পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওবদিয়ের ভবিষ্যদ্বাক্য। ১ অহঙ্কার ও যাকুবের পুতি ওপড়বের কারণ ইদোযের বিনাশ কয়। ১৭ ও যাকবের আয় । ওবদিয়ের দশন । প্রভূ পরমেশ্বর ইদোমের বিষয়ে এই কথা কহেন, তোমরা তাহার বিপক্ষে যুদ্ধ করাপার্থে উঠিয়া আইস’, আমরা পরমেশ্বরের নিকটহইতে এই সম্বাদ শুনিতেছি,এবং এই কথা কহিতে ২ অন্যদেশীয়দের কাছে দূত প্রেরিত হইতেছে। দেখ, আমি তোমাকে অন্যদেশীয়দের মধ্যে ক্ষুদু ও ও অত্যন্ত অবজ্ঞাত করিব । হে শৈলের গুহানিবাসিনি, হে উচ্চস্থান নিবাসিনি, তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করিতেছে ; তুমি মনে ২ কহিতেছ, আমাকে ভূমিতে কে নামাইবে ? পরমেস্বর কহেন, তুমি যদ্যপি উৎক্রোশপক্ষির ন্যায় উচ্চ স্থানে বাস কর, ও তারাগণের মধ্যে আপন বাসা কর, তথাপি আমি তোমাকে তথাহইতে নামাইব । তুমি কেমন উচ্ছিন্ন হইবা ! যদি চোরগণ কিম্বা রাত্রিকালে বিনাশকগণ তোমার নিকটে অসিত, তবে তাহারা কি কেবল আপনাদের নিমিত্তে যথেষ্ট হরণ করিত না? এবং যদি দ্রাক্ষাসঞ্চয়কারিগণ আসিত, তবে তাহারা কি কিছু ত্যাগ করিত না? কিন্তু এষেীর লোক কেমন পরীক্ষিত হইবে ! ও তাহার গুপ্ত বিষয় • সকল কেমন উদিষ্ট হইবে । যাহার তোমার সহিত নিয়ম করিয়াছে, তাহারা তোমাকে সীমা পৰ্য্যন্ত লইয়া যাইবে ; এবং তোমার বন্ধু * লোকেরা তোমাকে প্রবঞ্চন করিয়া জয় করিবে ; এবং যাহারা তোমার খাদ্য ভোজন করে, তাহার তোমার নীচে ফাদ পাতিবে, ও তাঁহাদের + কিছু বিবেচনা হইবে ৮ না। পরমেশ্বর কহেন, সে দিনে আমি কি ইদোমের জ্ঞানবানদিগকে বিনষ্ট করিব না? ও এষেীয় পৰ্ব্বতের মধ্যহইতে বুদ্ধিমানদিগকেও সৎ হার করিব = না ? হে তৈমন, এষেীর পর্বতের প্রত্যেক জন যেন সxহার দ্বারা উচ্ছিন্ন হয়, এই জন্যে তোমার পরাক্রমি লোকেরাও ভীত হইবে । তুমি আপন ভতি যাকুবের বিরুদ্ধে দৌরাত্ম্য - করাতে লজ্জাতে আচ্ছন্ন হইবা ও চিরকাল উচ্ছিন্ন থাকিবা । যে দিনে বিদেশীয় লোকেরা তাহার সৈন্য ১১ লইয়া গেল ও অন্যজাতীয়ের তাহার নগরে } প্রবেশ করিল ও ফির শালমের উপরে গুলিবাট করিল, সেই দিনে তুমি তাহাদের একের সদৃশ হইয় তাহার বিপক্ষ হইল। কিন্তু তোমার ভূতার ১২ বিপদসময়ে ও তাহার বিদেশী হওন সময়ে তাহার প্রতি কুদৃষ্টি করা তোমার উচিত ছিল না ; এবং যিহুদী বংশের বিনাশের দিনে তাহার বিষয়ে আনন্দ করা ও তাহার বিপদকালে অহঙ্কারের কথা কহ তোমার কৰ্ত্তব্য ছিল না। ও আমার লোকের ১ ও দুৰ্দ্দশাসময়ে তাহাদের দ্বারে প্রবেশ করা উচিত ছিল না, এবং তাহীদের বিপদকালে তাহাদের দুঃখের প্রতি কুদৃষ্টি করা, ও তাঁহাদের বিপত্তিকালে তাহাদের সম্পত্তি হরণ করা তোমার কৰ্ত্তব্য ছিল না । এবথ তাহাদের পলায়িত লোকদিগকে ১৭ বধ করিতে চতুষপথে দাঁড়ান তোমার উচিত ছিল না; এবং দুঃখের দিনে তাঁহাদের অবশিষ্ট লোকদিগকে শজুহন্তে সমপণ করা তোমার কৰ্ত্তব্য ছিল না । কেননা পরমেশ্বরের দিন তাবৎ অন্য- ১৫ দেশিদের বিরুদ্ধে নিকটবৰ্ত্তী আছে ; তুমি যেরূপ করিয়াছ, তোমার প্রতিও তদ্রুপ করা যাইবে, ও তোমার কর্মের ফল তোমাতেই | ফলিবে । তাহা- ১৬ ৱ13 আমার পবিত্ৰ পৰ্ব্বতে যেরূপ পান করিয়াছে, তদ্রুপ অন্য দেশীয় লোকেরাও নিত্য ২ পান করিবে, ও পান করিতে ২ গ্রাস করিবে, পরে অজাতের ন্যায় হইবে। কিন্তু সিয়োন পৰ্ব্বতে কতক লোক পরিত্রাণ পাই- ১ । লে তাহ পবিত্র হইবে, ও যাকুব বংশ আপনাদের অধিকার গ্রহণ করবে। এবং অগ্নিস্বরূপ যাকুবের ১৮ বখশ ও অগ্নিশিখাস্বরূপ ঘূষফের বংশ নাড়া স্বরূপ এষোঁর বংশকে দগ্ধ করিয়া বিনষ্ট করিবে: SBBBBSS BBB BB BBS BB BBSS 0SDD CBB DD SBBA gg SBBB SAB S BB BSBBSBBS [৫] যিয় ৪২ : ১।—[১০-১৪ ] যিহি ২৫ ; ১২-১৪ । ৩৫ ; ৫ । অীয় ১ , ১১ ॥–[১৫,১৬] যিহি ৩৫ ; ১৫ li-[১৭] যোয় २ ; ७२ ॥-[०४] पिश् ि२९ ; ०8 ॥

  • (ইবু ভোযার সন্ধির লোক । SSBBSS BBB SBBSBBBSS SBBSS BBBBB BBBS SS SBe BBBS

815