পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২,৩,৪ অধ্যায় ।] প্রার্থনা করিয়া কহিল, হে যিহোবাঃ, আমরা বিনয় করিয়া প্রার্থনা করি, এই মানুষের প্রাণের নিমিত্তে আমাদিগকে বিনষ্ট করিও না, এবং নিৰ্দ্দোষের বধাপরাধ আমাদের প্রতি দিও না, কেননা হে ১৭ যিহেীৰাঃ, তুমি আপন ইচ্ছামতে করিতেছ। পরে তাহারা মৃনসকে ধরিয়া সমুদ্রে নিক্ষেপ করিল, • তাহাতে সমুদ্র তরঙ্গ রহিত হইয়া নিথর হইল। তখন সেই লোকেরা পরমেশ্বরের প্রতি আতিশয় ভয় করিয়া পরমেশ্বরের উদ্দেশে বলিদান করিল এবং নানা মানস করিল। পরে পরমেশ্বরের প্রস্তুত এক বৃহৎ মৎস্য মূনসকে গ্রাস করিলে সে তিন দিবারাত্রি সেই মৎস্যের উদরে থাকিল। ২ অধ্যায়। ১ যুনসের পুর্থনা ১ s ও অণহীয় শুদ্ধীর । তখন যুনস মৎস্যের উদরে থাকিয় আপন প্ৰভু পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিল। পরে সে কহিল, হে পরমেশ্বর, আমি বিপদকালে তোমার কাছে প্রার্থনা করিলে তুমি আমার কথা শুনিলা ; ও আমি পরলোকের মধ্যে থাকিয়া বিনতি করিলে ও তুমি আমার নিবেদন গ্রাহ্য করিলা। কেননা তুমি অামাকে সমুদ্রের মধ্যে গভীর জলে নিক্ষেপ করিলা, তাহাতে স্রোত আমাকে আচ্ছন্ন করিল, এবং তোমার তরঙ্গ ও প্রবল ঢেউ সকল আমার উপর দিয়া গেল। তখন “আমি তোমার দৃষ্টিবহিষকৃত, এই কথা বলিলাম, তথাপি আরবার অামি তোমার পবিত্র মন্দিরের প্রতি দৃষ্টি করিলাম * । আর সমুদ্র প্রায় আমার প্রাণনাশ পর্যন্ত আমাকে বেষ্টন করিল, ও গভীর জল আমার চতুদিগে থাকিল, ও সমুদ্রের শৈবাল আমার মস্তকে বেষ্টিত হইল । আমি পৰ্ব্বতের মূল পৰ্য্যন্ত নামিলাম, এবং পৃথিবী আপন অগলদ্বারা সৰ্ব্বদা আমাকে রুদ্ধ করিল ; তথাপি হে আমার প্রভো পরমেশ্বর, তুমি বিনাশ ৭ হইতে আমার প্রাণকে উদ্ধার করিলা। হে পরমেশ্বর, আমার প্রাণ মূচ্ছিত হওন সময়ে আমি তোমার স্মরণ করিলাম, ও আমার সেই প্রাথন তোমার ৮ পবিত্র মন্দিরে তোমার নিকটে উপস্থিত হইল। যাহার মিথ্যা ও আসার বস্তু মানে, তাহারা আপন ২ ১ মঙ্গল পরিত্যাগ করে । কিন্তু আমি ধন্যবাদপূৰ্ব্বক তোমার কাছে নিবেদন করিব ; এবথ যে মানত করিয়াছি, তাহ পরিশোধ করিব ; পরমেশ্বরদ্বারা পরিত্রাণ হয়। > * [১৭] য ১২ ; খুনস্থ। レー〉? পরমেশ্বর সেই মৎস্যকে আজ্ঞা করিলে সে শুষক ১ • ভূমির উপরে মূনসকে