইতে বিনয় বাক্য ২১ ও কল্পনিক সেৰ ঈশ্বরের ऽंश्ण হওনের কয় । হে ই সুয়েল বংশ, আমি তোমাদের বিরুদ্ধে যে বাক্য অর্থাৎ বিলাপ প্রকাশ করি, তাহ শুন। ইস্রায়েলের কন্যা পতিত হইয়। আর উঠিবে না ; সে আপন দেশে নিপাত হইবে, তাহাকে উঠাইতে কেহ ও থাকিবে না। কেননা প্রভু পরমেশ্বর এই কথা কহেন, ইস্রায়েল বংশের মধ্যে যে নগরের লোকেরা সহস্র হইয়া বহির্গত হয়,তাহার এক শত অবশিষ্ট থাকিবে ; ও যাহার লোকেরা এক শত হইয়। বহির্গত হয়, তাহার দশ জন অবশিষ্ট থাকিবে । পরমেশ্বর ইস্রায়েল বংশকে এই কথা কহেন, তোমরা আমার অন্ত্রেবণ কর, তাহাতে সজীব আমোস্। হইবা ; কিন্তু বৈথেলের অন্বেষণ করিও না, ও [s] क्रि २४ ; २२ ॥-[००] छ् ि२४ : গিলগলে প্রবেশ করিও না, ও বেশেৰীতে ঘাই ও না; কেননা গিলগলের লোকের অবশ্য বন্দী হইয়। যাইবে, ও বৈথেলের লোকেরা আসার হইবে। পরমেশ্বরের অন্বেষণ কর, তাহাতে সজীব হইব1; নতুবা তিনি যুষফের বংশে অগ্নিবৎ প্রবেশ করিয়া তাহা দগ্ধ করবেন, তাহ নিৰ্ব্বাণ করিতে বৈথেলে কেহ থাকিবে না। তোমরা ন্যায়কে পিত্ত বৎ করিতেছ, ও ধর্মকে ভূমিতে নিক্ষেপ করিতেছ। যিনি কীৰ্ত্তিকার ও মৃগশীর্ষের সৃষ্টি করেন, ও মৃত্যুরূপ রাত্রি প্রভাত করেন, ও দিনকে রাত্রির ন্যায় অন্ধকারময় করেন, ও সমুদ্রের জলকে আহ্বান করিয়া পৃথিবীতে নিক্ষেপ করেন, ও পরমেশ্বর নাম ধরেন, তিনি বলবানের প্রতি বিনাশ ঘটান, তাহাতে দুর্গেতে বিনাশ উপস্থিত হয় । তোমর বিচারস্থানে অনুযোগকারিদিগকে ঘৃণা করিতেছ, ও যথার্থবাদিদিগকে দ্বেষ করিতেছ। এবং তোমর দরিদুকে পদতলে দলিতেছ, ও তাহাহইতে গোমরূপ কর গ্রহণ করিতেছ ; অতএব তোমরা খোদিত প্রস্তুরের গৃহ নির্মাণ করিলেও তাহাতে বাস করিতে পাইব না, ও রম্য দ্রাক্ষাক্ষেত্র রোপণ করিলেও তাহার উৎপন্ন রস পান করিতে পাইবা না। কেননা তোমাদের বহুবিধ পাপ ও মহা অপরাধ সকল আমি জানি ; তোমরা ধামিকগণকে ক্লেশ দেও, ও উৎকোচ গ্রহণ কর ; এবং বিচারস্থানে দরিদ্রদের প্রতি অন্যায় কর। এই নিমিত্তে এমন কালে পরিণামদশী লোক নীরব হইয়া থাকে, কেননা সেই দুঃসময়। তোমরা মন্দ কর্ম অন্বেষণ ন করিয়া জীবন ভোগার্থে সৎকর্মের অন্বেষণ কর, তাহাতে তোমাদের বাক্যানুসারে সৈন্যাধ্যক্ষ পরমে শ্বর নিতান্ত তোমাদের সহ বৰ্ত্তী হইবেন । তোমরা : মন্দ কর্ম ঘৃণা করিয়া ভাল কর্মে শ্রদ্ধা কর ও বিচারস্থানে সুবিচার স্থির কর; তাহাতে সৈন্যাধ্যক্ষ পর মেশ্বর ঘূৰফের অবশিষ্টের প্রতি দয়া করিবেন, এমত হইতে পারে । সৈন্যাধ্যক্ষ প্রভু পরমেশ্বর এই • কথা কহেন, সকল পথে বিলাপ ও সকল রাজমাগে হাহাকার হইবে, তাহারা কৃষককে শোক করিতে ও বিলাপড়দিগকে বিলাপ করিতে আহ্বান করিবে । এবং সকল দ্রাক্ষাক্ষেত্রে রোদন হইবে,কেননা পরমেশ্বর কহেন,আমি তোমাদের মধ্যদিয়া গমন করিব। হায় ২ পরমেশ্বরের দিন আকাঙক্ষিগণ, সেই দিনে তোমাদের কি হইবে ? পরমেশ্বরের দিন অন্ধকারময় ও দীপ্তিরহিত হইবে । যেমন কোন মনুষ্য সিথ হহইতে পলাইয়া ভল্লুকের সম্মুখে পড়ে, কিম্বা २१,७० ।-[* २] ऽप1 २२ ; २e,२९ ॥ S BBBS BBB S S B S S S B S S B S S B S S B S S B S S S S LL [১৭] যা ১২ ; ১২ ॥—[১৮] যিশ ৫ ; ১১। S CBB BBB BBB BBBBB BB BBB BBBS BBBB BBB BB দুর্গ আক্রমণ করিতে পারে। 811 !-> 3

  • >