পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ অধ্যায় ।] দিনে যে কেহ কর্ম করিবে, সে অবশ্য হত হইবে। ১৬ ইস্রায়েল বংশ নিত্য নিয়মার্থে পুরুষানুক্রমে মান্য কর১৭ ণের জন্যে বিশ্রামদিন পালন করিবে। তাহা আমার ও ইস্রায়েল বংশের মধ্যে এক নিত্য চিহ্ন স্বরূপ হইবে, কেননা পরমেশ্বর ছয় দিনে আকাশমণ্ডলের ও পুথিবীর সৃষ্টি করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিয়া আপ্যায়িত হইলেন। পরে তিনি সীনয় পৰ্ব্বতে তাহার সহিত কথা সাঙ্গ করিয়া সাক্ষ্যরূপ দুই প্রস্তর *, অর্থাৎ ঈশ্বরের অঙ্গুলিদ্বারা লিখিত দুই প্রস্তুর মূসাকে দিলেন। ৩২ অধ্যায়। ১ মূসার অসাক্ষাতে লোকদের হারোকে স্বর্ণ পুতিয নিৰ্ম্মাণ করাওন ৭ ও ঈশ্বরের ক্রোর্থ ও মুসার নিবেদন ১৫ ও দুই পুস্তর হন্তে লইয়ণ পৰ্বতহইতে মূসার নীযন ১৯ ও দুই পুস্তর ভাদন ও ৰাজুর নষ্ট করণ ২১ ও হারোণের নিবেদন কয় ২৫ এ দেবপূজকদের বব করণ ৩০ এ পরয়েশ্বরের পুতি মূসার নিবেদন ও পরমেশ্বরহইতে ওত্তর । ১ অনন্তর পর্বতহইতে নামিতে মূসার বিলম্ব দেখিয়া লোকেরা হারোণের নিকটে একত্র হইয়া তাহাকে কহিল, উঠ,আমাদের অগ্রসর হইয়া যাইতে আমাদের নিমিত্ত্বে দেবতা নির্মাণ কর, কেননা মিসরদেশহইতে আমাদিগকে বাহির করিয়া আনিল যে মুসা, তাহার ২ কি দশ ঘটিল, তাহা আমরা জানি না। হারোণ তাহাদিগকে কহিল, তবে তোমরা আপন ২ স্ত্রীদের ও পুত্রগণের ও কন্যাদের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার ৩ কাছে আন । তাহাতে লোকেরা তাহাদের কর্ণহইতে সুবৰ্ণ কুণ্ডল সকল খুলিয়া হারোণের নিকটে আনিলে ৪ সে তাহাদের হস্তুহইতে তাহ লইয়া ছাচে ঢালিয়া শিল্পের অস্ত্রদ্বারা খুদিয়া এক বাছুর নির্মাণ করিল, তখন লোকের কহিল, হে ইস্রায়েল বংশ, যে দেবতা মিসরদেশহইতে তোমাকে বাহির করিয়া আনিল, সে এই। এবং হারোণ তাহ দেখিয় তাহার সম্মুখে এক বেদি নির্মাণ করিল, এবং কল্য পরমেশ্বরের উদেশে ৬ মহোৎসব হইবে,এই ঘোষণা করিল। তাহাতে লোকেরা পরদিনে প্রত্যুষে উঠিয়া হোম উৎসর্গ করিল, এবং মঙ্গলার্থে নৈবেদ্য অনিল, এবথ লোকেরা ভোজন পান করিতে বসিল ; পরে ক্রীড়া করিতে উঠিল। তখন পরমেশ্বর মূসাকে কহিলেন,তুমি নামিয়া যাও, কেননা তুমি মিসর হইতে যে লোকদিগকে বাহির করিয়া ৮ অনিল, তাহারা ভুষ্ট হইয়াছে। এবং আমি তাহাদিগকে যে পথের বিষয়ে আজ্ঞা দিলাম, তাছাহইতে o bo যাত্রাপুস্তক। b-o তাহারা শীঘ্ৰ বহির্ভূত হইল,ফলতঃ তাহারা আপনাদের নিমিত্তে এক ছাঁচে ঢাল বাছুর নির্মাণ করিয়া তাহার পূজা করিল,এবং তাহার কাছে বলিদান করিয়া কহিল, হে ইস্রায়েল বংশ,যে