৩৪ অধ্যায়।] কেননা তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র, আমি নামম্বারা তোমাকে জানি ।
- ৮ তাহাতে সে কহিল, আমি বিনয় করি, তুমি আমাকে আপনার তেজ দেখিতে দেও। ** পরমেশ্বর কহিলেন, আমি তোমার সম্মুখ দিয়া আপন তাব ৎউত্তমতা গমন করাইব, ও তোমার সম্মুখে পরমেশ্বরের নাম প্রচার করিব ; আমি যাহাকে অনুগ্রহ করিতে চাহি, তাহাকেই অনুগ্রহ করি ; ও যাহাকে কৃপা করিতে চাহি, তাহাকেই কৃপা করি। ২° আরও কহিলেন, তুমি আমার মুখ দেখিতে পার না, কারণ আমাকে দেখিলে কোন মনুষ্য বঁাচে না। ** পরমেশ্বর কহিলেন, দেখ, আমার নিকটে এক স্থান আছে ; তুমি ঐ শৈলের উপরে দাড়াও ২২ তাহাতে তোমার নিকট দিয়া আমার তেজের গমন সময়ে আমি তোমাকে শৈলের ছিদ্রেতে রাখিব, ও আমার গমনের শেষ পর্যন্ত হস্তদ্বারা তোমাকে আছন্ন করিব। ২° পরে আমি হস্ত তুলিলে তুমি আমার পশ্চাদ্ধাগ দেখিতে পাইবা, কিন্তু আমার মুখ কেহ দেখিতে পাইবে না।
৩৪ অধ্যায় । ১ দুই প্রস্তর লইয়া মূসার পর্বতে পুনর্গমন, ৪ ও পরমেশ্বরের আপন নাম প্রচার করণ, ৮ ও মুসার নিবেদন, ১০ ও পরমেশ্বরের উত্তর, ১৮ ও নানা প্রকার আtডা, ২৯ ও পৰ্ব্বতহইতে নfমন সময়ে স্থলীর মুখের তেজঃপ্রকাশ ।
- অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি পূর্বের ন্যায় দুই প্রস্তরফলক খোদ, তোমাকর্তৃক ভগ্ন দুই প্রস্তরে যাহা ২ লিখিত ছিল, সেই সকল কথা আমি এই দুই প্রস্তরে লিখিব।
তুমি প্রাতঃকালে প্রস্তুত হও, ও প্রভাতে সী নয় পৰ্ব্বতে উঠিয়া আসিয়া তাহার শৃঙ্গে আমার নিকটে উপস্থিত হও । * কিন্তু তোমার সহিত আর কেহ উপরে আসিবে না, এবং এই সমুদয় পৰ্ব্বতে কেহ দৃষ্ট না হউক, ও গোমেষাদিপাল এ পৰ্ব্বতের সম্মুখে না চরুক।
- পরে মূসা প্রথম প্রস্তরের ন্যায় দুই প্রস্তরফলক খুদিয়া পরমেশ্বরের আজ্ঞানুসারে প্রাতঃকালে উঠিয়া সীময় পৰ্ব্বতের উপরে গেল, ও সেই দুই প্রস্তরফলক হস্তে করিয়া লইল । * তখন পরমেশ্বর মেঘে নামিয়া সে স্থানে তাহাঁর সহিত দণ্ডায়মান হইয়া পরমেশ্বরের নাম ঘোষণা করিলেন। - ফলতঃ পরমেশ্বর তাহার সম্মুখ দিয়া গমন করিয়া ইহা ঘোষণা করিলেন, ‘ পরমেশ্বর, প্রভু পরমেশ্বর কৃপাবান ও অনুগ্রাহক ও চিরসহিষ্ণু এবং দয়াতে ও সত্য
তাতে পরিপূর্ণ; এবং সহস্র ২ পুরুষের প্রতি । N যাত্রাপুস্তক। bー。 দয়াকারী, এবং অপরাধের ও আজ্ঞালঙ্ঘনের ও পাপের ক্ষমাকারী, তথাপি তাহার দণ্ডদাতা, এবং তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত পুত্র পৌত্রদের প্রতি পিতৃপুরুষের অপরাধের ফলদাতা।’ ৮ তাহাতে মূসা শীঘু ভূমিতে পড়িয়া প্ৰণাম পূৰ্ব্বক ভজনা করিয়া কহিল, - হে প্রভো, আমি যদি আপনকার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি, হে আমার প্রভো, আমাদের মধ্যবৰ্ত্তী হইয়া গমন করুন, এবং এই লোকের অবাধ্য হইলেও আমাদের অপরাধ ও পাপ মোচন করিয়া আমাদিগকে আপিন আধিকাররূপে গ্রহণ করুন।
- তখন তিনি কহিলেন, দেখ, তামি এক নিয়ম করি ; তাবৎ পুথিবীতে ও তাবৎ জাতির মধ্যে যাহা কখনো করা যায় নাই, এমত আশ্চৰ্য্য কর্ম আমি তোমার তাবৎ লোকের সাক্ষাতে করিব ; তাহাতে যে সকল লোকের মধ্যে তুমি আছ, তাহারা পরমেশ্বরের সেই কর্ম দেখিবে, কেননা তোমার নিকটে যাহা করিব, তাহা ভয়ঙ্কর। ** অদ্য আমি তোমাকে যাহা আজ্ঞা করি, তাহাতে মনোযোগ কর ; দেখ, আমি ইমোরীয় ও কিনানীয় ও হিন্তীয় ও পিরির্ষীয় ও হিব্বীয় ও যিবৃৰ্ষীয় লোকদিগকে তোমার সন্মুখহইতে খেদাইয়া দিব। ২ কিন্তু সাবধান, যে দেশে তুমি যাইতেছ, সেই দেশনিবাসিদের সহিত নিয়ম স্থির করিও না, পাছে তাহা তোমার মধ্যবৰ্ত্তি ফাদস্বরূপ হয়। ৩ তোমরা তাহাদের বেদি ভগ্ন করিব, ও তাহাদের প্রতিমা ভাঙ্গিয় ফেলিব, ও চৈতাবৃক্ষ কাটিয়া ফেলিবা। স্বগৌরবরক্ষক নামে বিখ্যাত যে পরমেশ্বর, তিনিই স্বীয় গৌরব রক্ষা করেন, এই জন্যে তুমি কোন ইতর দেবতাকে প্রণাম করিও না। * কি জানি, তুমি সে দেশ নিবাসি লোকদের সহিত নিয়ম করিলে যে সময়ে তাহারা আপনাদের দেবগণের অনুগামী হইয়া ব্যভিচার করে, ও দেবগণের কাছে বলিদান করে, সে সময়ে কেহ তোমাকে ডাকিলে তুমি তাহার বলিদ্রব্য খাইবা কিম্বা তুমি আপন পুত্রদের কারণ তাহাদের কন্যাগণকে গ্রহণ করিলে তাহাদের কন্যাগণ আপনাদের দেবতাদের অনুগামিজ্ঞ প্রযুক্ত ব্যভিচার করিয়া তোমার পুত্রদিগকে আপনাদের দেবগণের অনুগামী করিয়া ব্যভিচার করাইবে। * তুমি আপনার নিমিত্তে কোন ছাচে ঢালা দেবপ্রতিমা করিও না ।
১৮ তুমি তাড়ীশূন্য রুটীর উৎসব পালন করি, বা, ফলতঃ আবীব মাসের যে সময়ে যেরূপ করিতে তোমাকে আজ্ঞা করিয়াছি, সেই রূপে ভূমি সেই সাত দিন তাড়ীশূন্য রুটী খাইবা, - - 89