পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- 8 o'

  • পরিধান করিবে না। কিন্তু প্রত্যেক জন কহিবে, আমি ভবিষ্যদ্বক্ৰী নহি, কৃষিলোক ; বালককালা৯ বধি স্বামির ক্রীত দাস অffছ। তবে তোমার হস্তে এই ক্ষত কি ? এই কথা কেহ তাহাকে জিজ্ঞাসা করিলে সে উত্তর করিবে, আমি বন্ধুর বাটীতে ষে ক্ষত বিশিষ্ট হইলাম, এ সেই ক্ষত ।

সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, হে খড়গ, তুমি আমার মেষপালকের অর্থাৎ আমার সদৃশ ব্যক্তির বিরুদ্ধে জাগ্ৰং হওঁ ; মেষপালককে পুহার কর, তাহাতে মেষেরা ছিন্নভিন্ধ হইয়া যাইবে ; আমি ক্ষুদ্রগণের প্রতি আপন হস্ত পুনৰ্ব্বার বিস্তারিত করিব। পরমেশ্বর কহেন, সে দেশের দুই অংশ লোক উচ্ছিন্ন হইয়া মরিবে ; কিন্তু তৃতীয় অংশ লোক তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে। আমি সেই তৃতীয়াংশ লোককে অগ্নির মধ্যদিয়া অনিয়া রূপার ন্যায় পরিষ্ণকৃত করিব, ও সুবর্ণের ন্যায় পরীক্ষা করিব, তাহারা আমার নামে প্রার্থন করিবে ; তাহাতে অামি তাহাদের প্রার্থনা শুনিয়া তাহাদিগকে কহিব, তোমরাই অামার লোক ; এবং তাহারা কহিবে, পরমেশ্বরই আমাদের প্রভূ । ১৪ অধ্যায় । S LDBBDDBB BBBB B BBBB BBB BBDDD BBB BB এ যিহদীয় ও অন্যদেশীয়দের যুক্তির কথা ২০ ও সেই যুক্তিম্বারা সকলের পবিত্রত হওল । দেখ, পরমেশ্বরের দিন আসিতেছে ; তাহাতে তোমার মধ্যে তোমার সম্পদ লুটিত হইয় বিভক্ত হইবে । কেননা আমি তাবৎ দেশীয় লোকদিগকে ষিরুশামের নিকটে যুদ্ধার্থে সংগ্ৰহ করিব; তাহাতে নগর পরহস্তগত হইবে, ও গৃহের দ্রব্য লুটিত হইবে, ও স্ত্রীগণ বলাৎকৃত হইবে, এবং নগরের অক্টেক লোক বন্দী হইয়। অন্য দেশে যাইবে ; কিন্তু অবশিষ্ট লোকের নগর হইতে উচ্ছিন্ন হইবে না। তখন পরমেশ্বর নির্গত হইয়া যুদ্ধfদনের ন্যায় যুদ্ধ করিয়া সেই অন্যদেশীয় লোকদের সহিত যুদ্ধ করিবেন । সে দিনে তিনি ষিরুশালমের পূৰ্ব্বদিগের সন্মুখস্থ জৈতুন নামক পৰ্ব্বতের উপরে দাড়াইবেন ; তাহাতে জৈতুন পৰ্ব্বতের মধ্যদেশ পূৰ্ব্বপশ্চিমে বিদীর্ণ হইবে ; এবং তাহার মধ্যে মহাউপত্যক হওয়াতে পৰ্ব্বতের অৰ্দ্ধেক উত্তরদিগে ও অৰ্দ্ধেক দক্ষিণদিগে স্থানান্তর হইবে। তখন তোমরা অামার পৰ্ব্বতের সেই উপত্যকার মধ্যে পলায়ন করিব1, কেননা পৰ্ব্বতের সেই উপত্যক আংসল পৰ্য্যন্ত হইবে ; যিহুদার রাজা উষিয়ের অধিকার সময়ে > >

