পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ッ-)* তাহাতে এষেীর বংশে কেহ অবশিষ্ট থাকিবে ১৯ না, ইহা পরমেশ্বর কহেন। দাক্ষিণাত্য লোকেরা এষের পর্বতকে, ও প্রান্তরস্থিত লোকের পিলেষ্টীয়দিগকে অধিকার করিবে, ও অন্যেরা ইফুয়িমের ভূমিতে ও শোমিরোণের ভূমিতে অধিকার পাইবে, ও বিনয়ামীন গিলিয়দ অধিকার কার ২• বে। এবং ইস্রায়েল বংশীয় যে সৈন্য অন্য y R vo e [ ] T1 : 1 : , 1 : II যুনসের ভবিষ্যদ্বাক্য। ১ অধ্যায়। ১ নিদিবীতে মূনসকে পুরণ ও তাছার তশীশে পলায়ন ঃ এ বাড়ু ওপস্থিত হওন ১১ ও সয়দে তাহার নিক্ষিপ্ত হওন ১৭ ও মৎস্যদ্বারা গুপ্ত হওন। o-o অমিত্ৰয়ের পুত্র যুনসের প্রতি পরমেশ্বরের এই কথা উপস্থিত হইল। তুমি উঠিয়া বৃহন্নগর নিনিবীতে গিয়া তাহার বিরুদ্ধে কথা প্রচার কর, কেননা তন্ত্রিবাসিদের দুষ্টতা আমার সাক্ষাতে উপস্থিত হইয়াছে। কিন্তু মূনস্ পরমেশ্বরের সাক্ষাৎ হইতে পলায়ন করিয়া তশীশে যাইতে মনস্থ করিল ; এবং যাফো নগরে গিয়া উত্তীর্ণ হইলে তশীশে গমনকারি এক জাহাজ পাইয়া তাহার ক্রেয়া করিয়া পরমেশ্বরের সাক্ষাৎহইতে নাবিকদের সঙ্গে তশীশে যাইতে জাহাজ আরোহণ করিল। কিন্তু পরমেশ্বর সমুদ্রে অত্যন্ত বায়ু পাঠাইলে সমুদ্রে এমত মহাঝড় উপস্থিত হইল,যে জাহাজ ভগ্ন হইবে এমত বোধ হইল। অতএব নাবিকগণ ভীত হইয়। প্রত্যেক জন আপন ২ ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করিল, এবং ভার লাঘবের নিমিত্তে তাবৎ বস্তু জাহাজহইতে সমুদ্রে নিক্ষেপ করিল ; কিন্তু যুনস জাহাজের নীচস্থানে গিয়া শয়ন করিয়া তৎকালে নিদ্রিত ছিল। তখন জাহাজাধ্যক্ষ তাহার নিকটে আসিয়া তাহাকে কহিল, হে নিদ্ৰালু লোক, কি কর ? উঠিয়া আপন ঈশ্বরের কাছে প্রার্থনা কর; কি জানি সেই ঈশ্বর আমাদিগকে স্মরণ করিলে আমরা বিনষ্ট হইব না। [১ অব্য; ১] ২ র ১৪ ; ২৫ u–[৩] ২ বা ২ ; ১৬ । যিহি ২৭ ; 816 * (ইবু) আমাদের অন্যে। যনস । [১ অধ্যায় ༤་། N দেশে বন্দী আছে, তাহারা সারিফ পর্যন্ত কিনানীয়দের ভূমিতে অধিকার করিবে ; এবং সিফারদ বাসি যির শালমের বন্দিলোকেরা দক্ষিণ নগর সকল অধিকার করবে। এবং নিস্তারকর্তৃগণ । সিয়োন পৰ্ব্বতে আরোহণ করিয়া এষেীর পকরতের দণ্ড নিরূপণ করিবে, এবং রাজ্য পরমেশ্বরের হইবে । পরে এক জন অন্য জনকে কহিল, কাহার অপ- । রাধে অামাদের প্রতি এই বিপদ ঘটিতেছে, তাহ জানিবার জন্যে আইস, আমরা গুলিবাট করি ; পরে গুলিবাট করিলে যুনসের নামে গুলি উঠিল। অতএব তাহারা তা হাকে কহিল, আমরা বিনয় ৮ করি, কাহার দোষে আমাদের প্রতি এই আপদ ঘটিতেছে, তাহ আমাদিগকে কহ ; এবং তুমি কি ব্যবসায়ী ? ও কোথাহইতে আইলা ? ও তুমি কোন দেশীয় লোক ? ও কোন জাতীয় ? তাহাতে সে তাহা- ৯ দিগকে কহিল, আমি ইব্রীয় লোক; যিনি সমুদ্র ও শুষ্ক ভূমির সৃষ্টিকৰ্ত্তা, সেই স্বৰ্গীয় ঈশ্বর যিহোনাকে আমি ভয় করি। তখন তাহারা অত্যন্ত ভীত ১হইল, এবং সে পরমেশ্বরের সাক্ষাৎহইতে পলাইতেছে, এ কথা তাহার মুখহইতে জানিয়া তাহাকে কহিল, তুমি কেন এমত কর্ম করিলা ? তখন তাহারা তাহাকে জিজ্ঞাসিল,সমুদ্রকে * নিথর ১১ করণার্থে উপায় কি ? আমরা তোমাকে কি করিব ? কেননা সমুদ্রের তরঙ্গ উত্তরোত্তর প্রবল হইতেছে। তখন সে তাহাদিগকে কহিল,আমাকে ধরিয়া সমুদ্রে ১২ নিক্ষেপ কর, তাহাতে ঝড় নিবৃত্ত হইবে ; কেননা আমার দোষে তোমাদের উপরে এই মহাঝড় উপস্থিত হইয়াছে, তাহা অামি জানি । তথাপি সেই ১৭ লোকের জাহাজ তটে লইয়া যাইবার জন্যে যতেনতে দণ্ড ক্ষেপণ করিল বটে, কিন্তু সমুদ্রের তরঙ্গ তাহাদের বিরুদ্ধে উত্তরোত্তর প্রবল হইলে তাহার পারিল না। অতএব তাহারা পরমেশ্বরের উদ্দেশে , , ১২,২৫।—[৭-১৪] যি ৭ ; ১৬-২১।—[১২] যো ১১, ৫ ° ৷ (ইবু তোমাদের অন্যে।