পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ অধ্যায়।] বক্সের অন্তে ষোড়ের মুখে যেমন নীলবর্ণ ঘুণ্টিঘর থাকিবে, তেমনি অন্য ব্যবধানবস্ত্রের অন্তে ঘোড়ের মুখেও থাকিবে । প্রথম ব্যবধানবস্ত্রের অন্তে পঞ্চাশ ঘুণ্টিঘর করিব, এবং যোগ করণাথে অন্য ব্যবধানবস্ত্রের অন্তে পঞ্চাশ ঘুণ্টিঘর করিব1; তাহাতে উভয় ও ঘুণ্টিঘরাদ্বারা একত্র বন্ধ হইবে এবং পঞ্চাশ স্বর্ণ ঘুণ্টি করিয়া পরস্পর ঘুণ্টিতে ব্যবধানবস্ত্র সকল বদ্ধ করিব1; তাহাতে এক আবাস প্রস্তুত হইবে । ৭ আর ঐ আবাসের উপরে আচ্ছাদনের নিমিত্তে ছাগলোমজাত একাদশ ব্যবধানবস্ত্র প্রস্তুত করি বা । ৮ তাহার প্রত্যেকের দীর্ঘতা ত্ৰিশ হস্ত ও প্রস্থতা চারি হন্ত ; এই একাদশ ব্যবধানবস্ত্র এক পরিমাণ হইবে । ২ পরে পাঁচ ব্যবধানবস্ত্র পরসপর ষোড় দিয়া এক স্থানে রাগিব; এবং অন্য ছয় ব্যবধানবস্ত্র অন্য স্থানে রাখিবা, এবং ঐ ছয় ব্যবধানবস্ত্র দোহারা করিয়া ২• তাম্বুর সমুখে রাখিবা । এবং প্রথম ব্যবধানবস্ত্রের অন্তে যোড়ের মুখে পঞ্চাশ ঘুণ্টিঘরা করিবা, এবং ভয়ে ঘোড়া দিতে দ্বিতীয় ব্যবধানবস্ত্রের অন্তে ঘোড়ের মুখেও পঞ্চাশ ঘুণ্টিঘরা করিব। পরে পিত্তলের পঞ্চাশ ঘুণ্টি করিয়া ঘুণ্টিঘরাতে তাহ প্রবেশ করাইয়া আবাসের বস্ত্র একত্র করিব1; তাঁহাতে তাহা এক তাস্তু ১২ হইবে। ঐ তাম্বুর ব্যবধানবস্ত্রের যে অংশ, অর্থাৎ যে অন্ধ ব্যবধানবন্ত্র আবাসের অবশিষ্ট থাকিবে, তাহা ১ও পশ্চাৎ পাশ্বে লম্বমান থাকিবে। এবং তাম্বুর ব্যবধানবন্ত্রের দীর্ঘতার যে অRশ এ পাশ্বে এক হন্ত ও পাশ্বে এক হস্ত অতিরিক্ত থাকিবে, তাহা অাবাসের এ দিগে ও ১৪ দিগে আচ্ছাদনার্থে ঝুলিয়া থাকিবে। পরে তুমি মেষের রক্তীকৃত চৰ্মেতে তাম্বুর এক আচ্ছাদন করিব, এবথ তাহার উপরে তহশের চর্মেতে এক আচ্ছাদন করিবা। পরে তুমি আবাসের নিমিত্তে শিটীম কাষ্ঠের উচ্চ১৬ স্থারি তত্তল প্রস্তুত করিব। ঐ তক্ত দশ হস্ত দীর্ঘ ও দেড় হন্ত প্রস্থ হইবে। তাহার সমুখাসম্মুখি দুই পদ করিব1; এইরূপে আবাসের সকল ভক্ত প্রস্তুত করিব। ১৮ এবথ আবাসের নিমিত্তে তক্ত করিব, অর্থাৎ দক্ষিণ ১৯ দিগে দক্ষিণ পাশ্বের নিমিত্তে বি৭ শতি তক্তা। এবথ সেই বিংশতি তক্তার নীচে চল্লিশ রূপার চুঙ্গি করিব ; এক তক্তার নীচে তাহার দুই পদের নিমিত্তে দুই চুঙ্গি, এবং অন্য ২ তক্তার নীচেও তাঁহাদের দুই ২ পদের ২• নিমিত্তে দুই ২ চুঙ্গি হইবে। এবং আবামের অন্য পাশ্বের নিমিত্তে উত্তর দিগে বিংশতি তত্তল হইবে। ২১ এক তক্তার নীচে দুই চুঙ্গি ও অন্য ২ তক্তার নীচেও ২২ দুই ২ ছঙ্গি ; তাহাতে চল্লিশ রূপার চুঙ্গি হইবে। এবং আবাসের পশ্চিম পাশ্বের নিমিত্তে ছয় খান তক্ত > & যাত্রাপুস্তক। 