পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- R o -

o > 0 > → > R প্রার্থনা করিব বটে, কিন্তু তিনি তোমাদের কথা গ্রাহ্য করবেন না; তোমাদের কুব্যবহার প্রযুক্ত তিনি সেই সময়ে তোমাদের হইতে আপন মুখ লুক্কায়িত করবেন। যে ভবিষ্যদ্বক্তৃগণ আমার লোকদের স্থান্তি জন্মাইয়া দন্তের মধ্যে ভক্ষ্য থাকিলে “ তোমাদের মঙ্গল হউক, এই কথা কহে, ও কেহ যদি তাঁহাদের মুখে আহার দ্রব্য না দেয়, তবে তাহার সহিত যুদ্ধ করিতে প্রস্তুত হয়, তাহীদের বিষষে পরমেশ্বর এই কথা কহেন। তোমাদের প্রতি দিব্য দর্শনরহিত রাত্ৰি উপস্থিত হইবে, এবং শুভ লক্ষণ রহিত অন্ধকার উপস্থিত হইবে ; ও ভবিষ্যদ্বক্তাদের প্রতি সূৰ্য্য অস্তগত হইবে, ও তাঁহাদের প্রতি দিন অন্ধকার ময় হইবে । তৎকালে দর্শকের লজ্জিত ও শুভাশুভ প্রকাশকের ব্যাকুল হইয়া সকলে আপন ২ চিবুক আচ্ছাদন করিবে, কেননা ঈশ্বর উত্তর দিবেন না । আমি যাকূবের পাপ ও ইস্রায়েলের অপরাধ প্রকাশ করিবার জন্যে পরাক্রম ও পরমেশ্বরের আত্মা ও ন্যায় ও সাহসে পরিপূর্ণ আছি। হে যাকব বংশের প্রধান লোক ও ইস্রায়েল বংশের অধ্যক্ষগণ, ন্যায় ঘৃণাকারী ও অন্যায়কারী যে তোমরা, তোমরা আমার এই নিবেদন শুন । রক্তদ্বারা সিয়োন ও অন্যায়দ্বারা ষিরুশালম্ গৃথিত হয় ; ও তাহার প্রধান লোকের উৎকোচলোভে বিচার করে, ও তাহার যাজকগণ বেতনলোভে শিক্ষা দেয়, ও ভবিষ্যদ্বক্তৃগণ অর্থলোভে ভবিয্যদ্বাক্য প্রচার করে ; তথাপি তাহারা পরমেশ্বরের উপরে অবলম্বন করিয়া কহে, আমাদের মধ্যে কি পরমেশ্বর নাই ? আমাদের কোন তামঈল ঘটিবে না। অতএব তোমাদের নিমিত্তে সিয়োন ক্ষেত্রের ন্যায় চাসিত হইবে, ও ষিরুশালম প্রস্তুরের ঢিবিমাত্র হইবে, এবং ষে পৰ্ব্বতে মন্দির আছে, সে বনের উচ্চস্থানের ন্যায় হইবে । ৪ অধ্যায় । ১ গ্রীষ্ণের রাজ্য বিষয়ে ভবিষ্যদ্বাক্য ণ্ড ও আপিন লোক 《页孤 পুতি ঈশ্বরের দয়। ১১ ও শতুৰ্গণের পুতি দণ্ড i শেষকালে এই রূপ ঘটনা হইবে ; পরমেশ্বরের গৃহের পর্বত পৰ্ব্বতগণের শিখরের উপরে স্থাপিত হইবে ও উপপৰ্ব্বতহইতেও উচ্চীকৃত হইবে; তাহাতে তাবৎ লোক স্রোতের ন্যায় তাহার প্রতি ধাবমান হইবে । এবং যাইতে ২ অনেক দেশীয় লোকের কহিবে, " আইস, আমরা পরমেশ্বরের পর্বতে অর্থাৎ যাকুবের ঈশ্বরের মন্দিরে গমন করি ; তিনি মৗখা ৷ আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, তাহাতে আমরা তাহার মাগে গমন করিব ? কেনন। সিয়োন হইতে শাস্ত্র ও যিরশালমহইতে পরমেশ্বরের বাক্য নির্গত হইবে। এবং