পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

比一文8 নহুম্! ২ অধ্যায়। ১ লিলিবী জয়কারি সৈন্যের বর্ণল। ১ ভগ্নকারী তোমার বিরুদ্ধে আসিবে, অতএব দুর্গ রক্ষা কর, ও পথ রক্ষা কর,ও কটিদেশ দৃঢ় করিয়া অতিশয় পরাক্রান্ত হও । কেননা শূন্যকারির। যাহাদিগকে শূন্য করিয়াছে,ও যাহাদের দ্রাক্ষাশাখা বিনষ্ট করিয়াছে,সেই ইসুয়েল বংশকে গৌরব ও সেই যাকুব বংশকে সুখ্যাতি পরমেশ্বর পুনৰ্ব্বার ৩ দিবেন। ও তাহার নিরূপিত বীরদের ঢাল রক্তবর্ণ করা যাইবে,ও পরাক্রমি লোকের রক্তবর্ণ বস্ত্র পরিধান করিবে, ও তাহার আয়োজন দিনে রথ সকল অস্তুেতে * উত্তজবল হইবে, ও বড়শা কম্পিত হইবে। ৪ রথ সকল রাজপথে গমনাগমন করিবে ও চতুষেকাণ স্থানে পরসপর আঘাত লাগিবে, ও সেই সকল রথ দীপের ন্যায় দৃষ্ট হইবে ও বিদ্যুতের • ন্যায় ধাবমান হইবে। তাহাতে অধিপতি বীরদিগকে আহ্বান করিলে পর তাহারা গমনে স্থলিত হইবে,ও প্রাচীরের নিকটে শীঘ্ৰ যাইবে, ও যুদ্ধযন্ত্র স্থাপিত • হইবে। এবং নদীদ্বার মুক্ত হইবে,ও রাজধানী বিনষ্ট ৭ হইবে। এবং নিনিবীর লোক বন্দি হইয়া অন্য দেশে নীত হইবে, ও তাহার দাসীগণ বক্ষঃস্থলে করাঘাত করিয়া কপোতের ন্যায় শব্দ করিবে,ইহা নিরূ৮ পিত আছে। কিন্তু নিনির্বী সজল পুষকরিণীর ন্যায় পূৰ্ব্বাবধি পূর্ণ আছে, তথাপি লোকের পলায়ন করিবে, এবং থাক ২ ইহা কহিলেও কেহ পশ্চাৎ ১ দেখিবে না। শত্ৰুগণ তাহার রূপ্য গ্রহণ করিবে ও স্বর্ণ হরণ করিবে ; কেননা তাহার অশেষ তেজোময় ১• ধন ও নানা প্রকার উত্তম পাত্র অাছে। সে শূন্য ও দীনহীন ও অরণ্য হইবে, ও লোকদের মন গলিয়া যাইবে, ও জানু কম্পবান হইবে, ও সকলের কটিদেশে বেদন হইবে, ও মুখ কালিমাযুক্ত হইবে। ১১ সিংহগণের নিবাস কোথায়? ও যুব সি২হের চরণস্থান কোথায় ? অর্থাৎ ষে স্থানে সিংহ ও সি২হিনী ও সিংহশাবক ভ্ৰমণ করিল, কেহ তাহাদিগকে ১২ ভয় দেখাইতে পারিল না,সে স্থান কোথায় ? সিংহ আপন শাবকদের জন্যে অনেক পশুকে খণ্ড বিখণ্ড করিল, ও অাপন সি২হিনীর নিমিত্তে অনেককে গলাটিপিয়া মারিল, ও আপন গহ্বর হৃত পস্ততে, ও আপন বাসস্থান বিদীর্ণ পস্ততে পরিপূর্ণ করিল। ১৩ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, (হে নিনিবি,) দেখ, অামি তোমার বিপক্ষ হইয়া তোমার রথ অগ্নিতে দগ্ধ করিব, ও খড়গদ্ধারা তোমার যুবসি^হদিগকে ছেদন করিব, ও আমি পৃথিবীহইতে তোমার লুটকর্ম লোপ করিব, ও তোমার দূতগণের রব + অার স্তন যাইবে না। ৩ অধ্যায় । ১ লিলিবীয় বিনাশের ভবিষ্যদ্বাক্য। যে নগর মিথ্যাকথাতে ও অপহৃত দ্রব্যে পরিপূর্ণ ও যাহাহষ্টতে চৌর্য্যাচার নিবৃত্ত হয় না, সেই রক্তপাতি নগরের সন্তাপ হইবে । এবং সে স্থানে প্রতোদের ও চক্রের ও লম্ফমান অস্বগণের ও দ্রুতগামি রথের শব্দ হইবে । এবং অস্বারূঢ় সৈন্য সতেজ খড়গ ও সতেজ বড়শা চালাইলে সে স্থানে অনেক হত লোক থাকিবে, ও শবেতে এক ঢিবি হইবে, ও অসংখ্য শব হইবে, ও শবের উপরে লোক স্থলিত হইবে। আপন বেশ্যাক্রিয়াতে রাজ্য ও আপন মায়াতে জাতি বিক্রয় করে যে সুন্দরী ও মায়াবী বেশ্য, তাহার অনেক কুকর্ম প্রযুক্ত সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ হইব ; আমি সাক্ষাতে তোমাকে বিবস্ত্রা করিয়া অন্যদেশীয়দিগকে তোমার উলঙ্গতা দেখাইব, ও অন্যান্য রাজ্যে তোমার লজ্জার স্থান প্রকাশ করিব ; এবং আমি তোমার উপরে ঘৃণাহ মল নিক্ষেপ করিয়া তোমাকে অধম৷ করিব, ও কৌতুকস্বরূপা করিব ; এবং লোকেরা তোমাকে দেখিয়া পলায়ন করিয়া কহিবে, নিনিবী নগর অরণ্যময় হইল, তাহার বিষয়ে কে বিলাপ করিবে? ও আমি তোমার নিমিত্তে সাভূনাকৰ্ত্ত কোথায় অন্বেষণ করিব ? যে নগর নদীগণের মধ্যস্থিত ও চতুদিগে জলেতে বেষ্টিত, ও যাহার গড় হ্রদ, ও যাহার প্রাচীর সমুদ্র, এমত নো-আমোন নগর হইতে কি তুমি শ্রেষ্ঠ? বলবান কৃশীয় ও অসংখ্য মিস্ট্রীয় লোক এবং পূটীয় ও লুবীয় লোক তাহার সহকারী ছিল ; তথাপি সে স্থানচ্যুত হইল, ও বন্দী হইয়া দেশান্তরে গেল, ও তাহার শিশুগণ পথের মস্তকে আছাড়ে ছিন্নভিন্ন হইল ; এবং লোকেরা তাহার আদরণীয় লোকের নিমিত্তে গুলিবাট করিল, ও তাহার ভাগ্যবানের শৃঙ্খলেতে বদ্ধ হইল। তুমিও মন্ত হইয় গুপ্ত হইবা, ও শত্ৰুভয় প্রযুক্ত আশ্রয় চেষ্টা করিব । তোমার দৃঢ় দুর্গ সকল প্রথমপক্ক ফলবান ডুমুরবৃক্ষের ন্যায় হইবে ; সে বৃক্ষ কম্পিত হইলে তাহার ফল ভক্ষকের মুখে পতিত হইবে। দেখ, তোমার মধ্যস্থিত লোকেরা শত্ৰুগণের সম্মুখে স্ত্রীগণের ন্যায় হইবে, ও তোমার দেশের দ্বার মুক্ত হইবে, ও অগ্নি তোমার হুড়ক ভক্ষণ করি বে। তুমি অবরোধ সময়ের জন্যে জল তোল, ও তোমার দুর্গ সকল দৃঢ় কর, ও কদমে নামিয়া গার ছান, ও পাজ সকল প্রস্তুত কর। সেখানে অগ্নি তোমাকে গ্রাস করিবে, ও খড়গ তোমাকে ছেদন [৩ অধ্য ; ৪,৪] যিশ ৪৭ ; ২,৩,৯,১২। পু ১৮ : ২,৩ ॥—[৮] যিয় ও ২৫। যিহি ৩৭ ; ১৪.১৬ ॥—[১২] ఆ $ 33!! 824 * (ৰ) পুদীপেতে (ব) কৰ্ম্মের সুখ্যাতি । [R,లి శాI{T | > R > 3 R. > o 3.