পাতা:ধর্ম্মপুস্তক অর্থাৎ পুরাতন ও নূতন ধর্ম্মনিয়ম সম্বন্ধীয় গ্রন্থসমূহ.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 o 8 চারি দিগের চুড়াতে দিয়া বেদির নিমিত্তে প্রায়শ্চিত্ৰ করিল, এবং বেদির মূলে রক্ত ঢালিয়, দিল, এবং তাহার উপরে প্রায়শ্চিত্ত করণাথে তাহা পবিত্র করিল। ** পরে মূসা অন্ত্রোপরিস্থিত সকল মেদ ও যকৃতের উপরিস্থিত অন্ত্রাপলাবক ও দুই মেটিয়া ও তাহার মেদ লইয়। বেদির উপরে দগ্ধ করিল। ** এবং ঐ বৎসের চর্ম ও মাথস ও গোময় লইয়া শিবিরের বাহিরে অগ্নিতে দগ্ধ করিল।

  • পরে মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে হোমার্থক মেষ আনিল তাহাতে হারোণ ও তাহার পুত্ৰগণ মেষের মন্তকে হস্তাপর্ণ করিলে ** মূসা তাহাকে বধ করিয়া বেদির উপরে চারি দিগে তাহার রক্ত প্রক্ষেপ করিল। ২° এবx মেষকে খণ্ড ২ করিয়া তাহার মস্তক ও মাঙ্কসখণ্ড ও মেদ দগ্ধ করিল। ** এবং তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিয়া তাবৎ মেষকে বেদির উপরে দগ্ধ করিল ; ইহা পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি হোমবলি ও অগ্নিকৃত উপহার হইল।
    • অপর মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে দ্বিতীয় মেষকে অর্থাৎ পদনিয়োগের মেষকে অনিল তাহাতে হারোণ ও তাহার পুত্ৰগণ ঐ মেষের মন্তকে হস্তাপর্ণ করিলে ** মূসা তাহাকে বধ করিয়া তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও তাহার দক্ষিণ হস্তাঙ্গুষ্ঠোপরি ও দক্ষিণ পাদাঙ্গুষ্ঠোপরি দিল। ** পরে মূসা হারোণের পুত্রগণকে আনিয়া সেই রক্তের কিঞ্চিৎ লইয়া তাহাদের দক্ষিণ কর্ণের প্রান্তে ও দক্ষিণ হস্তাঙ্গুষ্ঠোপরি ও দক্ষিণ পাদাঙ্গুষ্ঠোপরি দিল, এবং অবশিষ্ট রক্ত বেদির উপরে চারি দিগে প্রক্ষেপ করিল। ** পরে সে মেদ ও লাঙ্গল ও অন্ত্রোপরিস্থিত সকল মেদ ও যকৃতের উপরিস্থিত অন্ত্রাপলবিক ও দুই মেটিয়া ও তাহার মেদ ও দক্ষিণ স্কন্ধ লইল । ** পরে পরমেশ্বরের সম্মুখস্থিত রুটীর চুপড়িহইতে এক তাড়ীশূন্য পিষ্টক ও তৈলপক্ক রুটীর এক পিষ্টক ও এক সূক্ষম পিষ্টক লইয়া মেদের ও দক্ষিণ স্কন্ধের উপরে রাখিল। ** এবথ হারোণের ও তাহার পুত্ৰগণের হস্তে সে সকল রাখিয় পরমেশ্বরের সম্মুখে আন্দোলনীয় উপহারার্থে আন্দোলন করাইল। ২৮ পরে মূসা তাহাদের হস্তুহইতে সে সকল লইয়া বেদিতে হোমবলির উপরে দগ্ধ করিল ; এই যে পদনিয়োগের নৈবেদ্য তাহ পরমেশ্বরের উদ্দেশে অগ্নিকৃত সুগন্ধি উপহার হইল। ২১ অপর মূসা বক্ষ লইয়া পরমেশ্বরের সম্মুখে আন্দোলনীয় উপহারাথে দোলাইল, এবং পদনি

