পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-o বস্ত্র ও এফোঁদ ও বুকপাট লইয়া হারোণকে পরিধান করাইবা ও এক্ষোদের বিচিত্র কটিবন্ধনে তাহাকে বন্ধ ভ করিব। এব^ তাহার মস্তকে উষ্ণীষ দিয়া তাহার উপরে পবিত্র মুকুট দিবা। পরে অভিষেকাৰ্থ তৈল লইয়া তাহার মস্তকের উপরে ঢালিয়া তাহাকে অভি৮ ষেক করিবা। অনন্তর তুমি হারোণের পুত্রগণকে আনিয়া তাহাদিগকেও উড়নী ও বস্ত্র পরিধান করাইবা। ৯ এবং হারোকে ও তাহার পুত্রগণকে কটিবন্ধন বস্ত্র পরিধান করাইবা * ও তাঁহাদের মস্তকে উষ্ণীষ দিবা ; তাহাতে তাহার নিত্য ২ যাজকতা করিবে ; এই রূপে তুমি হারোকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব । ১• পরে তুমি মণ্ডলীর আবাসের সম্মুখে বাছুরকে আনাইলে হারোণ ও তাহার পুত্ৰগণ ঐ বাছুরের ১১ মস্তকে হস্তাপণ করবে। তখন তুমি মণ্ডলীর আবাসদ্বারের নিকটে পরমেশ্বরের সম্মুখে ঐ বাছুরকে ১২ বলিদান করিব। পরে তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া অঙ্গুলিদ্বারা বেদির চূড়ার উপরে দিব, এবং ও বেদির মূলেতে তাবৎ রক্ত ঢালিয়া দিবা। এবথ তাহার অন্ত্রেীপরিস্থিত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপলাবক ও দুই মেটিয়া ও তাঁহার মেদ লইয়াবেদিতে ১৪ হোম করিব। তদ্ভিন্ন বাছুরের মাংস ও তাহার চর্ম ও গোময় শিবিরের বাহিরে অগ্নিতে দগ্ধ করিব ; ইহা তোমাদের প্রায়শ্চিত্ত হইবে । অনন্তর তুমি এক মেষ আনিবা, এবং হারোথ ও তাহার পুত্ৰগণ ঐ মেষের মস্তকে হস্তপিপণ করিলে ১৬ তুমি সেই মেষকে বলিদান করিয়া তাহার রক্ত লইয় ১৭ বেদির উপরে চারিদিগে ছিটাইয়া দিবা । পরে মেষকে খণ্ড ২ করিয়া তাহার অন্ত্র ও পদ ধৌত ১৮ করিয়া খণ্ডের ও মস্তকের উপরে রাখিবা। এই রূপে তুমি বেদিতে সমস্ত মেষকে হোম করিলে তাহা পরমেশ্বরের হোম ও সুগন্ধি দ্রব্য, অর্থাৎ পরমে১৯ শ্বরের উদ্দেশে অগ্নিকৃত নৈবেদ্য হইবে। পরে তুমি অন্য মেষ লইবা, এবং হারোণ ও তাহার পুত্ৰগণ ঐ মেষের মস্তকে হস্তাপপণ করিলে পর তুমি ২০ সেই মেষ বলিদান করিয়া তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও তাহার পুত্ৰগণের দক্ষিণ কর্ণের প্রান্তে এবং তাহদের দক্ষিণ হন্তের অঙ্গুষ্ঠের উপরে ও দক্ষিণ পদের অঙ্গুষ্ঠের উপরে দিবা, এবং বেদির উপরে চতুদিগে রক্ত ছিটা২ ১ ইয়া দিবা। পরে বেদির উপরিস্থিত রক্তের ও অভিষেকাৰ্থ তৈলের কিঞ্চিৎ লইয়া হারোণের ও তাঁহার বস্ত্রের উপরে এবং তাহার সহিত তাহার পুত্রদের ও তাহা > g. LS D DJSBBSBS LSS0S S DDSBB 0 BB BBSS 00S LLS 0S 0S 0S Il-[3-381 লে ৮ ; 00S00 S LLS0 SBSSS SSS0S0SS DD LS0S S B S S BBeeAAA AAAASAAAA l-[১৫-১৮] লে ৮ : ; ইত্রে ৫, ২ tl–[२२-२४] (ल ध्; २२-७० it-[२२] ** १ t!-[९४-९ध्] (ल १ : b-రిఆ ! : o [ي د]-llه د - ۰ د ; د t د ٤-x د S LS00 S BBS BBS BBSBJJSAAA TJAAA AAAA SAAAAS BAA DDS 00 L

