পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

or করিব, এবথ তাহার হাতা ও কুণ্ড ও ত্ৰিশূল ও অগ্নি৪ পাত্র করিবা ; এই সকল পিত্তলদ্বারা করিবা। এবথ জালের ন্যায় পিত্তলের এক ঝাজরী করিবা, এবথ তাহার উপরে চারি কোণে চারি কড়া প্রস্তুত করিব । এই সকল বেদির বেড়ের নীচে রাখিবা, এবং বাজরী ৬ অধো অবধি বেদির মধ্য পৰ্য্যন্ত থাকিবে। আর বেদির নিমিত্রে শিটীম কাষ্ঠের সাইঙ্গ করিবা,এবথ এই সকল পিত্তলে মুড়িবা। এবং তাহ বহনার্থে বেদির দুই ৮ পাশ্বের উপরে কড়ার মধ্যে ঐ সাইঙ্গ দিবা। এবথ তাহা তক্তাদ্বারা ফাপা করিব1; এই পৰ্ব্বতে তোমাকে যাহা ২ দেখান গেল, সেইরূপ করিব । ১ অার অাবাসের প্রাঙ্গণ করিয়া তাহার দক্ষিণদিগে পাকান সূত্র নির্মিত ব্যবধানবস্ত্ৰ দিবা ; তাহার ১• এক দিগের দীর্ঘতা এক শত হস্ত হইবে । তাহার বিংশতি স্তন্ড ও পিত্তলের বিংশতি চুঙ্গি হইবে, এবং ১১ জ্ঞস্তের আঁকড়া ও শলাকা রূপার হইবে। তদ্ভিন্ন উত্তর পাশ্বে এক শত হস্ত দীর্ঘ ব্যবধানবস্ত্ৰ হইবে,এবথ তাহার বিংশতি স্তন্ড ও পিত্তলের বিংশতি চুঙ্গি হইবে; এবং স্তম্ভের আঁকড় ও শলাকা রূপ্যেতে হইবে । ১২ আর প্রাঙ্গণের প্রস্থতার নিমিত্তে পশ্চিম দিগে পঞ্চাশ হস্ত ব্যবধানবস্ত্র ও তাহার দশ স্তম্ভ ও দশ চুঙ্গি ১৩ করিব । এবং প্রাঙ্গণের প্রস্থতা পূৰ্ব্বদিগে পঞ্চাশ হস্ত ১ ৪ হইবে। এবং এক দিগে পোনের হস্তু ব্যবধানবস্ত্র ১৫ ও তিন স্তন্ড ও তিন চুঙ্গি হইবে। এবং অন্য দিগেও পোনের হস্ত ব্যবধানবস্ত্র ও তিন স্তন্ড ও তিন চুঙ্গি ১৬ হইবে। আর প্রাঙ্গণের দ্বারের নিমিত্তে নীলবর্ণ ও সুবর্ণ ও রক্তবর্ণ এবং পাকান সুত্ৰেতে শিল্প কর্ম বিশিষ্ট বিংশতি হস্ত এক আচ্ছাদনবস্ত্র, ও চারি স্তম্ভ ১৭ ও চারি চুঙ্গি হইবে। এবং প্রাঙ্গণের চতুৰ্দ্দিগস্থিত স্তম্ভ সকল রূপাতে মণ্ডিত হইবে, ও তাহার আঁকড়া রূপ্যময় ও চুঙ্গি পিত্তলময় হইবে। প্রাঙ্গণ এক শত হস্ত দীর্ঘ ও সৰ্ব্বত্র পঞ্চাশ হস্তু প্রস্থ ও পাঁচ হস্ত উচ্চ, এবং সকল পাকান সূত্ৰেতে কৃত, ও ১১ তাহার পিতলের চুঙ্গি হইবে। এবং আবাসের তাবৎ সেবা বিষয়ক পাত্র ও খিল ও প্রাঙ্গণের সকল খিল পিত্তলময় হইবে। অার নিত্য ২ প্রদীপ জবালিয়া অালে করণার্থে তোমার নিকটে নির্মল ও আলোড়িত জিত তৈল অা২১ নিতে ইস্রায়েলের সন্তানগণকে কহিবা। এবং মণ্ডলীর আবাসের সাক্ষ্যরূপ সিন্দুকের সম্মুখস্থিত বিচ্ছেদবস্ত্রের বাহিরে হারোণ ও তাহার পুত্ৰগণ সন্ধ্যাবধি প্রাতঃকাল পৰ্য্যন্ত পরমেশ্বরের সম্মুখে তাহার নিরূপণ করিবে, ও ইসুয়েল বংশের পুরুষানুক্রমে এই বিধি থাকিবে। ২৮ অধ্যায়। ১ হারে ও তাহীর পুত্রদের বিষয়ে যাজকত্বপদ নিরূপণ > グ R e যাত্রাপুস্তক। [২৮ অধ্যায় । S BBBBB BB BBB BBB BBB BB BBB বজের