উদগীরণ করিল। ৩ অধ্যায় । ১ পুনশ্চ নিনিীতে মূলসের পূেরণ ও তাহীর পূচীর ৫ ও পীপের জন্যে সকলের ੋਂ ১ ০ ও অtহণদের রক্ষণ ইওন । পরে দ্বিতীয় বার পরমেশ্বরের এই কথা যুনসের • নিকটে উপস্থিত হইল, তুমি উঠিয়া বৃহন্নগর নিনি- ২ বীতে গমন করিয়া যে কথা তোমাকে কহি, তাহ তাহার মধ্যে প্রচার কর । তাহাতে মূনস উঠিয়৷ পরমেশ্বরের আজ্ঞানুসারে নিনির্বীতে গমন করিল ; ঐ নিনিবা নগর অতি + বৃহৎ, তিন দিনের পথ দীর্ঘ ছিল। পরে মূনস এক দিনের পথ নগরে ৪ প্রবেশ করিয়া উচ্চৈঃস্বরে প্রচার করিতে লাগিল, ** চল্লিশ দিন গত হইলে এই নিনিবী নগর উচ্ছিন্ন হইবে।” - তখন নিনির্বীয় লোকের ঈশ্বরেতে প্রত্যয় করিয়৷ উপবাসের কথা প্রচার করিল, এবং মহৎ ও ক্ষুদ্র তাবৎ লোক চট পরিধান করিল। এবং নিনিবীর রাজার নিকটে এই সমাচার অাইলে সে অাপন সিংহাসনহইতে উঠিয়া রাজবন্ত্র ত্যাগ করিয়া চট পরিধান ও ভস্ম লেপন করিল। এবং রাজা অfপনার ও অধ্যক্ষগণের নামে নিনিবীর সর্বত্র এই আজ্ঞা ঘোষণা ও প্রচার করাইল, “মনুষ্য ও গোমেষাদি পশু কেহ কিছু অস্বিাদন ও ভোজন ও পান ন করুক ; এবং মনুষ্য ও পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করুক, ও প্রত্যেক জন আপন ২ কুপথ ও হস্তস্থিত দৌরাত্ম্যহইতে বিমুখ হউক। ইহাতে কি জানি, ঈশ্বর অনুকূল হইয়। ক্ষান্ত হইয়া আপন প্রজবলিত ক্রোধহইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না।’ অতএব লোকেরা আপন ২ তাবৎ কুক্রিয়া ত্যাগ ১০ করিল, ঈশ্বর তাহাদের এমত ব্যবহার দেখিয়া তাহাদের প্রতি যাহা করিতে মনস্থ করিয়াছিলেন, তদ্বিষয়ে ক্ষান্ত হইয়া তাহা করিলেন না। ৪ অধ্যায় । ১ ঈশ্বরের দয়ণপুযুক্ত যুনসের ক্রুদ্ধ হওন ৪ ও কুয়াণ্ড লতার তাছার পুতি ঈশ্বরের অনুযোগ। এই কর্ম মৃনসের অতি অতুষ্টিজনক হওয়াতে সে • ক্রুদ্ধ হইল । এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা ২ করিয়া কহিল, হে পরমেশ্বর, নিবেদন করি, আমি o bro > আপন দেশে থাকিতে কি এই কথা কহি নাই ? 8 - 1 పి ఆ ; 8 ! ! [ર જ્ઞ૬r; ]નો ૨૨૦; ગા-[૭]નો દર, ૧ા-[8]નો ૭૦, ૨રા-[૧]જેો ગાના; ડા-[...]sm ૭; 8ા-[૨]નો ૨૩૭, ૨૧ - ૨Iા [৩ অধ্য ; ৫] য ১২ ; ৪১ ৷৷ [৪ অব ; ২] যা ৩৪ ; ৬,৭ । যেtয় ২ ; ১৩ ৷৷

  • (ৰ) করিব। (ই ঈশ্বরের (ইবু) ভস্মে ৰসিল।

817