তিনি অনেক ২ লোকদের বিচার করবেন, এবং অতি দূরেস্থিত অন্যদেশীয় বলবান লোকদিগকে অনুযোগ করবেন ; তাহাতে তাহার1 মাপন ২ খড়গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল নির্মাণ করিবে, ও বড়শা ভাঙ্গিয়া কাস্ত্যা গড়িবে ; এবং এক দেশীয় লোক অন্য দেশীয়দের বিপরীতে খড়গ চালন করিবে না, তাহার। আর যুদ্ধ শিখিবে না। সকলে আপন ২ দ্রাক্ষালতা ও ডুম্বুরবৃক্ষের তলে বসিবে ; কেহ তাহাদিগকে ভয় দেখাইলে না, কেননা এ কথা পরমেশ্বরের মুখহইতে নিৰ্গত হইয়াছে। তাবৎ লোক আপন ২ দেবগণের নামানুসারে আচরণ করিলেও আমিরা আপনাদের প্রভূ পরমেশ্বরের নামানুসারে এখন ও সদাকাল আচরণ করিব । পরমেশ্বর কহেন, আমি সেই দিনে খঞ্জাকে সংগ্ৰহ করিব, ও বহিষ্ণকৃতাকে এবং যাহাকে দুঃখ দিয়াছি, তাহাকে একত্র করিব । এব^ খঞ্জাকে অবশিষ্ট রাখিব, ও বহিষ্ণুকৃতাকে বলবৎ জাতিস্বরূপ করিব; পরমেশ্বর অদ্যাবধি চিরকাল পর্যন্ত সিয়োন পৰ্ব্বতে তাহাদের উপরে কর্তৃতা করবেন। হে পালগড়স্বরূপ সিয়োনের কন্যার দৃঢ় দুর্গ, তোমার বৃদ্ধি হইবে, ও প্রথম কর্তৃতা তোমার নিকটে উপস্থিত হইবে, ও রাজ্য ষিরশালমের কন্যার নিকটে উপস্থিত হইবে। তুমি এখন কেন উচ্চৈঃস্থর করি, তেছ ? তোমার মধ্যে কি রাজ; নাই ? ও তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল ? এই জন্যে স্ত্রীর প্রসববেদনার ন্যায় বেদনা কি তোমাকে ধরিয়াছে ? হে সিয়োনের কন্যে, তুমি ব্যথিত হও, ও প্রসূতার ন্যায় প্রসব করিতে যতন কর; কেননা তুমি এখন নগরের বাহিরে গিয়া প্রান্তরে বাস করিব, ও তুমি বাবিল পর্যন্ত যাইব1; সেখানে উদ্ধৃত হইব1, ও সেখানে পরমেশ্বর তোমাকে শত্রুর হস্তুহইতে উদ্ধার করিবেন। সিয়োন অশুচি হউক,ও আমরা তাহার প্রতি দৃষ্টি করি, এই কথা কহিয়া অনেক দেশীয় লোক এখন তোমার বিরুদ্ধে একত্র হয়। কিন্তু তাহারা পরমেশ্বরের মনঃসঙ্কল্প জানে না ও র্তাহার মন্ত্রণ বুঝে না কেননা যেমন শস্যমন্দনস্থানে আটী সংগ্ৰহীত হয়, তদ্রুপ তিনি তাহাদিগকে একত্র করেন। হে সিয়োনের কন্যে, উঠিয়া শস্য মৰ্দ্দন কর, আমি তোমাকে লৌহময় শৃঙ্গ ও পিত্তলময় খুর দিব, তাহাতে তুমি অনেক লোকদিগকে আঘাত করিবা, ও অামি পরমেশ্বরের LS0 DD AAAA AAAA AASSSSSS BBB DDS DAS 0L BB BSBS S BB BSBBS B * অব্য ; ১-৩] যিশ ২ ; BBB S BSBSBB SBSS00 BB BB BBSBS S BBBS S S ১।—[৮] অt e৫ ; ই ১ । 820 (১° ] ২ ব• ৩২ ; ২ °-২৩ -[১২] যিয় ও ১ ; ৩৩ ৷–[১৩] forwt a ته د ,ه د ; د Il [৪ অধ্যায়। >