পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] o s > > > করিলে *? তাহাতে পরমেশ্বর তদ্বিষয়ে ক্ষান্ত হইয়া কহিলেন, ইহাও হইবে না। অপর আমাকে দেখাইলেন, প্রভূ ওলোন হস্তে লইয়া ওলোনদ্বারা কৃত এক ভিত্তির উপরে ৮ দাড়াইলেন । এবথ পরমেশ্বর আমাকে কহিলেন, হে আমোস্, তুমি কি দেখিতেছ? তাহাতে আমি কহিলাম, এক ওলোন দেখিতেছি ; তখন প্রভু কহিলেন, দেখ, আমি আপন ইসুয়েল লোকদের মধ্যে ওলোনসূত্র রাখিব, তাহাদিগকে আর কখনে ক্ষমা করিয়া যাইব না। এবং ইস্হাকের উচ্চস্থান অরণ্য হইবে, ও ইস্রায়েল বংশের পবিত্র স্থান সকল উচ্ছিন্ন হইবে, এবং অামি হস্তে খড়গ লইয়া যারাবিয়ামের বংশের বিরুদ্ধে উঠিব। তখন বৈথেলের যাজক অমৎসির ইসায়েলের যারবিয়াম রাজের কাছে কথা প্রেরণ করিয়া কহিল, আমোস্ ইস্রায়েল বংশের মধ্যে তোমার বিরুদ্ধে রাজদ্রোহ করিতেছে, রাজ্যের লোকেরা তাহার সকল কথা সহিতে পারে না। কেননা আমোস কহিতেছে, যারবিয়াম খড়গে হত হইবে, ও ইসায়েল আপন দেশহইতে বন্দী হই যা অন্যদেশে নীত হইবে। এবং অমৎসিয় আমোস্কে কহিল, হে দর্শক, তুমি যাইয়া যিহুদাদেশে পলায়ন কর ও সেই স্থানে ভক্ষণ কর ও সেই স্থানে ভবিষ্যদ্বাক্য কহ । কিন্তু বৈথেলে অার ভবিষ্যদ্বাক্য কহিও না, কেনন। সে রাজার ধৰ্ম্মধাম ও রাজপুরী। তখন অমোস্ অমৎসিয়কে উত্তর করিল, আমি ভবিষ্যদ্বক্তা ছিলাম না, এবং ভবিষ্যদ্বক্তার পুত্র ও ছিলাম না, কিন্তু ডুম্বুরফল অহিরণকারী গোপালক ছিলাম । তাহাতে আমি পালের পশ্চাৎ যাইতেছিলাম, এমত সময়ে পরমেশ্বর আমাকে গ্রহণ করিলেন, ও পরমেশ্বর আমাকে এই কথা কহিলেন, যাও, আমার ইস্রায়েল বংশের কাছে ভবিষ্যদ্বাক্য প্রচার কর। এখন তুমি পরমেশ্বরের এই কথা শুন, ‘ইস্রায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাক্য কহিও না, ও ইসহাক বংশের বিপরীতে বাক্য প্রয়োগ করিও না,’ তুমি ইহা কহিতেছ। এই নিমিত্তে পরমেশ্বর এই কথা কহেন, তোমার ভাৰ্য্যা নগরের মধ্যে বেশ্যা হইবে, ও তোমার পুত্ৰ কন্যাগণ খড়গে পতিত হইবে, ও তোমার ভূমি রজুদার বিভক্ত হইবে, এবং তুমি এক অশুচি দেশে মারবা,এবং ইস্রায়েল বন্দী হইয়া অাপন দেশহইতে অবশ্য অন্য দেশে নীত হইবে । > > > o o আমোস্। ৮ অধ্যায় । ১ গ্রীষ্মকালের ফলের দৃষ্টান্ত ও তাৎপর্ঘ্য ৪ ও গুপদুব প্রযুক্ত ইন্দ্রায়েলের পুতি অনুযোগ ১১ ও ঈশ্বরের বtক্যাভাবরূপ দুর্ভিস্কের ভবিষ্যদ্বাক্য । পরে প্রভু পরমেশ্বর আমাকে গ্রীষমান্তের এক পাত্র ফল দেখাইয়া কছিলেন, হে আমোস, তুমি কি দেখিতেছ? তাহাতে আমি কহিলাম, গ্রীক্ষান্তের এক পাত্র ফল ; তখন পরমেশ্বর আমাকে কছিলেন, আমার ইস্রায়েল লোকের অন্তিমকাল উপস্থিত, অামি তাহাদিগকে আর কখনো ক্ষমা করিয়া যাইব না। প্রভূ পরমেশ্বর কহেন, সে দিনে রাজধানীতে গানের কঠোর শব্দ হইবে, ও প্রচুর শব থাকিবে, ও লোকের নীরব হইয় তাহাদিগকে সকল স্থানে নিক্ষেপ করবে। হে দীনহীন লোক গ্রাসকারিগণ, হে দরিদ্র প্রজ লোপকারিগণ, তোমরা বলিয়া থাক, অমাবস্যা কখন গত হইবে ? ও আমরা কখন শস্য বিক্রয় করিব? এবং বিশ্রামদিন কখন গত হইবে? ও আমরা কখন গোম বাহির করিব? এবং ঐফা ক্ষুদ্র করিয়া শেকল ভারী করিয়া মিথ্যা তেল করিতেছ ; এবং দরিদ্রকে রূপাতে, ও নির্ধনকে পাদু কাতে ক্রয় করিতেছ, ও ত্যাজ্য শস্য বিক্রয় করিতেছ ; অতএব তোমরা এই কথা শুন । পরমেশ্বর যাকুবের উন্নতি বিষয়ে এই শপথ করিয়া কহেন, আমি তাহদের কোন কর্ম কখন বিস্মৃত হইব না। এই সকলের নিমিত্তে কি দেশ কম্পিত হইবে না ? ও তাহার নিবাসি সকল কি শোকান্বিত হইবে না? দেশ সমুদয় বন্যার ন্যায় উথলিবে, ও মিস্ট্রীয় নদীর ন্যায় উৰ্দ্ধগামী হইয়া অধোগত হইবে। প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, সে দিনে আমি মধ্যাহ্নকালেই সূৰ্য্যকে অস্তগত করিব, এবং প্রচণ্ড দীপ্তির সময়ে দেশকে অন্ধকার ময় করিব ; ও তোমাদের উৎসবকে শোকের বিষয় করিব, ও তোমাদের গানকে বিলাপস্বরূপ করিব, ও তোমাদের কটিদেশে চট পরিধান করাইব, ও প্রত্যেকের মস্তকে টাক পড়াইব, ও অদ্বিতীয় পুত্ৰশোকের ন্যায় সে দিনের শোক করাইব, ও সেই দিনের শেষ অতি ক্লেশদায়ক হইবে । প্রভু পরমেশ্বর কহেন, আমি এই দেশে যে দিনে দুর্ভিক্ষ প্রেরণ করিব,এমত দিন অসিতেছে; তাহাতে অন্নাভাব কিম্বা জলাভাবরূপ দুর্ভিক্ষ হইবে তাহ নয়, কিন্তু পরমেশ্বরের বাক্য শ্রবণাভাব হইবে । লোকের এক সমুদ্র অবধি অন্য সমুদু পৰ্য্যন্ত,এবং S BBSBBS BB BB BBS BB BB S BS BBBBBSDDSS SDSS 00 SS HHSB BBBBB [১৩] ১ র ১২ ঃ ২৮-৩৩ –[১৪] অর্ণয় ১ ; ১।—[১৭] দ্বি ২৮ ; ৩৭ ৷৷ S BBBS BB BSJJS BBB S S BBB S BBS

  • (ব) সে কিসেতে ওটিতে পারে ? 1 (ইব্রু) প্রচালিত বা নিদিওঁ।

813 b-) No