"బ్రి সিখরিয়৷ ভূকম্প হইলে তোমরা যেমন পলায়ন করিলা তেমন পলায়ন করিব ; আমার প্রভু পরমেশ্বর আপন তাবৎ পুণ্যবান লোককে সঙ্গে লইয়া আসিবেন। সে দিনে নক্ষত্রাদির কিরণ নিস্তেজ হইলে আলো হইবে না। সে দিন এক ও পরমেশ্বরের বিদিত ; সেই দিন দিবসের কি রাত্রির ন্যায় হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। সে দিনে যিরশালমের মধ্যহইতে অমৃত জল নিৰ্গত হইবে, তাহার অৰ্দ্ধেক পূৰ্ব্বসমুদ্রের দিগে ও অৰ্দ্ধেক পশ্চিমসমুদ্রের দিগে যাইবে ; তাহা গ্রীষম ও শীতকালে থাকিবে । পরমেশ্বর তাবৎ পৃথিবীর উপরে রাজা হইবেন ; সে দিনে পরমেশ্বর অদ্বিতীয় হইবেন, এবং তাহার নামও অদ্বিতীয় হইবে। তিনি গেব| অবধি ঘিরশালমের দক্ষিণস্থ রিমোন পৰ্য্যন্ত তাবৎ দেশ রূপান্তর করিয়া সমভূমির সদৃশ করিবেন, এবং বিনয়ামীনের দ্বার অবধি পূৰ্ব্বদ্বারের স্থান অর্থাৎ কোণের দ্বার পর্যন্ত, এবং হননেলের দুর্গ অবধি রাজার দ্রাক্ষযিন্ত্র পর্য্যন্ত নগর উন্নত হইয়া বসতিতে পরিপূর্ণ হইবে। এবং লোকের তাহার মধ্যে বাস করিবে ; সে আর কখনো শাপগুস্ত হইবে না, কিন্তু ষিরুশালম বসতিতে পরিপূর্ণ হইয়া নিরাপদে থাকিবে। এবং যে সকল লোক যি রূশালমের বিরুদ্ধে যুদ্ধ করিবে, পরমেশ্বর তাহাদের প্রতি এইরূপ বিপদ ঘটাইবেন, তাহাদের দণ্ডায়মান সময়ে প্রত্যেকের মাথস ক্ষয় পাইবে,ও চক্ষু কোটরে ক্ষীণ হইবে, ও মুখে জিহ্বা ক্ষয় পাইবে । সে দিনে পরমেশ্বর তাহাদের মধ্যে মহাকোলাহল জন্মাইবেন ; তাহারা প্রত্যেক জন আপন ২ প্রতিবাসির হস্ত ধরিবে, ও বন্ধুলোকের বিরুদ্ধে হস্ত উঠাইবে । এবং যিহুদাও fষরুশালমে যুদ্ধ করিবে, ও চতুৰ্দ্দিকস্থিত অন্যদেশীয় স্বর্ণ ও রূপ ও বস্ত্ৰাদি ধন বাহুল্যরূপে একত্র করা যাইবে। এবং অশ্ব ও অশ্বতর ও উষ্ট ও গন্ধভ প্রভৃতি শিবিরেতে যত পশু থাকিবে, তাহাদের ঐরূপ বিপদের ন্যায় বিপদ ঘটিবে। ষিরুশালমের প্রতিকূলে আগত সকল দেশীয়দের মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, তাহারা বৎসর ২ সৈন্যাধ্যক্ষ রাজা পরমেশ্বরের ভজনা করিতে ও আবাসের পর্ব পালন করিতে অসিবে। এবং পৃথিবীর তাবৎ বংশের মধ্যে যাহারা সৈন্যাধ্যক্ষ রাজা পরমেশ্বরের ভজনা করিতে ষিরূশালমে আসিতে সন্মত হইবে না, তাহাদের উপরে কিছু বৃষ্টি হইবে না । এবং মিসরদেশীয় ব৪ শ যদি না আইসে ও উপস্থিত না হয়, তবে LS L B S LLSSS BBS BBS BBS BBS BBS BSBB LSBYJSJ BB BBS SS eeS BB BBBBS BB BSBS S BB BSBS S BB BS BB BB BS 0S0 DD S 000 cS GDD S DD D SDD DDSS DD BAAA AAAA SAAAAS0S0S ABB BBS AAA LSAAAAAA 840 যিস্থি ৩৮ ; ২১ ॥—[১৫] প ૨૨ –[૭] যিশ ৬৬ ; ২৩ । লে ২৩ ; ৩৩-৪৩ ॥—[১৭] যিশ ৬০ ; ১২ ৷৷ [১৪ অধ্যায়। 3.