পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩০ অধ্যায়।] ৩৬ করিব । তাহাতে তুমি প্রায়শ্চিত্তের কারণ প্রতিদিন পাপার্থে বাছুর হোম করিব,এবং বেদির কারণ প্রায়শ্চিত্ত করিলে পর তাহা পরিষকার করিবা, এবং তাহা ৩৭ পবিত্র করিতে অভিষেক করিব। এব^ বেদির নিমিত্তে সাত দিন প্রায়শ্চিন্তু করিয়া তাহ পবিত্র করি বা ; তাহাতে বেদি অতি পবিত্র হইবে, এবথ বেদিতে যাহার সপশ হয়, সেও পবিত্র হইবে। ৩৮ আর তুমি নিত্য এক বর্ষীয় দুই মেষবৎসকে বেদির ৩১ উপরে হোম করিব ; দিনে ২ তাহার এককে প্রাতঃকালে উৎসর্গ করিব, ও অন্যকে সন্ধ্যাকালে উৎসর্গ • করিবা। এবং এক মেষশাবকের সহিত হিন পাত্রের চতুর্থাংশ আলোড়িত তৈলেতে মিশ্রিত সোল পাত্রের দশমাংশ ময়দা ও পানীয় দুব্যের কারণ হিনের চতু ১ থাৎশ দ্রাক্ষারস দিবা। পরে সন্ধ্যাকালে অন্য মেষবৎস উৎসর্গ করিব, এবং প্রাতঃকালের নৈবেদ্যানুসারে ও পানীয় নৈবেদ্যানুসারে পরমেশ্বরের কাছে সুগন্ধার্থে অর্থাৎ অগ্নিকৃত হোমার্থে তাহ নিবেদন ২ করিবা। আমি যে স্থানে তোমার সহিত আলাপ করিতে তোমাদের সহিত সাক্ষাৎ করিব,সেই মণ্ডলীর আবাসের দ্বার নিকটে তোমাদের পুরুষানুক্রমে পরমেশ্বরের সম্মুখে নিত্য ২ এই হোম করিব । সে স্থানে আমি ইস্রায়েল বংশের সহিত সাক্ষাৎ করিব, এবং আমার মহিমাতে আবাস পবিত্রীকৃত ৪ ৪ হইবে । অপর আমি মণ্ডলীর আবাস ও বেদি পবিত্র করিব,এবং আমার সেব করণার্থে হারোণকেও তাহার ** পুত্রগণকে পবিত্র করিব। এবং আমি ইস্রায়েল বংশের as মধ্যে বাস করিয়া তাহাদের ঈশ্বর হইব। তাঁহাতে আমিই তাঁহাদের প্রভু পরমেশ্বর তাহাদের মধ্যে বাস করুণার্থে মিসরদেশহইতে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছি, তাহ তাহারা জ্ঞাত হইবে ; আমিই তাহাদের প্রভু পরমেশ্বর। ৩০ অধ্যায় । ৯ স্বপবেদির কথা ১১ ও লোকদের গণনা সযয়ে প্রায়শ্চিত্তের কথা ১৭ ও পিত্তলের পূক্ষালনপাত্রের কথা ২২ ও পবিত্র তৈলের কাn ৩৪ ও সুগন্ধি দুব্যের কথা । আর তুমি ধ্রুপ জালাইতে শিটীম কাষ্ঠের এক বেদি ২ নির্মাণ করিব। তাহ এক হস্ত দীঘ ও এক হস্তু প্রস্থ চতুষ্কোণ হইবে, এবং দুই হস্ত উচ্চ হইবে, এবং ও তাঁহার উপরে চুড়া হইবে। এবং তাহার উদ্ধ ভূমিস্ট ও চারি পাশ্ব ও চুড়া নির্মল স্বর্ণেতে মুড়িবা,এবং তাহার 総 ● যাত্রাপুস্তক l b-> চারি দিগে স্বর্ণের নিকাল করিব । এবথ তাহার ৪ নিকালের নীচে দুই কোণের নিকটে স্বর্ণের দুই কড় করিয়া বহনাথে তাহার মধ্যে সাইঙ্গ করিব । এবং ঐ ৫ সাইঙ্গ শিটীম কাষ্ঠীদ্বারা নির্মাণ করিয়া স্বর্ণ দিয়া মুড়িব । এবং আমি যে স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, সেই সাক্ষ্যরূপ সিন্দুকের আবরণের সম্মুখে সাক্ষ্যরূপ সিন্দুকের নিকটস্থ বিচ্ছেদবস্ত্রের অগ্নদিগে তাহ রাখিবা। এবং হারোণ প্রতি প্রভাতে ৭ তাহার উপরে সুগন্ধি ধূপ & জালাইবে ; সে প্রদীপ পরিষ্কার করণ সময়ে তাহার উপরে ধুপ জালাইবে। এবঞ্চ সন্ধ্যাকালে | প্রদীপ জালন** সময়ে হারোণ ধুপ জালাইবে,অর্থাৎ তোমাদের পুরুষানুক্রমে পরমেশ্বরের সম্মুখে নিত্য ২ ধূপ জালাইবে। তোমরা তাহার ৯ উপরে অন্য ধূপ কিম্বা হবনীয় বস্তু কিম্বা অন্য নৈবেদ্য উৎসগ করিব না, ও তাহার উপরে পানীয় নৈবেদ্য ঢালিব না। এবং হারোণ বৎসরের মধ্যে এক বার তাহার চুড়ার উপরে পাপার্থে প্রায়শ্চিত্তের রক্ত দিয়া প্রায়শ্চিত্ত করিবে, এবং তোমাদের পুরুষানুক্রমে বৎসরের মধ্যে তাহার উপরে এক বার প্রায়শ্চিত্ত করিবে; এই বেদি পরমেশ্বরের দৃষ্টিতে অতি পবিত্র হয়। অপর পরমেশ্বর মূসাকে এই কথা কহিলেন,তোমার ইসুয়েল বংশের সংখ্যা করিতে তাহাদিগকে গণনা করণ সময়ে যেন তাঁহাদের মধ্যে কোন ব্যাঘাত নী হয়, এই জন্যে গণনা সময়ে প্রত্যেক জন পরমেশ্বরের কাছে আপন ২ প্রাণার্থে প্রায়শ্চিত্ত করবে। তাহাতে ১৩ যে কেহ গণনীয়ের মধ্যে আসিবে, সে পবিত্র স্থানের শেকলনুসারে অন্ধ শেকল দিবে; বিংশতি গেরাতে এক শেকল ণ হয়, ও সে পরমেশ্বরের নৈবেদ্য হইবে । যে কেহ গণনীয়ের মধ্যে আইসে, সে বি৭ শতি বৎসর বয়স্ক কিম্বা তাহার অধিক বয়স্ক হউক, পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য করবে। যে সময়ে লোকেরা তোমাদের প্রাণের জন্যে প্রায়শ্চিত্ৰ করিতে পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য দেয়, তৎকালে ধনবান অন্ধ শেকলের অধিক 14 দিবে না,এবং দরিদু তাহাহইতে নূ্যন && দিবে না। পরে তুমি ইস্রায়েল বংশহইতে প্রায়শ্চিত্তের রূপ লইয়া মণ্ডলীর আবাসের সেবার্থে তাহা নিরূপণ করিব,তাহ পরমেশ্বরের সম্মুখে তোমাদের প্রাণের প্রায়শ্চিত্তের নিমিত্তে ইসায়েল বংশের স্মরণের কারণ হইবে। s g অপর পরমেশ্বর মূসাকে কছিলেন, তুমি প্রক্ষালন [৩৬,৩৭] যা ৩০ ; ২৬-২৯ –[৩৭]য ২৩ ; ১৮-২০ –[৩৮-৪২]গ ২৮, ৩-৮ u-[8२, ४ ७] यो २०; २२ !!--[१०] 8 °; ०8, ;৪৬] যা ২৫ ; ৮ । লে ২৬; ১১-১৩ । ২ ক ৬-১৮ i وه 8]--il **- به د : وه ټة [8 8]--llهها [७० ऽाठr ; २-००] यो ७१ ; २०-२४ It-[७] २९ ; २२,२२ it-[१,"] २१ ; *२ ॥ ९२ * ** n–[a] : » ; • il-[o e]tai S0 A LLSABB BBSDSDg B BBSBB SBBB BBSS S S S iि • ; ०१-२२ ॥t-[* ७] ९ इri SeeSS LLS SSBSS B gJSSL0 DDSDSDD S S B S S BBBB S SBBBS BBSBBS BB SBBBS BBSBBS DDDB BBBS SSSBBS BB BBBBBB মব্যে । **(ব) স্থাপন অর্থাৎ এক টাকা । }} () বৃদ্ধি ১১ (ইবু) স্লাস ।