পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] সিফনিয় l ইস্রায়েলের প্রভূ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, আমি যদি অমর হই, তবে মোয়াব অবশ্য সিদোমের তুল্য হইবে, ও অস্মোন বংশ অমোরার তুল্য হইবে ; অর্থাৎ বিছুটির আশ্রয় ও লবণের আকর ও নিত্য অরণ্যময় স্থান হইবে, ও অামার অবশিষ্ট লোকের তাঁহাদের সর্বস্ব লুট করিবে, ও আমার দেশীয় রক্ষিত লোকেরা তাহাদের ১• অধিকার পাইবে । কেননা তাহারা সৈন্যাথ্যক্ষ পরমেশ্বরের লোকদের বিরুদ্ধে নিন্দ ও আপনাদিগকে উন্নত করিয়াছে, এই মত অহঙ্কার প্রযুক্ত ১১ তাছাদের এই সকল দুরবস্থা হইবে। পরমেশ্বর তাহাদের প্রতি ভয়ঙ্কর হইবেন, কারণ তিনি তাবৎ পৃথিবীস্থ দেবগণকে বিনাশ * করিবেন, এবং তাবৎ উপদ্বীপস্থ অন্যজাতীয় লোক প্রত্যেক জন আপন ২ স্থানে তাহার আরাধনা করিবে। ১২ হে কুশীয় লোক, তোমরাও র্তাহার f খড়গে হত ১৩ হইব। তিনি উত্তর দেশের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া অশূরকে বিনাশ করিবেন, এবং নিনিীকে ১৭ অরণ্যের ন্যায় শূন্য ও জলহীন করিবেন। তাহাতে তাহার মধ্যে পশুপাল শয়ন করিবে, এবং নানাজাতীয় জন্তু ও পাণিভেল পক্ষী ও শজারু তাহার গৃহের মাথলার উপরে বাসা করিবে, ও বায়ু বাতায়নের মধ্যে শব্দ করিয়া আসিবে, ও চৌকাটের উপরে মল থাকিবে ; কেনন। তিনি এরস কাষ্ঠের কর্ম বিনষ্ট ১৭ করিবেন। আর ‘আমি আছি,আমাবিনা কেহ নাই,” এমত কথা কহিয়া যে নগরী নিশ্চিন্তে বাস করিয়া আনন্দ করে, সে এই রূপে অরণ্য ও পশুদের শয়নস্থান হইবে ; এবং যে কেহ তাহার নিকট দিয়1ষাইবে,সে শিরশচালনা করিয়া তাহাকে নিন্দ কৱিবে । ৩ অধ্যায় । ১ যিরশালয়ের পুতি অনুযোগ ৮ ও ইসুয়েলের যুক্তির অপেক্ষীর কথা ১৪ ও ঈশ্বরকৃত পরিত্রাণে আনন্দ করণের কফ । ১ যে নগরী মলিন ॥ ও অপবিত্র ও উপদ্রবকারিণী ২ হইয়া আহ্বান শুনে না, ও উপদেশ গ্রহণ করে না, ও পরমেশ্বরেতে বিশ্বাস করে না, ও আপিন ঈশ্বরের নিকটে ও অাইসে না, তাহার সন্তাপ হইবে। ৩ তাহার মধ্যস্থিত অধ্যক্ষগণ গজ্জনকারি সিংহের ন্যায়, ও তাহার বিচারকর্তৃগণ সায়-কালীয় কেন্দুয়ার ন্যায় ; তাহার প্রভাতের অগ্রে সমস্ত অস্থি ভক্ষণ করে। তাহার ভবিষ্যদ্বক্তৃগণ আত্মাভিমানী ও [১২] যিশ ২s ; ৪ । যিয় ৪৬ ; ৯। যিহি ৩০ ; ৯ il—[১৩ [১৫] যিশ ৪৭ ; [৩ মই ; *-* I ২ ব° ৩৬ ঃ ১২-১৩ it—[s] যি ২৪ ; ৬-১৩। প্রবঞ্চক, ও তাহার যঞ্জিকগণ পবিত্র স্থানকে অপবিত্র করে ; তাহারা বলেতে ব্যবস্থার অর্থান্তর করে । কিন্তু ন্যায়কারী পরমেশ্বর তাহার মধ্যে আছেন ; তিনি অন্যায় করেন না, ও প্রতি প্রভাতে আপন বিচার প্রকাশ করিতে লুটি করেন না ; তথাপি অন্যায়কারিদের কিছু লজ্জা হয় না। আমি অন্য জাতিদিগকে এমত উচ্ছিন্ন করিলাম, ও তাহাদের দুর্গ এমত নরশূন্য করিলাম, এবং তাহাদের পথও এমত শূন্য করিলাম, যে তাহ দিয়া আর কেহ গমনাগমন করিল না ; এবং তাহাদের নগর সকলকে এমত উচ্ছিন্ন করিলাম, যে তাহার মধ্যে মনুষ্য ও বাসকারি মাত্র থাকিল না । তাহাতে আমি কহিলাম, এই নগরী নিতান্ত আমাকে ভয় করিবে ও আমার উপদেশ গ্রহণ করিবে, তাহাতে তাহার নিবাসস্থান আমার পূৰ্ব্বোক্ত দণ্ডাজ্ঞানুসারে উচ্ছিন্ন হইবে না ; কিন্তু তন্নিবাসির যতনপূৰ্ব্বক আপন সকল কর্মে দুষ্টত করিল। পরমেশ্বর কহেন, শেষ $ দিনে আমার উথান পৰ্য্যন্ত তোমরা আমার অপেক্ষা কর, কেননা অন্য দেশীয়দিগকে সংগ্ৰহ করিতে, ও রাজ্য সকল একত্র করিতে, এবং আপন ক্রোধ ও প্রচণ্ড কোপ তাহাদের প্রতি প্রকাশ করিতে আমি স্থির করিলাম, আমার কোপাগ্নিতে তাবৎ পৃথিবী দগ্ধ হইবে। তখন পরমেশ্বরের নামে প্রার্থনা করিতে ও এক মনে তাহার সেবা করিতে আমি লোকদিগকে এক শুদ্ধ ভাষা শিক্ষা দিব । অামার কাছে প্রার্থনাকারী যে আমার ছিন্নভিন্ন লোক সকল, তাহারা কুশের নদীর ওপার হইতে আমার নৈবেদ্যস্বরূপ আনীত হইবে। (হে যিরশালম,) তুমি আচরণেতে আমার যে আজ্ঞা লঙ্ঘন করিয়াছ, তৎপ্রযুক্ত সে দিনে লজ্জিত হইবা না ; কিন্তু যাহারা তো レー* 。 > > 2 মার উচ্চপদ প্রযুক্ত দুঃসাহসী ণ হয়, আমি সেই , দিনে তাহাদিগকে তোমার মধ্যহইতে দূর করিব ; তুমি আমার পবিত্ৰ পৰ্ব্বত বিষয়ে আর অহঙ্কার করিব না। আমি তোমার মধ্যে দরিদ্র ও দীনহীন লোকদিগকে রক্ষা করিব ; তাহারা পরমেশ্বরের নামে বিশ্বাস রাখিবে। এবং ইসুয়েলের অবশিষ্ট লোকেরা পাপ করিবে না, ও মিথ্যাকথা কহিবে না, ও প্রতারক জিহ্বা তাঁহাদের মুখে থাকিবে না ; তাহার ভোজন করিয়া শয়ন করিবে, ও কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না । II ه د , 8 د ,د د ; 8 م I د ه ; 8 د fu*t [8 د]--ll م l ه H [ه د

  • 15 * : "Il আয় ২ ; ৯ ॥—[৭] যিশ ৬৩ ; ৮ ॥—[৮] যোয় ৩ : ১.২ ৷

S BBB SS00 BSBS S BB BBS BB SBBS BB BBSBSS BDD BB BBS SBBS BB Be BBB SBe BB BBBS BB BBBBBBS BSBBSBS S BBBBB BBBBB দপ করে । 829