পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

+ లిరి ১৪ হে সিয়োনের কন্যে, উল্লাস *কর ; হে ই সুয়েল, উচ্চৈঃস্থর কর ; হে য়িরাশালমের কন্যে, আনন্দ ১. কর ও তাবৎ মনের সহিত আহলাদ কর । কেননা পরমেশ্বর তোমার দণ্ড দূর করবেন, তিনি তোমার শজুকে বহির্গত করিবেন, ও ইস্রায়েলের রাজা পরমেশ্বর তোমার মধ্যে থাকিবেন, তাহাতে তুমি ১৯ আর অমঙ্গলের দর্শন পাইব না। “ তুমি ভয় করিও না, এই কথা যিরশালম্কে, ও তোমার হস্ত শিথিল না হউক, এই কথা সিয়োনকে সেই ১৭ দিনে কহ যাইবে। তোমার মধ্যস্থিত প্রভূ পরমেস্বর বলবান ; তিনি পরিত্রাণ করিবেন, ও তোমার বিষয়ে আনন্দ করিবেন, ও তোমাতে প্রেমাসক্ত হইবেন, ও গানদ্বারা তোমার বিষয়ে উল্লাস করি হগয় । [১ অধ্যায়। BBB S BBBBS BBBBB BS BBBBB BBBBBS S স্থিত হয়, ও তোমার সহভাগী হইয়া অপমান রূপ ভারে ভারগুস্ত হয়, তাহাদিগকে আমি একত্র করিব। এবং যাহারা তোমাকে দুঃখ দেয়, দেখ, সেই সময়ে অামি তাহাদিগকে দণ্ড দিব, ও খঞ্জাকে উদ্ধার করিব, ও দূরীকৃতদিগকে একত্র করিব ; এবং তাহারা যে ২ দেশে অপমানগ্রস্তু হইয়াছে, সেই সকল দেশে আমি তাহাদের যশ ও সুখ্যাতি করিব । সেই দিনে আমি তোমাদিগকে একত্র করিয়া আনিব, কেননা পরমেশ্বর কহেন, আমি যে সময়ে তোমাদিগকে প্রকাশরুপে + বন্দিত হইতে মুক্ত করিব, তৎকালে পৃথিবীস্থ তাবৎ লোকের মধ্যে তোমাদিগকে সুখ্যাতি ও যশের পাত্ৰ করিব।

  • (ব) গান। I (ইকু তোমাদের সাক্ষাতে।

হগয়ের ভবিষ্যদ্বাক্য। ১ অধ্যায়। S YB LL B BBBB BBBS BBBB BBBB DDBDDD প্রতি অলুযোগ ৭ ও মন্দিরের নিৰ্ম্মাণ করিতে পৃবৃত্তি দেওন ১২ ও ঈশ্বরের সহায়তার পুতিজ্ঞবৈাক্য। " দীর রাজের অধিকারের দ্বিতীয় বৎসরে ষষ্ঠ মাসের প্রথম দিনে হগয় ভবিষ্যদ্বক্তাদ্বারা পরমেস্বরের এই কথা যিহুদার অধ্যক্ষ শলতীয়েলের পুত্র সিরুবাবিল ও যিহোষাদকের পুত্র যেগুয় মহাযাজকের প্রতি উপস্থিত হইল । ২ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, এই লোকের কহে, সময় অর্থাৎ পরমেশ্বরের মন্দির গৃন্থনের উপযুক্ত ও সময় উপস্থিত হয় নাই। কিন্তু হগয় ভবিষ্যদ্বক্তার প্রতি পরমেশ্বরের এই কথা উপস্থিত হইল ; ৪ হে লোক সকল, এই মন্দিরের অরণ্যাবস্থার সময়ে কি তোমাদের অাপন ২ সুসজ্জিত গৃহে বাস করা উচিত । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, * তোমরা আপন ২ আচরণ * বিবেচনা কর। তোমরা অনেক বপন করিলেও অল্প সঞ্চয় কর, এবx ভোজন করিঙ্গেও তৃপ্ত হও না, ও পান করিলেও আপ্যায়িত হও না, ও বস্ত্র পরিধান করিলেও কেহ উষ্ণ হও না, এবং যে জন বেতন পায়, সে ছিদ্রবিশিষ্ট এক থলিয়াতে তাহ রাখে। সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, তোমরা ৭ আপন ২ অচিরণ বিবেচনা কর। পরমেশ্বর কহেন, ৮ তোমরা পৰ্ব্বতে যাইয়া কাষ্ঠ আনিয়া এই মন্দির নির্মাণ কর,তাহাতে আমার তুটি জন্মিবে ও আমার মহিমা বৃদ্ধি পাইবে। তোমরা যাহার প্রচুরতার = অপেক্ষা করিলা, তাহ অম্প হইল, ও যাহা গৃহে সঞ্চয় করিলা, তাহার উপরে অামি ফু দিলাম। সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, আমার এই গৃহ অরণ্যময় হওনের সময়ে তোমরা প্রত্যেক জন আপন ২ গৃহে যাইতেছ, এই জন্যে তোমাদের উপরিস্থ আকাশের শিশির নিবারিত হয়, ও ভূমির উৎপন্ন দ্রব্য নিবারিত হয়। কেননা আমি দেশ ও পৰ্ব্বত ও শস্য ও দ্রাক্ষারস ও তৈল প্রভৃতি ভূমিতে উৎপন্ন বস্তু এবং মনুষ্য ও পন্ত ও হস্তকৃত তাবৎ কার্যের উপরে আসিতে অনাবৃষ্টিকে অস্থিান করিলাম। তখন শলষ্ঠীয়েলের পুত্র সিরুল্লাবিল ও যিহোষাদকের পুত্র যেশুর মহাযাজক ও অবশিষ্ট লোক > * ১ অধ্য ; ১] हेमु १ 0S DS DD SDS SS S tt SLSS SBS S BB BSBSS00 BB BBSS AAA SL0S K LL [৯-১১] প ও । হগ ২ ; ১৫-১৭।–[১৪] দ্বি ২৮ ; ২৩ l-[১২-১৫] ইস্কু • ; A,v» l! 830

  • (ሻ) ጓu !