পাতা:ধর্ম্মপুস্তকের প্রামাণ্য.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৯ ত্রয়োদশ অধ্যায়। ধৰ্মপুস্তক পাঠ কর৭ে সকলের অধিকার আছে, ইহার প্রমাণ । ঈশ্বর মনুষ্যজাতিকে যে ধৰ্ম্মপুস্তক দিয়াছেন, তাহা পাঠ করণে মনুষ্যমাত্রের অধিকার অাছে, ইহা আমরা ৰলি, डैि রোমানকাথলিকের তাহ অস্বীকার করে। সকল মনুষ্য পাঠ করিতে জানে না ইহা সত্য বটে, কিন্তু অন্য কোন লোক যদি অজ্ঞানের কর্ণগোচরে পুস্তক পাঠ করে, তবে সেই অজ্ঞান ঐ পুস্তকের কথা জ্ঞাত হইতে পারে । ধৰ্ম্মপুস্তকের সারকথা লক্মলাধারণের বোধগম্য, এই জন্যে তাছা পাঠ করা ষে নিস্কুল কৰ্ম্ম, ইহা কেহ বলিতে পারে না । অনেকে ধৰ্ম্মপুস্তকের ৰিপরীত ব্যবহার করিয়াছে এব^ করিতেছে, ইহা স্বীকার করি, কিন্তু তন্নিমিত্তে ধৰ্ম্ম পুস্তক পাঠ করা ষে মন্দ কিম্বা নিষিদ্ধ, ইহার প্রমাণ কে দিতে পারে? কোন ২ লোক জিহ্বাতে মন্দ কথা কহে, তন্নিমিত্তে কি সকলের জিহ্বাকে কাটিয়া ফেলিতে হয় ? এৰণ অনেকে মন্দ কৰ্ম্ম করণার্থে আলোর বিপরীত ব্যবহার করে, তন্নিমিত্তে আলো কি মন্দ হইয় উঠে ? অমিদ্বার। অনেকের ক্ষতি জন্মে, তন্নিমিত্তে অগ্নিকে কি মন্দ বল্লিতে হয় ? আর যাহারা, ধৰ্ম্মপুস্তকের বিপরীত ব্যৱহার করে, তাহারা সকলে সামান্য ও অজ্ঞান লোক তাহ।