পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ ২ --- করুক ; অতএব লোকের অানিতে নিবৃত্ত হইল। • কেননা সকল কর্ম করিতে তাহাদের যথেষ্ট ও প্রয়োজনাতিরিক্ত দ্রব্য ছিল। ৮ পরে কর্মকারি বিজ্ঞ লোক সকল পাকান সূক্ষ সূত্রদ্বারা এবং নীলবর্ণ ও ধূম্ৰবণ ও রক্তবর্ণ সূত্রদ্বারা আবাসের দশ যবনিক প্রস্তুত করিল ; এবং তাহার মধ্যে কিরূবাকৃতি শিল্পকর্ম করিল। * তাহার প্রত্যেক যবনিকা আটাইশ হস্ত দীর্ঘ ও চারি হস্ত প্রস্থ, সকলি একপরিমাণ ছিল। ** পরে সে তাহার পাঁচ যবনিক একত্র যোগ করিল, এবং অন্য পাচ যবনিকাও একত্র যোগ করিল। ** এবং সRযোক্তব্য দুই শেষযবনিকার মধ্যে এক যবনিকার প্রান্তে নীলবৰ্ণ ঘুণ্টীঘরা করিল, এবং সৎ ষোক্তব্য দ্বিতীয় শেষযবনিকার প্রান্তেও সেই রূপ করিল। ** প্রথম যবনিকাতে পঞ্চাশ ঘূর্ণীঘরা করিল, এবং সংযোক্তব্য দ্বিতীয় যবনিকার অন্তেও পঞ্চাশ ঘুণ্টীঘরা করিল, এবং ঐ ঘুণ্টীঘর সকল এক অন্যের সহিত মিলিল। ** পরে সে স্বর্ণের পঞ্চাশ ঘূর্ণী নির্মাণ করিয়া তাহাদ্বারা এক যবনিক অন্যের সহিত যোড়া দিল ; তাহাতে একই আবাস হইল ।

  • পরে সে অাবাসের উপরে আচ্ছাদনার্থে ছাগলোমের একাদশ যবনিক প্রস্তুত করিল। ১৭ তাহার প্রত্যেক যবনিকা ত্রিশ হন্ত দীর্ঘ, ও চারি হস্ত প্রস্থ ; ঐ একাদশ যবনিকা একপরিমাণ ছিল । ** পরে সে পাচ যবনিক পৃথক রূপে, ও ছয় যবনিক পৃথক রূপে যোড়া দিল। ১৭ এবণ, সংযোক্তব্য প্রথম যবনিকার অন্তে পঞ্চাশ ঘুণ্টীঘরা করিল, এবং স^যোক্তব্য দ্বিতীয় যবনিকার অন্তেও পঞ্চাশ ঘুণ্টীঘরা করিল। ১৮ এবথ ঘোড়া দিয়া এক তাম্বু করণার্থে পিত্তলের পঞ্চাশ ঘূর্ণী করিল। ** পরে মেষের রক্তীকৃত চর্মেতে তাম্বুর এক আচ্ছাদন ও তাহার উপরে তহশচর্মের এক আচ্ছাদন প্রস্তুত করিল।

২° পরে সে আবাসের জন্যে শিটীম কাষ্ঠের উচ্চস্থায়ি তক্তা নির্মাণ করিল। ২১ ঐ প্রত্যেক তক্ত দশ হস্ত দীঘ ও দেড় হস্ত প্রস্থ ছিল। ২২ এবণ প্রত্যেক তক্তাতে সমানাকার দুই ২ পদ ছিল ; এই রূপে সে আবাসের জন্যে সকল তন্তল নির্মাণ করিল। ** আবাসের সেই সকল তক্তার মধ্যে সে দক্ষিণ দিকস্থ দক্ষিণ পাশ্বের জন্যে বিংশতি তক্তা প্রস্তুত করিল। ২৪ এবং ঐ বিংশতি তক্তার নীচে চল্লিশ রূপার চুঙ্গি করিল, ফলতঃ এক তক্তার নীচে দুই পদের নিমিত্তে দুই চুঙ্গি, ও অন্য ২ তক্তার নীচে দুই ২ পদের কারণ দুই ২ টুঙ্গি করিল। ২৭ এবং আবাসের দ্বিতীয় পাশ্বের অর্থাৎ উত্তর 92 যাত্রাপুস্তক l [৩৭ অধ্যায় । পাশ্বের নিমিত্ত্বে বিখশতি তত্তল নির্মাণ করিল। ২২ এবং তাহাদের চল্লিশ রূপার চুঙ্গি, অর্থাৎ এক তক্তার নীচে দুই ছুঙ্গি, ও অন্য ২ তক্তার নীচে দুই ২ ছুঙ্গি করিল। এবং আবাসের পশ্চিম দিকস্থ পশ্চাৎ পাশ্বের নিমিত্তে ছয় তক্তা করিল। ২৮ এবং আবাসের পশ্চাৎ পাশ্বের দুই কোণের নিমিত্তে দুই তক্ত করিল। ** সেই দুই তক্তার নীচে যোড় ছিল, এব^ সেই রূপ মাথাতেও প্রথম কড়ার নিকটে যোড় ছিল ; এই রূপে সে দুই কোণের তক্ত বদ্ধ করিল। **তাহাতে আট তক্তা, এবং এক২ তক্তার নীচে দুই ২ টুঙ্গি, রূপার ষোল চুঙ্গি ছিল।