4% দিব। এবং আবাসের পশ্চাৎ ভাগের দুই কোণে দুই ২৩ খান তক্ত দিবা । এবং তাহার নীচে যোড় দিবা, এব^ ২৪ সেইরূপ তাহার মাতায় এক বলয়েতে যুড়িব ; এই রূপে তাহী উভয়ের জন্যে হইবে; তাহা দুই ২ কোণের নিমিত্তে হইবে। তাহাতে তাহার তক্ত আটখান ২৫ হইবে, ও তাহার রূপার চুঙ্গি ষোলখান হইবে ; এক তক্তার নীচে দুই চুঙ্গি ও অন্য ২ তক্তার নীচে দুই ২ টুঙ্গি হইবে। - আর তুমি শিটীয় কাষ্ঠের বাতা প্রস্তুত করিয়া আবা- ২৬ সের এক পাশ্বের তক্তাতে পাঁচ বাতা, ও অন্য পাশ্বের ২৭ তক্তাতে পাঁচ বাতা, এবং আবাসের পশ্চিম পাশ্বের তক্তার পশ্চাৎভাগে পাচ বাত দিব। এবং মধ্যস্থ বাতা ২৮ ভক্তার এক মুড় অবধি অন্য মুড়া পৰ্য্যন্ত উপস্থিত হইবে। এবং ঐ তক্ত স্বর্ণেতে মুড়িবা, এবং বাতার স্থানে বাত ২২ রাখিবার জন্যে স্বর্ণ কড়া করিব, এবং বাতা স্বর্ণ দিয়া মুড়িবা। এইরূপে পৰ্ব্বতে তোমাকে যে আবাসের ৩• আকার দেখান গেল, তদনুসারে তাহ প্রস্তুত করিব। আর তুমি নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্রের ? দ্বারা এক বিচ্ছেদবস্ত্র প্রস্তুত করিব ; তাহাতে বিচিত্র কিন্ধবগণের আকৃতি থাকিবে। এবং তাহী স্বর্ণেতে “ মুড়িয়া শিটীয় কাষ্ঠের চারি স্তম্ভের উপরে খাটাইবা, এবং রূপার চারি চুঙ্গি ও উপরে স্বর্ণের আঁকড়া থাকিবে । এবং ঘুণ্টির নীচে বিচ্ছেদবস্ত্র টাঙ্গাইয় সে ৩৩ বস্ত্রের মধ্যে সাক্ষ্যরূপ সিন্দুক আনিবা; তাহাতে সে বিচ্ছেদবস্ত্র পবিত্র স্থানের ও অতিপবিত্র স্থানের মধ্যে ভেদক হইবে। এবং সাক্ষ্যরূপ সিন্দুকের উপরে ৩৭ অতিপবিত্র স্থানে আবরণ রাখিবা। বিচ্ছেদবস্ত্রের ৩৫ বাহিরে মেজ রাখিবা, ও আবাসের দক্ষিণ দিগে মেজের সম্মুখে দীপবৃক্ষ রাখিবা ; এবং উত্তর দিগে মেজ রাখিবা । এব^ আবাসের দ্বারের নিমিত্তে ৩৬ নীলবর্ণ ও ধূম্রবণ ও রক্তবর্ণ পাকান সূত্র নির্মিত চিত্র বিচিত্র এক আচ্ছাদনবস্ব করিবা। ঐ আচ্ছাদনৰস্ত্রের ৩৭ নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচ স্তম্ভ নির্মাণ করিবা, এবং তাহ স্বর্ণে মুড়িয় স্বর্ণদ্বারা তাহার আঁকড়া করিবা, এবথ তাহার নিমিত্তে পিত্তলের পাঁচ চুঙ্গি করিব। ২৭ অধ্যায় । ১ ৰেদি নিৰ্ম্মাণের বিবি ১ ও আবাসের পূরণের কথা ৯৮ ও পুদণের পরিযাণ ২০ ও তৈলের বিধি । অপর তুমি শিটীম কাষ্ঠীদ্বারা পাঁচ হস্ত দীর্ঘ ও পাঁচ ১ হস্ত প্রস্থ ও তিন হস্ত উচ্চ চতুষ্ণেকাণ এক বেদি নির্মাণ করিব এবং তাহার চারি কোণের উপরে চুড়া করিব, ২ এবং সেই চুড়া বেদির একাংশ হইবে, এবং তাহ পিৰলেতে মুড়িবা। এবথ ভস্ম রাথিবীর এক ভস্মধার ৩ SBBS B BBS BBS BJ LS00 S00S S LSS0S S BBS BBSBB it—[৩০] ২৫ ; ১, ৪০ —[৩১,৩২] ৩৬ ; ৩৫, S LS ggggS BBSBBS BB BSBS S BBS DDDS ই ১০ ; ১৯-২২ –[৩৪]যা ২৫ ; ২১ –[৩৫] ৪০ ; ২২-২৫ –[৩৬,৩৭] ৩৬ ; ৩৭, ৩৮ ৷৷ [২৭ অব্য ; ১-৮] যা ৩৮; ১-৭ । যিহি ৪৩ ; ১৩-১৭ ৷৷