পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায়।] তোমার পুত্র কি কন্যা কি দাস কি দাসী কি পশু কি ১১ দ্বারবৰ্ত্তি বিদেশী, কেহ কোন কাৰ্য্য করিও না। কেননা পরমেশ্বর আকাশ ও পৃথিবী ও সমুদু ও তন্মধ্যস্থ তাবৎ বস্তুকে ছয় দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন, এই নিমিত্তে পরমেশ্বর বিশ্রাম দিনকে বর দিয়া পবিত্র করিলেন। আর তুমি আপন পিতা মাতাকে সন্তুম কর, তাহাতে তোমার প্রভু পরমেশ্বর তোমাকে যে দেশ দেন, সেই দেশে তোমার দীর্ঘকাল আয়ু হইবে। নরহত্যা করিও ১. না। পরদার করিও না। চুরি করিও না। আপন ১৬ প্রতিবাসির বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য দিও না। আপন * s প্রতিবাসির গৃহে লোভ করিও না; এবং আপন প্রতিবাসির ভাষাতে কি দাসেতে কি দাসীতে কি গোরুতে কি গাধাতে কি তোমার প্রতিবাসি লোকের কোন বস্ততে লোভ করিও না । তখন সকল লোক মেঘগৰ্জ্জন ও বিদ্যুৎ ও তুরীর শব্দ ও ধূমযুক্ত পৰ্ব্বত দেখিল, এবং দেখিলে পর পৃথক ১৯ হুইয়া দূরে দাড়াইল; এবং মূসাকে কহিল,তুমি আমাদের সহিত কথা কহ, তাহা আমরা শুনিব; কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না কহুন, নতুবা আমরা ২• মরিব । তাহাতে মূসা লোকদিগকে কহিল,ভয় করিও না; তোমাদের সম্মুখে যেন ঈশ্বরের প্রতি ভয় থাকে ও পাপ যেন না কর, এই জন্যে ঈশ্বর তোমাদের পরীক্ষা ২ ১ লইতে আইলেন। তখন লোকের দূরে দাড়াইয়। রহিল ; কিন্তু যে স্থানে ঈশ্বর ছিলেন, মূসা সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করিল। অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইস্রায়েল বংশকে এই কথা কহ, আমি আকাশে থাকিয়া তোমাদের সহিত আলাপ কহিলাম,ইহা আপনারা দেখিলা। ২৩ অতএব তোমরা আমার সাক্ষাতে রূপ্যময়ী প্রতিমা করিও না, এব^ আপনাদের নিমিত্তে স্বর্ণময়ী প্রতিমাও করিও না। তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদি নির্মাণ কর, এব^ তাহার উপরে হব্যের ও মঙ্গলের নৈবেদ্য রাখ, এবণ মেষগবাদি উৎসগ কর। আমি যে ২ স্থানে আপন নাম স্মরণ করাইব, সেই ২ স্থানে তোমার নিকটে ২৫ আসিয়া তোমাকে আশীৰ্ব্বাদ করিব। এবং যদি তুমি আমার নিমিত্তে প্রস্তরের বেদি নির্মাণ কর, তবে খোদিত প্রস্তুরেতে তাহ নিৰ্মাণ করিও না, কেননা তাহাতে ২৬ অস্ত্ৰাঘাত করিলে সে অপবিত্র হইবে। আর আমার বেদির উপরে যেন তোমার নগ্নতা দৃষ্ট না হয়, এই জন্যে তুমি তাহার উপরে সোপানদ্বারা উঠিও না । > R. 2 yo > x. x 8. যাত্রাপুস্তক l ২১ অধ্যায় । ১ দণসদের বিষয়ে ব্যবস্থা ৭ ও দণসীদের বিষয়ে ব্যবস্থ ৯২ ও নরহত্যণর কথা ১১ ও নরচেীর্যের কথা ১৭ ও