  • (ইব্র) বন্ধ করিব (ব) পুচ (ইত্ব) হন্তের তলে ।

যাত্রাপুস্তক। [২৯ অধ্যায়। দের বন্ত্রের উপরে তাহ ছিটাইয়া দিব ; তাহাতে সে ও তাহার বস্ত্র ও তাহার পুত্ৰগণ ও তাঁহাদের বস্ত্র পবিত্র হইবে। পরে তুমি সেই মেষের মেদ ও পশ্চাদ্ভাগ + ও ২২ অন্ত্রের উপরিস্থিত মেদ ও যকৃতের উপরিস্থিত অস্ত্রাপলাবক ও দুই মেটিয়া ও তাহার উপরিস্থ মেদ ও দক্ষিণ স্কন্ধ লইবা, কেননা সেই মেষ পবিত্রকারক হয়। পরে পরমেশ্বরের সন্মুখস্থিত তাড়ীশূন্য রুটির ২৩ চুপড়াহইতে এক রুটি ও তৈলমিশ্রিত এক পিষ্টকও এক সূক্ষম পিষ্টক লইয়া হারোণের ও তাহার পুত্ৰগণের ২৪ হস্তে দিয়া নিবেদনাৰ্থে পরমেশ্বরের সম্মুখে তাহ দোলাইবা । পরে তুমি তাহদের হস্তুহইতে তাহ ২৭ লইয়া পরমেশ্বরের সম্মুখে সুগন্ধি দৃব্যের জন্যে হোমবেদির উপরে তাহার কাছে হোম করিব ; ইহা পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত নৈবেদ্য হইবে। পরে তুমি হারোণকে পবিত্র করিতে মেষের বক্ষস্থল ইs লইয়া পরমেশ্বরের সম্মুখে দোলাইবা; সেই খণ্ডতোমার অংশ হইবে। পরে হারোণকে ও তাহার পুত্ৰগণকে ২৭ পবিত্র করিতে দোলনীয় নৈবেদ্য যে মেষের বুক দোলাইলা, এবং উত্তোলনীয় নৈৱেদ্য যে স্কন্ধ উত্তোলন করিলা, তাহা তুমি পবিত্র করিব। তাহাতে নিত্য ২৮ বিধিদ্বারা ইসুয়েল বখশহইতে তাহা হারোণের ও তাহার সন্তানগণের অধিকার হইবে ; কেননা তাহাই উত্তোলনীয় নৈবেদ্য ও ইস্রায়েল বংশের মঙ্গলার্থে নৈবেদ্যহইতে, অর্থাৎ পরমেশ্বরের উদ্দেশে তাহাদের উত্তোলনীয় দ্রব্যহইতে তাহা উত্তোলনীয় হইবে। হারোণের মৃত্যুর পর তাহার পবিত্র বস্ত্র তাহার পুত্র- ২২ গণের হইবে, ও তাহী পরিধান করিয়া তাহারা অভিষিক্ত ও শুচীকৃত হইবে। এবং যে জন তাহার পুত্রদের গুণ মধ্যে যাজক হইয়া মণ্ডলীর আবাসের মধ্যে পবিত্র স্থানে সেবা করিতে আইসে, সে সেই বস্ত্ৰ সাত দিন পরিবে। পরে তুমি সেই পবিত্রকারি মেষ মাংস লইয়া এক ৩৯ পবিত্ৰস্থানে পাক করিলে হারোণ ও তাহার পুত্ৰগণ ৩২ মণ্ডলীর আবাসদ্ধারে সেই মেষ মাংস ও চুপড়স্থিত সেই রুটি ভোজন করিবে। এব^ তাহাদের পবিত্ৰাহে ও শো- ৩৩ চার্থে যাহাদ্বারা প্রায়শ্চিত্ত হইল, তাহা তাহারা ভোজন করিবে ; কিন্তু কোন অন্যজাতি লোক তাহা ভোজন করিবে না, কারণ তাঁহা সকল পবিত্র বস্তু। আর ঐ ৩৪ পত্রিকারি মাংস ও রুটিহইতে যদি প্রাতঃকাল পৰ্য্যন্ত ন্ধিছ অবশিষ্ট থাকে, তবে তাহ অগ্নিতে দগ্ধ করিব, ভাস্থল কেহ ভোজন করিবে না; কারণ তাহা পবিত্র বস্তু। আমি তোমাকে এই যেরূপ আজ্ঞা করিলাম, এই রূপে ৩৭ তুমি হারোণকে ও তাঁহার পুত্ৰগণকে সাত দিবস পবিত্র