পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ ৩২ ঐশ্বৰ্য্য অপহরণ করিব, এবং রথ ও রথারূঢ়দিগকে উলটাইব, এবং অশ্ব ও অশ্বারূঢ় লোকেরা ২৩ আপন ২ ভুতার খড়গে পতিত হইবে । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, হে শলতীয়েলের পুত্র আমার সিথরিয়। দাস সিরুল্লাবিল, আমি সেই দিনে তোমাকে গ্রহণ করিয়া এক মুদ্রাস্বরূপ করিব, ইহা পরমেশ্বর কহেন ; কেননা অামি তোমাকে মনোনীত করুিলাম, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর ইহাও কহেন। সিথরিয়ের ভবিষ্যদ্বাক্য। ১ অধ্যায় । ৯ পাপের জন্যে গোদ করিতে ভবিষ্যদ্বক্তার বিনয়ুবর্ণক্য ৭ ও অশ্বগণের দৃষ্টান্ত ১২ ও ফিকশলযস্থ লোকদের পুতি ঈশ্বরের সাৰ্ব্বনাদায় প্রতিজ্ঞ ১৮ এবং চারি শৃদ্ধ ও শিল্পকৰ্ম্মকারিদের দৃষ্টান্ত কথা। দারার অধিকারের দুই বৎসর অষ্টম মাসে পরমেশ্বরের এই কথা ইন্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সিখরিয় ভবিষ্যদ্বক্তার নিকটে উপস্থিত হইল । পরমেশ্বর তোমাদের পূর্বপুরুষদের প্রতি বড় বিরক্ত হইয়াছিলেন । অতএব তুমি এই লোকদিগকে কহ, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, তোমরা আমার প্রতি ফির, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের এই আজ্ঞ1; তাহা করিলে আমিও তোমাদের প্রতি ফিরিব, ইহা সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন। পূৰ্ব্বকালীয় ভবিষ্যদ্বক্তৃগণ তোমাদের পূৰ্ব্বপুরুষদিগকে আস্থান করিয়া কহিল, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, তোমরা আপন ২ কুপথ ও কুক্রিয়াহইতে বিমুখ হও ; কিন্তু পরমেশ্বর কহেন, তাহারা তাহা শুনিল না ও আমার প্রতি ও মনোযোগ করিল না ; অতএব তাহাদের ন্যায় তোমরা অচিরণ করি ও না । তোমাদের পুৰ্ব্বপুরুষেরা এখন কোথায়? ও ভবিষ্যদ্বক্তৃগণ কি চিরজীবী ? কিন্তু আমি আপন সেবক ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা যে ২ বাক্য ও যে ২ ব্যবস্থা প্রচার করিয়াiছ, তাহ কি তোমাদের পূৰ্ব্বপুরুষদের মধ্যে ফলে নাই ? ও তাহারা কি মন ফিরাইয়। ইহ। কহিল না, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর আমাদের আচার ও ব্যবহারানুসারে যেরূপ ফল দিতে মনস্থ করিয়াছিলো, আমাদের প্রতি তদ্রুপ করিলেন ?? ৭ অপর দায়ার অধিকারের দ্বিতীয় বৎসরে শিবাট নামক একাদশ মাসের চতুৰ্ব্বিংশতি দিনে > R o o o পরমেশ্বরের কথা ইন্দোর পৌত্র বেরিখিয়ের পুত্ৰ সিথরিয়ের নিকটে উপস্থিত হইল। আমি রাত্রিতে নিরীক্ষণ করিয়া নিমনভূমিতে রোপিত মেন্দিবৃক্ষের মধ্যে দণ্ডায়মান রক্তবর্ণ অশ্বে আরূঢ় এক জনকে দেখিলাম, তাহার পশ্চাৎ রক্তবর্ণ ও বিচিত্র ও শ্বেতবর্ণ অন্য অশ্ব ছিল। তখন আমি কহিলাম, হে আমার প্রভো, ইহারা কে ? তাহাতে আমার সঙ্গে আলাপকারি দূত আমাকে কহিল, ইহার কে, তাহ অামি তোমাকে ড্যাত করব। পরে মেন্দিবৃক্ষের মধ্যে দণ্ডায়মান ব্যক্তি কহিলেন, পরমেশ্বর পুথিবীতে ইতস্ততে ভূমণ করিতে ইহাদিগকে পাঠাইয়াছেন। তখন তাহারা মেন্দিবৃক্ষের মধ্যস্থিত পরমেশ্বরের দূতকে কহিল,আমরা পৃথিবীতে ইতস্ততে ভূমণ করিয়া দেখিলাম, তাবৎ পৃথিবী সুস্থির ও বিশ্রান্ত আছে । তখন পরমেশ্বরের দূত কহিলেন, হে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর,তুমি যিহুদার যে যিরশালম প্রভৃতি নগরের প্রতি সন্তরি বৎসর পর্যন্ত ক্রোধ প্রকাশ করিতেছ, সেই নগরের প্রতি দয়া করিতে কত কাল বিলম্ব করিব ? তখন আমার সহিত আলাপকারি দূতকে পরমেশ্বর উত্তম সান্তুনাদায়ি বাক্য কহিলেন। পরে আমার সহিত আলাপকারি দূত আমাকে কহিল,তুমি উচ্চৈঃস্বরে এই কথা প্রচার কর,সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, আমি যিরশালম ও সিয়োনের নিমিত্তে মহা উদ্যোগে উদ্যোগী হইব। ও সুখাভিলাষি অন্যদেশীয়দের প্রতি বড় ক্রুদ্ধ হইব কেননা আমি (আপন লোকের প্রতি) অলপ বিরক্ত হইলে তাহার সেই দুঃখের বৃদ্ধি করিল। অতএব পরমেশ্বর এই কথা কহেন, আমি সদয় হইয়া ঘিরশালমে ফিরিয়া যাইব । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর ফহেন, তাহার মধ্যে S BBS K DD S SD DD S0 SASK BBB SSSSSS BBS BBS BBS BBS BBSJS0000 দ1 2 3 ১১-১৩ ৷—[৮] প ১১ ৷ मिथl ७ ; २-१ । ध्न ७ ; ১-৮ – ১২] প ও : ১০ । ২ ব° ৩৬ ; ২০,২১ — ১৩] যিার ২৯ s 832 যিশ ৪৭ ; ৬ ।—[১৬, ১৭] সি ২ ; ১,১০, ১২ । ৮ ; ৩_।(- ه ; l wدfH [8 د]-ـــ-II ۰ د [১ অধ্যায়। o o