পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * -- to অধ্যায় ।] অন্যদেশীয় লোকের তাহ দেখিয়া আপন ২ পরাক্রম বিষয়ে লজ্জিত হইয়। নীরব থাকিবে, ও বধিরের ন্যায় হইবে * । এবং সপবৎ ধূলা চাটিবে, ও ভূমিস্থ কিঞ্চলিকার ন্যায় আপন ২ গোপনীয় স্থানে কম্পবান হইবে ; তাহার। অামাদের প্রভু পরমেশ্বরেতে ভীত হইবে, ও তাঁহাকে ভয় করিবে। যে ঈশ্বর আপিন অধিকারের অবশিষ্ট লোকদের পাপ ক্ষমাকারী ও অপরাধ মাৰ্জ্জনকারী হন, নহ’ম ৷ ー、N র্তাহার তুল্য আর কে আছে ? তিনি দয়া ভাল বাসেন, এই জন্যে র্তাহার ক্রোধ চিরস্থায়ী নয়। তিনি পুনৰ্ব্বার আমাদিগকে দয়া করিবেন, ও অামাদের অপরাধ দূর করিবেন, ও আমাদের তাবৎ পাপ সমুদ্রের গভীর স্থানে নিক্ষেপ করবেন। তিনি f আমাদের পূৰ্ব্বপুরুষদের কাছে শপথপূৰ্ব্বক যে প্রতিজ্ঞ করিয়াছিলেন, তদনুসারে যাকুব বংশের প্রতি সত্যতা ও ইব্রাহীম বংশের প্রতি অনুগ্রহ প্রকাশ করিবেন। BSBBB BBB BBS BB e S0 S0 ggS BB AAAA AA AAAA SKS AAAAAA

  • (ইবু) যুখে হস্তাপর্ণ করিবে ও কর্ণ নিঃশ্রবণ হইবে। 1 (ইত্ব) যি ।

নভূমের ভবিষ্যদ্বাক্য। ১ অধ্যায় । ৯ পরমেশ্বরের মহিম বৰ্মন ৯ ও আপন লোকদের পুতি দয়া ও শশুদের পুতি দণ্ড । ১ নিনিবীর বিরুদ্ধে ভবিষ্যদ্বাক্য বিষয়ক ইলকোশীয় নহুমের দর্শনপুস্তক। ২ পরমেশ্বর পাপে ক্রোধকারী ও প্রতিফলদাতা ঈশ্বর, এবং পরমেশ্বর অতিক্রোধী ও দণ্ডদাতা, এবং পরমেশ্বর অাপন শতুগণকে প্রতিফল দেন ও শত্ৰুও দের জন্যে ক্রোধ সঞ্চয় করেন । পরমেশ্বর ক্রোধেতে ধীর ও পরাক্রমে মহান, তিনি দোষিকে নিদোষ করেন না ; পরমেশ্বরের পথ ঘূর্ণবায়ু ও ঝড়স্বরূপ, ৪ ও মেঘ তাহার পদধূলাস্বরূপ। তিনি সমুদুকে ধমকাইয়া শুষক করেন, ও তাবৎ নদীকে নিজঞ্জল করেন, তাহাতে বাশন ও কর্মিল স্নান হয়, ও লিৰ বানোনের পুর্যপ ম্লান হয় । এবং পৰ্ব্বতগণ র্তাহাহইতে কম্পিত হয়, ও উপপৰ্ব্বতগণ গলিয়া যায়, ও ঠাহাহইতে দেশ ও জগৎ ও তন্নিবাসি সকলেই • দগ্ধ * হয়। র্তাহার ক্রোধের সম্মুখে কে দাড়াইতে পারে? ও তাহার প্রচণ্ড কোপের সম্মুখে কে থাকিতে পারে? তাহার ক্রোধ অগ্নিবৃষ্টির ন্যায় প্রকাশিত হয়,ও তাহাদ্বারা শৈলগণ ভগ্ন হয়। পরমেশ্বর মঙ্গলদাতা ও বিপদসময়ে দৃঢ় আশ্রয়স্বরূপ ; তিনি আপন ৮ শরণাগতদিগকে জ্ঞাত অাছেন । কিন্তু তিনি পলাবনকারি বন্যাদ্ধারণ আপিন ৰিপক্ষগণকে বিনষ্ট করেন, ও তাহার শত্ৰুগণ অন্ধকারে ধৃত হয়। (হে শত্ৰুগণ,) তোমরা পরমেশ্বরের বিরুদ্ধে কি কপেন করিতেচ্ছ ? তিনি তোমাদিগকে এমত নিঃশেষ করিবেন, যে তোমাদের বিপদ দ্বিতীয় বার উপস্থিত হইবে না। কেননা তোমরা যে সময়ে পাকপাত্রে আসক্ত + ও মদিরাতে মন্ত হইবা, তৎকালে শুষক নাড়ার ন্যায় নিঃশেষে বিনষ্ট হইবা । (হে নিনিবি, তোমার মধ্যহইতে পরমেশ্বরের প্রতিকূলচিন্তাকারী এক দুষ্ট মন্ত্রী উৎপন্ন হইবে। কিন্তু পরমেশ্বর এই কথা কহেন,তাহারা ভাগ্যবান ও বহু হইলে ও উচ্ছিন্ন হইবে,কেহ থাকিবে না; আমি তোমাকে এক বার দুঃখ দিলে দ্বিতীয় বার দিতে হইবে না। কেননা এই ক্ষণে তোমার স্কন্ধস্থিত তাহার র্যোয়ালি ভাঙ্গিব ও তোমার বন্ধন ছেদন করিব। পরমেশ্বর তোমার বিষয়ে এই আজ্ঞা দিলেন, তোমার নাম লোপ পাইবে, এবথ তোমার দেব মন্দির হইতে আমি খোদিত ও ছাঁচে ঢালা প্রতিমাকে দূর করিব, ও তোমার কবর প্রস্তুত করিব, কেননা তুমি অধম । যে জন সুসমাচার অনিয়ন করে ও সন্ধি জ্ঞাপন করে, পৰ্ব্বতের উপরে তাহার চরণ দেখ ; হে ষিহুদা, তুমি আপন উৎসব পালন কর, ও অাপন মানিত বস্তু উৎসগ কর, কেননা দুষ্ট লোক তোমার নিকট দিয়া আর যাইবে না ; সে সৰ্ব্বতোভাবে উছিন্ন হইবে। [১ অব্য ; ২] দ্বি ৩২ ; ৩৫,৩৬,৪১,৪২ —[৩] যা ৩৪ ৫ ৬,৭ ৷ গী ৭৭ ; ১২ ॥—[৪] যিশ ৫০ ; ২ 1-() ள் > ! S SAAS0 T BBSS00 BB BBSS BB BB BB S BB BB S00

  • (ইকু অপহৃত (ব) কষ্টকের ন্যtয় সংলগ্ন ।

823 レー*、* > → R * > > > wo > to