কথা ১৫ ও বিচাররূপ বুকপাটার কথা ৩ ও ওরীয় ও তুৰ্ম্মীয়ের কথা ৩১ ও এলেদের নীলবৰ্ণ বক্সের কক্ষ ৩৬ ও শুষ্ণীষের কয় ৩৯ ও ওড়নী ও শুষ্ণীষ ও কটিবন্ধনের BS L 0 S 0 BBBBB BBBB BBBBBB BBB BB LS পরে তুমি ইস্রায়েল বংশের মধ্যহইতে আপন ভাত হারোকে ও তাহার সঙ্গে তাহার পুত্ৰগণকে অর্থাৎ নাদবকে ও অবহুকে ও ইলয়াসরকে ও ঈথামরকে আমার সম্মুখে যাজন কর্ম করাইতে আপনার নিকটে লইব । আপন ভাত হারোণের ঐশ্বর্ঘ্যের ও শোভার স্থা নিমিত্তে পবিত্র বস্ত প্রস্তুত করিব। আর আমি যাহাঁদিগকে বোধ শক্তিতে পূর্ণ করিলাম, সেই সকল বুদ্ধিমান লোকদিগকে আমার কাছে যাজন কর্ম করণার্থে ও হারোণকে পবিত্র করিতেও তাহার বস্ত্র প্রস্তুত করিতে আজ্ঞা দিব। এবং বুকপাট ও এফেদি ও পরিধেয় ৪ ও বিচিত্র উড়নী ও উষ্ণীষ ও কটিবন্ধ, এই সকল বস্ত্র তাহারা প্রস্তুত করিবে ; এবং আমার সাক্ষাতে যাজন কর্মের জন্যে তোমার ভুতি হারোণের ও তাহার পুত্রগণের নিমিত্তে তাহারা পবিত্র বস্ত্র প্রস্তুত করিবে। অপর তাহার স্বর্ণজরি এবং নীলবর্ণ ও ধূম্রবণ ও " রক্তবর্ণ পাকান সূত্ৰ লইবে, এবং সে স্বর্ণজরি ও নীল- ৪ বর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্ৰেতে ও শিল্প কর্মেতে এফোদ বস্ত্র প্রস্তুত করিবে। এবং তাহার ৭ দুই স্কন্ধে ও দুই পাশ্বে তাহ যুক্ত হইবে, এবং এফো- ৮ দের বন্ধনাথে যে চিত্রিত কম থাকে, তাহা তদবস্ত্রানুসারেই হইবে, ফলতঃ স্বৰ্ণেতে এবং নীলবণ ও ধূম্ৰবৰ্ণ ও রক্তবর্ণ পাকান সূত্রেতে হইবে। পরে তুমি ৯ দুই হারৎমণি লইয়া তাহার উপরে ইস্রায়েল বংশের নাম খুদিবা। এবং তাঁহাদের জাত্যনুসারে এক মণির ১০ উপরে ছয় নাম, ও অন্য মণির উপরে অবশিষ্ট ছয় নাম খুদিবা । এবং মণির উপরে শিল্পকর্ম ও মুদ্রা ১১ খুদনের ন্যায় ইস্রায়েল বংশের নাম খুদিবা, এবং তাহা স্বর্ণস্থালীতে বদ্ধ করব। এবং ই সুরেল বংশের ১২ স্মরণ করাইবার জন্যে তুমি সে দুই মণি এফোদ বন্ত্রের উপরিভাগে রাখিব ; তাহাতে হারোণ স্মরণার্থে ১৩ পরমেশ্বরের সম্মুখে আপনার দুই স্কন্ধে তাহাদের নাম বহিবে। এবং তুমি স্বর্ণস্থালী করব; তাহার আগ্নে ১৪ নির্মল স্বর্ণদ্বারা পাকান দুই শৃঙ্খল করিয়া সেই পাকান শৃঙ্খল স্থালীতে বদ্ধ করিব। এবং শিল্প কর্মেতে বিচার রূপ বুকপাট করিবা, ১৫ অর্থাৎ এফোদের কর্মানুসারে স্বর্ণ ও নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণ পাকান সূত্র দ্বারা তাহ প্রস্তুত করিব। তাহা চতুষ্কোণ ও দোহারা হইবে ; তাহার ৬ দীর্ঘত এক বিঘত ও প্রস্থত এক বিঘত হইবে। এবণ, ১৭ o o [v] यl २० ; २६ ॥ २७ ; ७० il-[s->v] ov; s-os ll–[x », « »] (5 x 8 ; ১-৪।-[২১] যা ২৬ ; ৩৫ ৷৷ CS BBBS BB SLLLSK BBSS 0S0S SS0LSS0S0S S SLLLS0S S SS0SS SS L