পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] পরমেশ্বর কি প্রকারে তাহাদিগকে উদ্ধার করিয়াছেন, এই সকল কথা মূসা আপন শ্বশুরকে জ্ঞাত করিল। ৯ তাহাতে পরমেশ্বর মিসুিদের হস্ত হইতে ইস্রায়েল বংশকে উদ্ধার করিয়া তাহাদের মঙ্গল করিয়াছেন,এই ১১ সকলের নিমিত্তে য়িন্থে অতি আহিলাদিত হইল। এবথ সে কহিল, যে পরমেশ্বর মিসুিদের ও ফিরেীণের হস্তহইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছেন এবং মিসুিদের হস্তুহইতে লোকদিগকে উদ্ধার করিয়াছেন তিনি ধন্য। ১১ এবং পরমেশ্বর সকল দেবত হইতে মহান, ইহা এখন আমি জ্ঞাত হইলাম ; কেননা তাহারা যে বিষয়ে গৰ্ব্ব করিল, সে বিষয়ে তিনি তাহাদের উপরে জয়ী ১২ হইলেন। পরে মুসার শ্বশুর য়িথে পরমেশ্বরের উদ্দেশে হোম ও নৈবেদ্য করিল, এবথ হারোণ ও ইস্রায়েল বংশের প্রাচীন লোকেরা আসিয়া পরমেস্বরের সম্মুখে মুসার শ্বশুরের সহিত ভোজন করিল। ১ও পরদিনে মূসা লোকদের বিচার করিতে বসিলে লোকের প্রাতঃকালাবধি সন্ধ্যাকাল পর্যন্ত তাহার ৪ সন্মুখে দাড়াইল। পরে লোকদের বিষয়ে যাহা ২ করিল, মূসার শ্বশুর তাহ দেখিয়া কহিল, তুমি লোকদের সহিত কেমন ব্যবহার করিতেছ? তুমি একাকী কেন বৈস ? ও সকল লোক প্রাতঃকালাবধি সন্ধ্যাকাল ১৫ পর্যন্ত তোমার নিকটে কেন দাঁড়ায় ? তাহাতে মূসা আপন শ্বশুরকে কহিল, লোকেরা ঈশ্বরের বিচার ১৬ জিজ্ঞাসা করিতে আমার কাছে আইসে, ও তাহাদের কোন বিবাদ হইলে আমার কাছে আইসে, তাহাতে বাদির ও প্রতিবাদির * বিষয়ে আমি বিচার করি, এবং ঈশ্বরের বিধি ও ব্যবস্থা সকল তাহাদিগকে জ্ঞাত করি। পরে মুসার শ্বস্তর কহিল,তুমি যাহা কর,সে ভাল ১৮ নয়। তুমি ও তোমার সঙ্গি লোকেরা উভয়ই ক্ষীণ হইবা, কেননা এ কার্য তোমার ক্ষমতা হইতেও গুরুতর ; তুমি ১১ একাকী ইহা করিতে পার না। অতএব আমার কথায় মনোযোগ কর ; আমি তোমাকে পরামর্শ দি, তাহাতে ঈশ্বর তোমার সহায় হইবেন,আর ঈশ্বরের সম্মুখে তুমি লোকদের পক্ষ হইয় তাহাদের কথা ঈশ্বরের কাছে ২৯ জানাও। এবং তুমি তাহাদিগকে বিধি ও ব্যবস্থার উপদেশ দেও ও তাহাদের গন্তব্য পথ ও কৰ্ত্তব্য কর্ম ২১ দেখাও। তদ্ভিন্ন তুমি সকলের মধ্য হইতে কর্মক্ষম মনুষ্যদিগকে অর্থাৎ ঈশ্বরের প্রতি ভয়কারি ও সত্যবাদি ও লোভ ঘূণাকারি লোকদিগকে মনোনীত করিয়া লও, এবং তাহাদের উপরে সহসুপতি ও শতপতি ও ২২ পঞ্চাশৎপতি ও দশপতি করিয়া নিযুক্ত কর। এবং তাহারা সৰ্ব্বকালে লোকদের বিচার করিবে; কিন্তু কোন মহাবিচার হইলে তোমার নিকটে আনিবে, ও ক্ষুদ্র যাত্রাপুস্তক l S) বিচার সকল তাহারা করিবে ; তাহাতে তাহারা তোমার সহিত ভার