পিতাযণতাকে শাপ দেওনের কথা ৯৮ ওআtঘণত বিষয়ের ব্যবস্থা ২০ ও দণ্ডদ্বারা দাস দাসীর পতি আীঘণতের ব্যবস্থা ২২ ও গর্ভবতীর পুতি আঘাতের ব্যবস্থ ২৬ ও দাস দাসীর পুতি পুহারের ব্যবস্থ। ২৮ এ গোবর অপঘণতের ব্যবস্থল ৩৩ ও গণিতের বিষয়ে ব্যবস্থা ৩৫ ও গোবর পুতি আীঘণতের ব্যবস্থা । অপর তুমি তাহাদিগকে এই সকল ব্যবস্থা দেও। কেহ ইব্রীয় দাস ক্রয় করিলে সে ছয় বৎসর সেবা করিয়া সপ্তম বৎসরে বিনা মূল্যে মুক্ত হইয় প্রস্থান করিবে। সে যদি একাকী * আইসে, তবে একাকী * যাইবে; আর যদি বিবাহিত হইয়া আইসে, তবে তাহার স্ত্রীও তাহার সহিত বাহির হইবে। কিন্তু যদি তাহার প্রভূ তাহার বিবাহ দিয়া থাকে, এবং সেই স্ত্রীহইতে পুত্র ও কন্যা জন্মিয় থাকে, তবে ঐ স্ত্রী ও তাহার বালকগণ তাহার প্রভূর অধিকার হইবে, ও সে একাকী বাহির হইয়া যাইবে। কিম্বা আমি আপিন প্রভুকে এবং স্ত্রী ও বালকগণকে বড় ভাল বাসি, আমি মুক্ত হইয়া যাইব না, এমত কথা যদি ঐ দাস সপষ্টরূপে বলে , তবে সেই প্রভূ তাহাকে বিচারকত্তার নিকটে লইয়া যাইবে, এবং তাহাকে দ্বারের কিম্বা পাশ্বস্থ কাষ্ঠের নিকটে আনিয় তাহার প্রভূ গুজিদার। তাহার কর্ণে ছিদ্র করিবে ; তাহাতে তাহাকে চিরকাল সেবা করিতে হইবে। আর কেহ যদি আপন কন্যাকে দাস্যক্রিয়া করাইতে বিক্রয় করে, তবে সে দাসগণের ন্যায় মুক্ত হইতে পারিবে না। আর যদ্যপি তাহার প্রভূ তাহাকে বিবাহ করিতে প্রতিজ্ঞা করিলেও তাঁহার প্রতি অসন্তুষ্ট । হয়, তবে সে তাঁহাকে মুক্ত হইতে দিবে; কিন্তু তাহার প্রতি প্রবঞ্চন করাতে অন্য জাতিদের কাছে বিক্রয় করণের অধিকার পাইবে না। কিম্বা সে প্রভূ যদি আপন পুত্রের সহিত তাহার বিবাহ দিতে প্রতিজ্ঞা করে, তবে সে তাহার প্রতি কন্যার ন্যায় ব্যবহার করিবে। কিম্বা সে যদি অন্য স্ত্রীর সহিত তাহাকে বিবাহ দেয়,তথাপি তাহার অন্ন ও বস্ত্রের এবং স্ত্রী পুরুষের ব্যবহারের জুটি করিতে পারিবে না। যদ্যপি এই তিন কর্মের ক্রুটি করে, তবে সে দাসী বিনা মূল্যে মুক্ত হইয়। যাইবে। আর কেহ যদি প্রহার করিতে ২ কোন মনুষ্যকে বধ করে, তবে সে বধ্য হইবে। যদি সে মারিতে গুপ্ত হইয়া না থাকে, কিন্তু তাহার হস্তদ্বারা দৈবাৎ& তাহার S 0S SS SS BB SS LS SSSS DDS DD S GGGG SS00SSS00SS SDDDS S BBB S BBS LSBBS BB BSBBSBS S B S S S S S B BBS SSS LLSSSSAAAAAASDS D SDDDD DB BBS BBB LL SeeeSDS Dg gSggSgSB SSS0SSSS LLSa DDS JJSBB DDSSLLLSS BBBBS BBSBBS S BBB S S B S SBBSS SBBSS BB DDS BBSDggS SB BBB BBS B S S B S S BSS SBSS SBS BBBBBS SBBBBBBSS SBBSS BB BBBBB BBB BBSS SBBSS BBB BBBBB BB BBBB BBBS %) с о > R.

vo