    • পরে সে শিটীম কাষ্ঠীদ্বারা দীর্ঘ অর্গল নির্মাণ করিয়া আবাসের এক পাশ্বের তক্তাতে পাচ অগল, ** ও অন্য পাশ্বের তক্তাতে পাঁচ অগল, এবং পশ্চিম দিকস্থ পশ্চাৎ পাশ্বের তক্তাতে পাচ অর্গল দিল। ৭৩ এবথ মধ্যবৰ্ত্তি অর্গলকে তক্তার মধ্যদেশে এক অন্তহইতে অন্য অন্ত পৰ্যন্ত বিস্তার করিল। ** পরে সে সকল তক্তা স্বর্ণে মণ্ডিত করিল, এব^ অগলের স্থানের জন্যে স্বণের কড়া নির্মাণ করিয়া আগলও স্বণে মুড়িল।
  • অনন্তর নীলবর্ণ ও ধুমুবর্ণ ও রক্তবর্ণপাকান সূত্র নির্মিত ও কিরূবাকৃতি বিচিত্রিত এক তিরস্করিণী প্রস্তুত করিল । * তাহার নিমিত্ত্বে শিষ্টীম কাষ্ঠের চারি স্তম্ভ করিয়া স্বৰ্ণেতে মুড়াইল, এবং তাহার আঁকড়াও স্বর্ণের করিল, এবK রূপাদ্ধার তাহার চারি ছুঙ্গি ঢালিল ।
    • পরে সে আবাসের দ্বারের নিমিত্ত্বে নীলবণ ও ধূমুবর্ণও রক্তবর্ণ পাকান সূত্রদ্বারা সুচিক্রিয়া বিশিষ্ট এক আচ্ছাদনবস্ত্র নির্মাণ করিল। * ও তাহার পাঁচ স্তম্ভ ও আঁকড়া করিল, এবথ ঐ সকলের মাথলী ও শলাকা স্বৰ্ণেতে মুড়াইল, কিন্তু তাহার পাচ চুঙ্গি পিত্তলদ্বারা করিল।

৩৭ অধ্যায়। ১ সিন্দুকের কথা, ও ও পাপাচ্ছাদনের ও কিরূবের কথা, ১০ ও মেজ ও পাত্রের কথl, ১৭ ও দ্বীপবৃক্ষের ও প্রদীপাদির কথা, ২৫ ও ধুপবেদির কথা, ২৯ ও পবিত্র তৈলের ও সুগন্ধি ঘুপের কথা। • অনন্তর বিৎসলেল শিটীম কাষ্ঠীদ্বারা আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ এক সিন্দুক নির্মাণ করিয়া ভিতরে ও বাহিরে নির্মল স্বর্ণ মুড়াইল, এবং তাহার চারি দিগে স্বর্ণের নিকাল নির্মাণ করিল। “ ও তাহার চারি কোণে চারি স্বর্ণকড় নির্মাণ করিল ; তাহার একু পার্শ্বে দুই কড়া ও অন্য পাশ্বে দুই কড়া করিল। “ এবং সে শিটীম কাষ্ঠের সীইঙ্গ করিয়া স্বৰ্ণেতে মুড়িল “ এব^ সিন্দুক