পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ মৃত্যু হয়, তবে যে স্থানে পলাইতে পার, এমত স্থান ১৪ তোমার নিমিত্তে নিরূপণ করিব । কিন্তু কেহ কপটতা করিয়া আপন প্রতিবাসিকে প্রহার করিতে দুঃসাহস করিলে তাহাকে বধ করিতে আমার বেদির নিকট১৫ হইতেও লইয়া যাইবা । এর কেহ আপিন পিতাকে কিম্বা মাতাকে প্রহার করিলে সেও বধ্য হইবে। আর কেহ মনুষ্যকে চুরি করিয়া বিক্রয় করিলে যদি তাহার অধিকারে তাহাকে পাওয়া যায়, তবে তাহারও প্রাণদণ্ড হইবে। কেহ আপন পিতাকে কি মাতাকে শাপ দিলে সে বধ্য হইবে । অীর বিবাদ করিয়া এক জন অন্যকে * প্রস্তুরাঘাত কিম্বা মুষ্ট্যাঘাত করিলে,সে যদি না মরিয়া শয্যাগত ১৯ হইয়া পশ্চাৎ উঠিয়া অবলম্বন করিয়া বেড়ায়, তবে সে প্রহারক মুক্তি পাইবে; কিন্তু তাহার কর্ম ক্ষতির + ও চিকিৎসার ব্যয় তাহাকে দিতে হইবে। আর কেহ আপন দাসকে কিম্বা দাসীকে ষষ্টিদ্বারা প্রহার করিলে সে যদি তাহার হস্তদ্বারা মরে, তবে সে ২১ অবশ্য দণ্ডনীয় হইবে। কিন্তু এক কিম্বা দুই দিন সে যদি বাচে, তবে সে দণ্ডাহ হইবে না, কেননা সে মূল্যদ্বারা ক্রীত আছে। আর কেহ বিবাদ করিয়া কোন গৰ্ত্তবর্তী স্ত্রীকে প্রহার করিলে যদি তাহার গর্ভপাত হয়, কিন্তু পরে অার কোন আপত্তি না হয়, তবে সে ঐ স্ত্রীর স্বামির অভিপ্রায়ানুসারে দণ্ডিত হইয়া বিচারকত্তাদের সাক্ষাতে ২৩ দণ্ডের অর্থ দিবে। কিম্বা যদি কোন আপত্তি ঘটে, ২৪ তবে তাহার প্রাণের পরিশোধে প্রাণ, ও চক্ষুর পরিশোধে চক্ষু, ও দন্তের পরিশোধে দন্ত, ও হস্তের ২৫ পরিশোধে হস্ত, ও চরণের পরিশোধে চরণ, ও দাহনের পরিশোধে দাহন, ও ক্ষতের পরিশোধে ক্ষত, ও প্রহারের পরিশোধে প্রহার দণ্ড হইবে। আরি কেহ আপন দাস কিম্বা দাসীর চক্ষুতে আঘাত করিলে যদি তাহা নষ্ট হয়, তবে তাহার চক্ষুনাশের ২৭ জন্যে তাহাকে মুক্তি দিতে হইবে। এবং আঘাতদ্বারা আপন দাস কিম্বা দাসীর দন্ত ভগ্ন করিলে পর ঐ দন্তের জন্যে তাহাকে মুক্ত করিতে হইবে। আর গোরু কোন পুরুষ কিম্বা স্ত্রীকে শৃঙ্গাঘাত করিলে সে যদি মরে, তবে ঐ গোরু প্রস্তুরদ্বারা বধ্য হইবে, এবং তাহার মাংস অখাদ্য হইবে ; কিন্তু ২১ গোরুর স্বামী দপ্তাহ হইবে না। ঐ গোরু পূৰ্ব্বে শৃঙ্গাঘাত করিলে যদি তাহার স্বামিকে ইহার প্রমাণ দত্ত হয় এবং সে তাহাকে বন্ধন না করাতে কোন পুরুষকে কিন্তু স্ত্রীকে বধ করে, তবে সে গোরু প্রস্তর দ্বারা うや > * > * 2. o 象之

