পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- > 8 উত্তরবিধি পূৰ্ব্ব পর্যন্ত ভূমণ করিয়া পরমেশ্বরের বাক্যের অন্বেষণ করিতে ইতস্ততে ধাবমান হইবে, ১৩ কিন্তু তাহ পাইবে না। সে দিনে সুন্দরী যুবতি ও ১৪ যুবকের তৃষ্ণাতে মূচ্ছিত হইবে। এবং যাহার শোমিরোণের পাপ লইয়া শপথ করিয়া কহে, হে দান তোমার দেবতা অমর, ও হে বেশেবা, তোমার দেবতা আমর’, তাহারা পতিত হইবে, আর কখনো উঠিবে না। ৯ অধ্যায় । ১ ইদুয়েলের ভাবিদণ্ডের কথা ১১ ও তাহীদের ভাবি সঞ্জলের কথf । আমি হোমবেদির উপরে দণ্ডায়মান প্রভুকে দেখিলে তিনি আমাকে কহিলেন, তুমি মাথলাতে আঘাত করিয়া দ্বারের মূল লড়াও, এবং তাহা সকলের মন্তকে নিক্ষেপ কর; তাহাতে আমি তাহাদের অবশিষ্টকে খড়গেতে বধ করিব ; তাহাদের মধ্যে কেহ পলাইলেও পলাইতে পরিবে না, ও এড়াইলেও ২ এড়াইতে পরিবে না। তাহারা খুদিয়া পাতাল পৰ্য্যন্ত গেলেও তথাহইতে আমি আপন হস্তুদ্বারা তাহাদিগকে তুলিব, ও আকাশ পৰ্য্যন্ত আরোহণ ৩ করিলেও তথা হইতে তাহাদিগকে নামাইব ; এবথ কমিলের শৃঙ্গে গিয়া লুকায়িত হইলেও অন্বেষণ করিয়া সেই স্থানে তাহাদিগকে ধরিব; এবং আমার গোচরহইতে সমুদ্রের তলে গিয়া লুককারিত হইলেও সেখানে আমি সপকে আজ্ঞা দিব,তাহাতে সপ তাহাদিগকে দংশন করবে। এবং তাহার শত্রদের সম্মুখে বন্দী হইয়া অন্যদেশে গেলে সেখানেও আমি খড়গকে আজ্ঞা করিব, তাহাতে খড়গ তাহাদিগকে বধ করিবে, ও আমি মঙ্গল না করিয়া তাহাদের ও অমঙ্গল করিতে চেষ্টা করিব । সৈন্যাধ্যক্ষ প্রভূ পরমেশ্বর পৃথিবী সপর্শ করিবামাত্র তাহা গলিয়া যায়, ও তাহার মধ্যস্থিত সকলে শোক করে, এবং পৃথিবী সমুদয় বন্যার ন্যায় উথলে ও মিস্ট্রীয় ৬ নদীর ন্যায় অধোগামী হয় । যিনি আকাশে অাপন সিংহাসন * স্থাপন করেন, ও পৃথিবীর উপরে আপিন চন্দ্ৰাতপ বিস্তার করেন, ও সমুদের জলকে আমোস্। ডাকিয়া পৃথিবীর উপরে গলাবন করেন,তাহার নাম পরমেশ্বর। পরমেশ্বর কহেন, হে ইস্রায়েল বংশ, তোমরা কি আমার নিকটে কুশীয় বংশের তুল্য নহ? আর আমি মিসরদেশহইতে ইস্রায়েলকে, ও কপ্তোর হইতে পিলেষ্টীয়দিগকে, এবং কীরহইতে আরামীয়দিগকে কি আনি নাই ? পরমেশ্বর কহেন, দেখ, এই পাপিষ্ঠ রাজ্যের প্রতি প্ৰভু পরমেশ্বরের দৃষ্টিপাত আছে ; (তিনি কহেন,) অামি তাহ পৃথিবীতে বিনষ্ট করিব ; কিন্তু যাকুব বংশকে সৰ্ব্বতোভাবে বিনষ্ট করিব না। কেননা যেমন চালনীতে শস্য ঝাড়ে, তদ্রুপ আমি আজ্ঞা করিয়া সৰ্ব্বদেশীয় লোকদের মধ্যে ইস্রায়েল বংশকে ঝাড়িব, তথাপি এক কণাও মৃত্তিকাতে পড়িবে না। কিন্তু অামার লোকের মধ্যবৰ্ত্তি যে পাপিগণ কহে, কোন অমঙ্গল আমাদিগেতে ঘটিবে না, ও হঠাৎ উপস্থিত হইবে না, তাহারা সকলে খড়গে হত হইবে। এই কর্ম সাধনকৰ্ত্ত যে পরমেশ্বর, তিনি এই কথা কাহন,ইদোমীয় প্রভৃতি অন্যদেশীয় অবশিষ্ট যত লোক আমার নামে বিখ্যাত অাছে, তাহাদিগেতে আমার লোক যেন অধিকার করে, এই জন্যে আমি সেই সময়ে দায়ুদের পতিত তাম্বু পুনবার উঠাইব ও ভগ্ন স্থান গাথাইর, এবখ উচ্ছিন্ন স্থান প্রস্তুত করিয়া পূৰ্ব্বকালে যেমন ছিল তদ্রুপ করিব। পরমেশ্বর কহেন, দেখ, যে সময়ে হালবাহক শস্যচ্ছেদকের ও দ্রাক্ষাপেষক বীজবাপকের সহিত মিলিবে, ও পৰ্ব্বত মিষ্ট দ্রাক্ষারসে পলাবিত হইবে, ও সকল উপপৰ্ব্বত গলিয়া যাইবে, এমত সময় অসিতেছে। আমি আপন ইসুয়েল লোককে বন্দিত হইতে মুক্ত করিব ; তাহারা ত্যক্ত নগর গাথিয় তাহার মধ্যে বসতি করবে, এবং দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার দ্রাক্ষরিস পান করিবে, এবখ উদ্যান করিয়া তাহার ফল ভোগ করবে। এবং তোমার প্রভূ পরমেশ্বর কহেন, আমি তাহাদিগকে তাহাদের দেশে সমারোপণ করিব ; এবথ তাহাদিগকে যে দেশ দিয়াছি, তাহার মধ্যহইতে তাহারা আর উৎপাটিত হইবে না। LL BBBS 0 gg B AAAAS AA SLS DB BBS BB BB S S BB BSJJSS00 BB BB BS [v] fण्ङ्ग ७° ? २२ ॥-[*****] tä २९ ; २७,२१ ॥-[२७] (ल ९७ ? * ! যোয় ৩ : ১৮৷—[১৪] যির ৩০, ৩ । যিশ ৬১ ৪ । ৩৫ 814

২১-২৩৷—[১৫] যির ৩২ ; ৪ ১ it
  • (ইবু) সোপান ।

[৯ অধ্যায়। 2 > R

o