পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- 8 বেদির উপরিস্থিত রক্তের ও অভিষেকাৰ্থ তৈলের কিঞ্চিং লইয়া হারোণের ও তাহার বস্ত্রের উপরে এব^ তাহার সহিত তাহার পুত্রদের ও তাহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিবা ; তাহাতে সে ও তাহার বস্ত্র ও তাহার পুত্ৰগণ ও তাহাদের বস্ত্র পবিত্র হইবে। ২১ পরে তুমি সেই মেষের মেদ ও পশ্চাদ্ভাগ ও অন্ত্রের উপরিস্থিত মেদ ও যকৃতের উপরিস্থিত অস্ত্রাপলবিক ও দুই মেটিয়া ও তদুপরিস্থ মেদ ও দক্ষিণ স্কন্ধ লইবা, কেননা সে পদনিয়োগাথক মেষ। পরে পরমেশ্বরের সম্মুখস্থিত তাড়ীশূন্য রুটীর চুপডুীহইতে এক রুট ও তৈলমিশ্রিত এক পিষ্টক ও এক সূক্ষম পিষ্টক লইয়া হারোণের ও তাহার পুত্ৰগণের হস্তে দিয়া নিবেদনাথে পরমেশ্বরের সম্মুখে তাহ দোলাইবা । ২° পরে তুমি তাহাদের হস্তহইতে তাহ লইয়া পরমেশ্বরের সম্মুখে সুগন্ধি দ্রব্যরূপে বেদিতে হোমাথক বলির উপরে হোম করিবা ; ইহা পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত উপহার হইবে। পরে তুমি হারোণের পদনিয়োগার্থক মেষের বক্ষঃস্থল লইয়া পরমেশ্বরের সম্মুখে দোলাইব; সেই খণ্ড তোমার অRশ হইবে। পরে হারোণের ও তাহার পুত্ৰগণের পদনিয়োগার্থক মেষের যে বুকরুপ দোলনীয় নৈবেদ্য দোলাইল ও যে স্কন্ধরূপ উত্তোলনীয় নৈবেদ্য উন্তোলন করিল, তাহা তুমি পবিত্র করিব। ২৮ তাহাতে নিত্য বিধিদ্বারা ইস্রায়েল বNশহইতে তাহ হারোণের ও তাহার সন্তানগণের অধিকার হইবে, কেননা তাহাই উত্তোলনীয় নৈবেদ্য ; ইস্রায়েল বংশের এই উত্তোলনীয় দ্রব্য তাহাদের মঙ্গলার্থক বলিহইতে দেয় হইবে ; ইহা পরমেশ্বরের উদ্দেশে তাহাদের উত্তোলনীয় দ্রব্য। ংশ হারোণের মৃত্যুর পর তাহার পবিত্র বস্ত্র তাহার পুত্ৰগণের হইবে অভিষিক্ত ও পদে নিযুক্ত হওন সময়ে তাহার। তাহা পরিধান করিবে। ৩° তাহার পুত্রদের মধ্যে যে জন তাহার পদে যাজক হইয়া পবিত্র স্থানে সেবা করিতে মণ্ডলীর আবাসে প্রবেশ করিবে, সে সেই বস্ত্র সাত দিন পরিবে । ও পরে তুমি সেই পদনিয়োগার্থক মেষের মাথস লইয়া কোন পবিত্র স্থানে পাক করিালে ৩২ হারোণ ও তাহার পুত্ৰগণ মণ্ডলীর আবাসদ্বারে সেই মেষমাৎস ও চুপাড়ীস্থিত সেই রুটী ভোজন করিবে । ** এব" পদনিয়োগদ্বারা তাহাদিগকে পবিত্র করণার্থে যাহাদ্বার প্রায়শ্চিত্ত হইল, তাহ তাহারা ভোজন করিবে ; কিন্তু অন্যজাতীয় কোন লোক তাহা ভোজন করিবে না, কারণ সে সকল পবিত্র বস্তু। " আর 84, যাত্রাপুস্তক। [৩০ অধ্যায় । ঐ পদনিয়োগার্থক মাৎস ও রুটীহইতে যদি প্রাতঃকাল পর্যন্ত কিছু অবশিষ্ট থাকে, তবে তাহ অগ্নিতে দগ্ধ করিব, কেহ তাহা ভোজন করিবে না ; কারণ তাহ পবিত্র বস্তু। * আমি তোমাকে এই যে সকল আজ্ঞা করিলাম, তদনুসারে হারোণের ও তাহার পুত্ৰগণের প্রতি সপ্ত দিবস করিয়া তাহাদিগকে স্ব ২ পদে নিযুক্ত করিবা ; *- তাহাতে তুমি প্রায়শ্চিত্তের কারণ প্রতিদিন পাপার্থে এক বৃষকে হোম করিবা, এব^ বেদির কারণ প্রায়শ্চিন্তু করিয়া তাহা পরিষ্কার করিবা, এবং তাহা পবিত্র করিতে অভিষেক করিবা ; ** এবণ বেদির নিমিত্তে সাত দিন প্রায়শ্চিন্তু করিয়া তাহা পবিত্র করিব ; তাহাতে বেদি অতি পবিত্র হইবে, এবণ বেদিতে যাহার সপশ হয়, তাহাও পবিত্র হইবে। ৩৮ সেই বেদির উপরে তুমি নিত্য একবর্ষীয় দুই মেষশাবককে হোম করিবা; ৩১ দিন ২ তাহার এককে প্রাতঃকালে উৎসর্গ করিব, ও অন্যকে সন্ধ্যাকালে উৎসর্গ করিবা৷ ” ” এবং প্রথম মেষশাবকের সহিত হিন্‌ পাত্রের চতুর্থাংশ আলোড়িত তৈলেতে মিশ্রিত (ঐফা) পাত্রের দশমাRশ ময়দা এব4 পেয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দিবা। পরে দ্বিতীয় মেষশাবককে "সন্ধ্যাকালে উৎসর্গ করিব, এব^ প্রাতঃকালের মতানুসারে ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের সহিত তাহাও পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহারার্থে উৎসর্গ করিব । * আমি যে স্থানে তোমার সহিত আলাপ করিতে তোমাদের সহিত সাক্ষাৎ করিব, সেই মণ্ডলীর অাবাসদ্বারের নিকটে তোমাদের পুরুষানুক্রমে পরমেশ্বরের সম্মুখে নিত্য ২ এই হোম করিব।

  • ৩ সেই স্থানে আমি ইস্রায়েল বংশের সহিত সাক্ষাৎ করিব, এব4 অামার তেজেতে আবাস পবিত্রীকৃত হইবে। ** অপর আমি মণ্ডলীর আবাস ও বেদি পবিত্র করিব, এব^ আমার যাজন কর্ম করণার্থে হারোণকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব। ** এবং আমি ইস্রায়েল বংশের মধ্যে বাস করিয়া তাহাদের ঈশ্বর হইব । * ° তাহাতে আমিই তাহাদের প্রভু পরমেশ্বর, তাহাদের মধ্যে বাস করণাথে মিসরদেশহইতে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছি, তাহ তাহার। জ্ঞাত হইবে ; আমিই তাহাদের প্রভু পরমেশ্বর।

৩ o অধ্যায়। ১ ধুপবেদির কথা, ১১ ও লোকদের গণন সময়ে প্রায়শ্চিত্তের কথা, ১৭ ও পিত্তলের প্রক্ষালনপাত্রের কথা, ২২ ও পবিত্র তৈলের কথা, ৩৪ ও সুগন্ধি দ্রব্যের কথা ।

  • আর তুমি ধূপ জবালাইতে শিটীম কাষ্ঠের