2 bo যাত্রাপুস্তক l [২২ অধ্যায় । বধ্য হইবে ; এবথ তাহার স্বামীও বধ্য হইবে। যদ্যপি তাহার প্রাণের নিমিত্তে প্রায়শ্চিন্ত নিরূপিত ৩০ হয়, তবে সে প্রাণ মুক্তির নিমিত্তে তাবৎ নিরূপিত মূল্য দিবে।সে গোরু যদি কাহারে পুত্রকে কি কন্যাকে ৩১ শৃঙ্গাঘাত করে, তবে ঐ বিধি অনুসারে তাহার দণ্ড হইবে। আর সে গোরু যদি কাহারো দাস কিম্বা ও ই দাসীকে শৃঙ্গাঘাত করে,তবে সে তাহাদের প্রভুকে ত্রিশ শেকল রূপ দিবে,কিন্তু গোরু প্রস্তুরদ্বারা বধ্য হইবে। আর কেহ যদি গৰ্ত্ত খুদে, এবং গন্ত খনন করিয়া ৩৩ তাহার আচ্ছাদন না করে,তবে তাহার মধ্যে কোন গোরু কিম্বা গাধা পড়িলে সেই গন্তের স্বামী তাহদের স্বামিকে ৩৪ রূপ্য মূল্য দিবে, কিন্তু ঐ মৃত পন্ত তাহার হইবে। আর এক লোকের গোরু অন্য লোকের গোরুকে ৩৫ শৃঙ্গাঘাত করিলে সে যদি মরে, তবে তাহারা জীবৎ গোরুকে বিক্রয় করিয়া তাহার মূল্য দুই অংশ করিবে, এবং ঐ মৃত গোরু দুই অংশ করিয়া লইবে। কিন্ড ৩৬ গোরু পূৰ্ব্বে শৃঙ্গাঘাত করিত, ইহার যদি প্রমাণ হয়, তথাপি তাহার স্বামী তাহাকে না বাধে, তবে সে তাহার পরিবত্ত্বে অন্য গোরু দিবে, কিন্তু ঐ মৃত গোরু তাহার হইবে। ২২ অধ্যায় । ১ চেীর্য বিষয়ে ব্যবস্থা ৫ ও হানি করণ বিষয়ে ব্যবস্থা ৭ ও সয়=িপত বস্তু বিষয়ে ব্যবস্থা ১০ ও সমৰ্পিত পশু বিষয়ে ব্যবস্থ ১৪ ও গণের বিষয়ে ব্যবস্থা ১১ ও ব্যভিচারি বিষয়ে ব্যবস্থা ৯৮ ও দণইনীর বিষয়ে ব্যবস্থা ১৯ ও পশু শৃদর বিষয়ে ব্যবস্থা ২০ ও দেবপজ বিষয়ে ব্যবস্থা ২১ ও বিদেশী ও বিধবা ও পিতৃহীনের বিষয়ে ব্যবস্থা ২৫ এবং মুন ও ৰন্ধক বিষয়ে ব্যবস্থা ২৮ ও বিচার কৰ্ত্তাদের বিষয়ে ব্যবস্থা ২৯ ও পু যজীত হলের বিষয়ে ব্যবস্থা ৩১ ও জিন্ন য়শংস ভোজনের নিষেব । আর কেহ গোরু কিম্বা মেষ & চুরি করিয়া বধ কিম্বা বিক্রয় করিলে এক গোরুর পরিশোধে পাঁচ গোরু ও এক মেষের পরিশোধে চারি মেষ তাহাকে দিতে হইবে। আর চোর সিদ্ধ কাটিয়া ধরা পড়িলে কেহ ২ যদি তাহাকে বধ করে, তবে সে নরহত্যা পাপী হইবে না। কিন্তু যদি সুৰ্য্যোদয় হইলে বধ করে, তবে ৩ সে নরহত্য পাপী হইবে, আর চোর পরিশোধ করিবে ; কিন্তু যদি তাহার হস্তে কিছু না থাকে, তবে চৌৰ্য্য হেতুক সে বিক্রীত হইবে। এবং গোরু কিম্বা গৰ্দ্দভ কিম্বা মেষাদি চৌর্য্য বস্তু যদি চোরের হস্তে জীবৎ পাওয়া যায়, তবে তাহাকে তাহার দ্বিগুণ দিতে হইবে। আর কেহ যদি অন্যের ক্ষেত্র কিম্বা দ্রাক্ষাক্ষেত্র গোরুকে খাওয়ায়, এব^ আপন পশু ছাড়িয়া দিলে

e SAAAAAAS BBS BBS BBS LS BSBBSBS S BB BSBSS00 BSS SB DDS DDS S0S [২৩-২৫] লে ২৪ ; য ২৬ ; ১৫ –[২২ অব্য ; ৪ ] প ১, ৭। SBSSBS L D 0SAAS0 BS BBS BBS LS ggASAS A SAS S S gg S BBS BBS BBS BBS

  • বো) পুতিবাসিকে (ইলু) বিশুীযের ৷ (ইস্ত্র) পুতিলপুপ্তি $ (র) জীণ ।