বহিলে তোমার কর্ম লঘু হইবে। তুমি যদি এমত কর, এবং ঈশ্বর তোমাকে এমত করিতে আজ্ঞা দেন, তবে তুমি সহিতে পারিবা, এবং এই সকল লোকেরাও কুশলে আপনাদের স্থানে গমন করিবে। তাহাতে মূসা শ্বস্তরের বাক্যে মনোযোগ করিয়া তাহার বাক্যানুসারে সকল কর্ম করিল। পরে মূসা তাবৎ ইস্রায়েল ২৭ &শহইতে কর্মক্ষম মনুষ্যদিগকে মনোনীত করিয়া লোকদের মধ্যে প্রধান অর্থাৎ সহস্রপতি ও শতপতি ও পঞ্চাশঙ্খপতি ও দশপতি করিয়া নিযুক্ত করিল। তাহাতে তাহারা সৰ্ব্বকালে লোকদের বিচার করিত; কিন্তু কঠিন বিচার সকল মূসার কাছে আনিত, এবং আপনারা ক্ষুদ্র ২ কথার বিচার করিত। পরে মূসা আপন শ্বস্তরকে বিদায় করিলে সে স্বদেশে প্রস্থান করিল। >> マ河*UT奪T I ১ লোকের সৗনয় পৰ্বতে ওপস্থিত হইলে তাহদের পুতি ঈশ্বরের সম্বীদ ৭ ও লোকদের জন্যে মূসার ঈশ্বরের পুতি ওত্তর ১০ ও লোকদিগকে পবিত্র করিতে ও পৰ্বত ল্পশ না করিতে আপডা দেওন ১৪ ও লোকদের সাক্ষণতে পৰ্বতের ওপরে ঈশ্বরের আগমন । ইসায়েল বংশ মিসরদেশহইতে যে দিনে যাত্রা করিল, ১ তিন মাসের পর সেই দিনে সীনয় প্রান্তরে উপস্থিত হইল। তাহার। রিফাঁদীমহইতে যাত্রা করিয়া সীনয় ২ পৰ্ব্বতের প্রান্তরে উপস্থিত হইলে সেই প্রান্তরে শিবির স্থাপন করিল ; ইস্রায়েল বখশ সেই পৰ্ব্বতের সম্মুখে শিবির স্থাপন করিল। পরে মূসা ঈশ্বরের নিকটে ৩ আরোহণ করিলে পরমেশ্বর পর্বতহইতে তাহাকে ডাকিয় কহিলেন, তুমি যাকুবের সন্তানগণকে এই কথা কহ,ও ইস্রায়েল বংশকে ইহা জ্ঞাত কর। আমি মিসুি- ৪ দের প্রতি যাহা করিলাম, এবথ যেমন উৎক্রোশ পক্ষী পক্ষদ্বারা, তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিলাম, তাহ তোমরা দেখিলা। এখন যদি ৫ তোমরা অামার কথা শুন ও অামার ব্যবস্থা পালন কর, তবে তাবৎ পৃথিবী আমার হইলেও তোমরা সকল লোক অপেক্ষ আমার বিশেষ অধিকার হইবা, এবং ৬ আমার নিমিত্তে যাজকদের এক বংশ ও পবিত্র জাতি হইবা; এই সকল কথা তুমি ইস্রায়েল বংশকে কহ। তখন মূসা আসিয়া তাহাদের প্রাচীনগণকে ডাকা- ৭ ইয়া পরমেশ্বরের আজ্ঞানুসারে এই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিল। তাহাতে তাবৎ লোক এক ৮ সঙ্গে সকলেই স্বীকার করিয়া কহিল, পরমেশ্বর যে সকল কথা কহিলেন, তাহ আমরা করিব। তখন ৯ মূসা পরমেশ্বরের কাছে তাহাদের কথা নিবেদন & 8 R s [०,२०]s1 २ 8 SSBBSSSBBLSSSLLLL 0 S SS SS SSBggSgee SLLL SSSSDDSSSDDSBBS BB SS LSSL SS S S BBBS BB BSBS BB BBSBSS BB S B BBS BS BS BS BS BBS BS BBBBS BB BBSKS SKB SDDDS S K BBS GGG S0S S0S GGG DDSDDSAAAAAA L

  • (ইবু) একের ও অন্যের ।