পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়।] তাহাদের উপরে বৃষ্টি হইবে না ; কেননা আবাসের পৰ্ব্ব পালন করিতে অনাগমনকারিদিগকে পরমেস্বর যে দুৰ্গতি দেন, তাহাদিগকেও তদ্রুপ দুৰ্গতি ১৯ দিবেন। আবাসের পর্ব পালন করিতে অনাগমনকারি মিস্ট্রীয় প্রভৃতি অন্যদেশীয় লোকদের এই রূপ দণ্ড হইবে । সে দিনে অশ্বগণের ঘণ্টার উপরে পরমেশ্বরের R • মলাথি । to-8? উদ্দেশে পবিত্র - এই বাক্য লিখিত হইবে,এবং বেদির সম্মুখস্থিত পাত্রের ন্যায় পরমেশ্বরের মন্দিরের তাবৎ হস্তী পবিত্র হইবে। এবং ফিরুশালম ও যিহুদা । দেশের তাবৎ হওঁী সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের উদ্দেশে পবিত্র হইবে ; এবং যাজকের অাসিয়া তাহা লইয়া তাহাতে পাক করিবে ; সেই দিনে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের মন্দিরে কিনানীয় লোক আর থাকিবে না। [૨ °] 11 રક્ત ; ૭૭ যিশ ২৩ ; t-II) x - 3 & 4 it মলাথির ভবিষ্যদ্বাক্য। ১ অধ্যায় । ৯ ইদুয়েন্ত্ৰ লোকদের অকৃতজ্ঞ তার বিষয়ে ভবিষ্যদ্বক্তার নিবেদন ৬ এ তাহীদের অবমু বিষয়ক কথ। । ১ মলখির * দ্বারা ইস্রায়েলের প্রতি পরমেশ্বরের ২ ভবিষ্যদ্বাক্য। পরমেশ্বর কহেন,আমি তোমাদিগকে প্রেম করিলাম ; কিন্তু তোমরা কহ, “তুমি কিসে আমাদিগকে প্রেম করিলা?” এবং পরমেশ্বর কহেন, এষৌ কি যাকুবের ভুতি নয় ? তথাপি আমি যাকুও বকে প্রিয় পাত্র + ডান করিলাম ; কিন্তু এষেীকে আপ্রিয় পাত্র | জ্ঞান করিয়া তাহার পর্বতকে অরণ্যময় করিলাম, এবং তাহার অধিকারকে • বন্য সপগণের বাসস্থান করিলাম। আর “আমরা এখন দরিদ্র হইয়াছি বটে, কিন্তু উচ্ছিন্ন স্থান পুননির্মাণ করিব,” ইদোম যদি এমত কহে, তবে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, তাহারা পুননির্মাণ করিবে বটে, কিন্তু আমি তাহা ভঙ্গ করিব ; এবথ তাহার। দুষ্ট দেশ’ ও ‘ঈশ্বরের নিত্য ক্ৰোধপাত্ৰ ’ • এই দুই নামে বিখ্যাত হইবে। এবং তোমরা চক্ষুদ্বারা তাহ দেখিবা, ও ‘ইস্রায়েলের সীমার এ পারে ওপারে পরমেশ্বর মহিমাপ্রাপ্ত হন, ইহা ও কহিবা । শু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন,হে অামার নামাবডাকারি যাজকগণ, পুত্র পিতাকে ও দাস প্রভুকে সন্তুম করিয়া থাকে; কিন্তু আমি যদি পিতা, তবে আমার সভূম কোথায়? ও আমি যদি প্রভু,তবে আমার প্রতি তোমাদের ভয় কোথায় ? তথাপি তোমরা কহিয়া থাক, আমরা কিসে তোমার নাম অবজ্ঞা ৭ করি ? (দেখ,) তোমরা অামার যজ্ঞবেদির উপরে অপবিত্র খাদ্য নিবেদন করিয়া থাক ; তথাপি তোমরা বল,”আমরা কিসে তোমাকে অপবিত্র করি?? পরমেশ্বরের বেদি | তুচ্ছনীয়, এই কথাদ্বারা তাহা করিয়া থাক সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, যজ্ঞের ৮ নিমিত্ত্বে অন্ধ পশুকে উৎসগ করা কি তোমাদের দোষ হয় না ? এবং খঞ্জ ও রোগি পস্তকে উৎসর্গ করা কি তোমাদের দোষ হয় না ? তোমরা ইহা আপনাদের অধ্যক্ষের কাছে উৎসর্গ কর ; সে কি তাহাতে তুষ্ট হইবে ও তোমাদিগকে গ্রাহ্য করিবে ? এখন বিনয় ৯ করি, অামাদের প্রতি অনুগৃহ করিতে পরমেশ্বরের কাছে পুথিন কর । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, তোমরা যদি এই প্রকার করিয়া থাক, তবে আমি ২ কি তোমাদিগকে গ্রাহ্য করিব ? (বিনা- • লাভে) দ্বার রুদ্ধ এ করে, তোমাদের মধ্যে এমত কে আছে ? এবং অামার যজ্ঞবেদির উপরে বিনালাভে তোমরা অগ্নি স্থাপন কর না ; সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, তোমাদিগেতে আমার কিছু তুষ্টি হয় না; অতএব আমি তোমাদের হস্তের নৈবেদ্য গ্রাহ্য করিব না । তথাপি সুৰ্য্যের উদয়াচল অবধি আস্তা- । চল পৰ্যন্ত অন্যদেশীয়দের মধ্যে আমার নাম গৌরবান্বিত হইবে, ও প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপ ও পবিত্ৰ নৈবেদ্য উৎসৃষ্ট হইবে ; সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন,অন্যদেশীয়দের মধ্যে অামার নাম গৌরবান্বিত হইবে। কিন্তু পরমেশ্ব- ১২ রের বেদি অপবিত্র,ও তাহার নিবেদিত খাদ্য তুচ্ছনীয়, এই কথা কহিয়া তোমরা আমার নাম অবজ্ঞা করিতেছ। এবং - এই কর্ম কেমন ক্লেশদায়ক P ও ইহা কহিতেছ ; সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, তোমরা তাহা তুচ্ছড়ান ** করিতেছ, এবং লুটিত ও খঞ্জ ও পীড়িত পশুকে আমার নৈবেদ্যার্থে আনিয়া S BBB SBBSS SBBSS SBBSS BB BB BB BBS BB SBB BBS BB SBB BS SSBG ~ 2 : ; ২৫ –[১১] গ্ৰী ১১৩ ; ৩। S SBBBS BBBB BBBB SBBk BBSBBS BBSBBS BB 0 BBS BBB S SBBBBB BB BBBBB BB BBB BB BB BB BBBBB BBBB BBBB BB BBS BBBBBBB BBB BBB BB BBBB BBBS (ইবু) নাসিক বিকৃত ।