দেবতা মিসরদেশহইতে তোমাকে বাহির করিয়া অনিল, সে এই। অপর পরমেশ্বর ৯ মূসাকে আরো কহিলেন, আমি এই লোকদিগকে দেখিলাম ; দেখ, ইহারা অতিশয় অবাধ্য। অতএব ১০ তুমি ক্ষান্ত হও, আমি তাহাদের প্রতিকুলে ক্রোধ প্রডারলিত করিয়া তাহাদিগকে বিনষ্ট করিব, কিন্তু তোমাকে বড় জাতির মূল করিব। তাহাতে মুসা আপন প্রভু ১১ পরমেশ্বরের নিকটে + বিনয় করিয়া কহিল, হে পরমেশ্বর, তুমি যে আপন লোকদিগকে মহাপরাক্রম ও বাহুবলেতে মিসরদেশহইতে বাহির করিল, তাহদের প্রতিকুলে কেন ক্রোধ প্রজবলিত কর ? তিনি অশুভের ১২ নিমিত্তে পৰ্ব্বতে তাহাদিগকে নষ্ট করিতে ও পৃথিবীহইতে সংহার করিতে বাহির করিয়া আনিলেন, এমত কথা মিসিয়র গল্প করিয়া কেন কহিবে ? আপনি প্রচণ্ড ক্রোধ হইতে ফিরুণ, ও আপন লোকদের প্রতিকুলে এই দুৰ্গতির বিষয়ে ক্ষান্ত হউন। এবং তুমি আপ- ১৩ নার যে দাস ইব্রাহীম ও ইস্হাক ও ইস্রায়েলের সাক্ষাতে আপন নামে দিব্য করিয়া কহিয়াছ, আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব, এবং যে সকল দেশের বিষয়ে কহিলাম, তাহা তোমার বংশকে দিব, তাহারা সৰ্ব্বদা তাহা অধিকার করিবে, তোমার সেই দাসগণকে স্মরণ কর। অতএব পরমেশ্বর ১৪ আপন লোকদের প্রতি যে দুৰ্গতি ঘটাইতে মনস্থ করিয়াছিলেন, তাহাহইতে ক্ষান্ত হইলেন। তখন মূসা সাক্ষ্যরূপ দুই প্রস্তর* হন্তে লইয়া ফিরিয়া ১৫ পৰ্ব্বতহইতে নামিল; ঐ প্রস্তরের এ পৃষ্ঠে ও পৃষ্ঠে দুই পৃষ্ঠেই লিখিত ছিল। ঐ প্রস্তর ঈশ্বরের নির্মিত এবং ১৬ তাহাতে খোদিত লিখনও ঈশ্বরের লিখন। পরে ১৭ লোকেরা উচ্চৈঃস্বর করিলে যিহোশূয় তাহাদের কলরব শুনিয়া মূসাকে কহিল, শিবিরেতে যুদ্ধের শব্দ হইতেছে। তাহাতে সে কহিল, ইহা জয়ধ্বনির শব্দ নয়, ১৮ এবং পরাজয়ধ্বনির } শব্দ নয়,কিন্তু আমি গানের শব্দ স্তনিতেছি। পরে সে শিবিরের নিকটবৰ্ত্তী হইলে ঐ বাছুর এবং ১৯ লোকদের মৃত্য দেখিল ; তাহাতে মূসা ক্রোধে প্রজালিত হইয়া আপন হস্ত হইতে সেই দুই প্রস্তুর ফেলিয়। দিয়া পৰ্ব্বতের তলে তাহ ভাঙ্গিল। এবং তাহাদের ২° নির্মিত বাছুর লইয়। অগ্নিতে দগ্ধ করিল, এবং তাহ [১৭] যিশ ৫৮; ১৩ । যিহি ২০ ; ১২,২০ u—[১৮] যা ২৪ ; ১২ । দ্বি ৫ ; ২২ ৷৷ SgB BBBS BB S BSBS S B S S B S S S LS0 DD DD0S 0DD D LLS0S BB BB S BSBSBBSBBS S B BS SSBBB BBS BJJStS T SAS SSAS SSBLSSSBSSS SSSS LSSSLSSS DD SS SDDSS S0 LS LLS D S 0S LS 00S 00SeSDLSSSBBSK eeSee 00S eeSeeeS 0 TM SDDS DD SBBS B DDS BBSJ gDSDeeA BBB SSSSSS S LLS0S S BB BS BB BSBS S B BBS BB LL

  • (ইবু) পুস্তরের দুই তক্ত, (ইনু) যুথ (ইবু) দুৰ্বলতার।