104. লেৰীয় পুস্তক 1. [৯ অধ্যায় । য়োগার্থক মেষের বক্ষ মূসার অংশ হইল । ** পরে মুসা অভিষেকাৰ্থ তৈলহইতে ও বেদির উপরিস্থিত রক্তহইতে কিছু লইয়া হারোণের উপরে ও তাহার বস্ত্রের উপরে এব^ তাহার - পুত্ৰগণের উপরে ও তাহাদের বস্ত্রের উপরে প্রক্ষেপ করিয়া হারোণকে ও তাহার সকল বস্ত্র ও তাহার পুত্রগণকে ও তাহাদের সকল বস্ত্র পবিত্র করিল। .

    • পরে মূসা হারোণকে 'ও তাহার পুত্ৰগণকে কহিল, তোমরা মণ্ডলীর আবাসদ্বারে ( বলির ) মাংস সিদ্ধ কর ; এব^ * হারোণ ও তাহার পুত্ৰগণ তাহা ভোজন করিবে, আমার এই আজ্ঞানুসারে তোমরা সেই স্থানে চুপড়িস্থিত পদনিয়োগাথক রুটীর সহিত সেই মাৎস ভোজন কর । ** পরে অবশিষ্ট মাংস ও রুটী লইয়া অগ্নিতে ভস্মসাৎ কর । * এবণ২ তোমরা সাত দিন পর্যন্ত, অর্থাৎ তোমাদের পদনিয়োগের সমাপ্তিদিন পর্যন্ত মণ্ডলীর আবাসদ্বারহইতে বাহির হইও না ; কারণ তোমাদের পদনিয়োগে সাত দিন লাগিবে। * অদ্য যে রূপ করা গিয়াছে, পরমেশ্বর তোমাদের নিমিত্ত্বে তদ্রুপ প্রায়শ্চিত্ত করিতে আজ্ঞা করি - লেন । * অতএব তোমরা সাত দিন পর্যন্ত মণ্ডলীর আবাসদ্বারে দিবারাত্রি থাকিবা, এব^ তোমাদের মৃত্যু যেন না হয়, এই জন্যে পরমেশ্বরের আজ্ঞা পালন করিব ; আমি এই রূপ আজ্ঞ পাইলাম। -- অতএব পরমেশ্বর মূসাদ্বারা যেরূপ আজ্ঞা করিলেন, হারোণ ও তাহার পুত্ৰগণ সে সকলি পালন করিল।

৯ অধ্যায়। ১ হারোণের জন্যে বলিদান, ১৫ ও লোকদের নিমিত্তে বলিদান, ২৩ ও মুস ও হারোণের আশীৰ্ব্বাদে লোকদের প্রতি ঈশ্বরের তেজ প্রকাশ হওন।

  • অপর অষ্টম দিনে মূসা হারোণকে ও তাহার পুত্রগণকে ও ইসুয়েল বংশের প্রাচীনগণকে ডাকিল । * পরে সে হারোণকে কহিল, তুমি প্রায়শ্চিত্ৰবলির নিমিত্তে নিদোষ এক গোবৎস, ও হোমবলির নিমিত্ত্বে নিদোষ এক মেষ লইয়া পরমেশ্বরের সম্মুখে আনয়ন কর। * এবং ইসায়েল বংশকে কহ, তোমরা পরমেশ্বরের সম্মুখে বলিদানার্থে প্রায়শ্চিত্ৰবলির নিমিত্তে এক ছাগ, ও হোমবfলর নিমিত্তে একবয়ীয় নিৰ্দ্দোষ এক গোবৎস ও এক মেষবৎস, “ এবং মঙ্গলার্থক বলির নিমিত্তে এক বৃষ ও এক মেষ, এবং তৈলমিশ্রিত ভক্ষ্য নৈবেদ্য লইবা ; কেননা অদ্য পরমেশ্বর তোমাদের নিকটে দর্শন দিবেন। * তখন তাহার। মূসার