১৪ অধ্যায় ।] আজ্ঞানুসারে এই সকল লইয়া মণ্ডলীর আবাসের সম্মুখে আইল, এবং সমস্ত মণ্ডলী নিকটবৰ্ত্তী হইয় পরমেশ্বরের সম্মুখে দাড়াইল। * পরে মূসা কহিল, পরমেশ্বর তোমাদিগকে এই ২ কর্ম করিতে আডা করিলেন, ইহা করিলে তোমাদের প্রতি পরমেশ্বরের তেজ প্রকাশ পাইবে। * তখন মূসা হারোণকে কহিল, ভূমি বেদির নিকটে যাইয়া পরমেশ্বরের আজ্ঞানুসারে আপনার প্রায়শ্চিত্ৰবলি ও হোমবলি উৎসর্গ করিয়া আপনার ও লোকদের পাপের প্রায়শ্চিত্ত কর, পরে লোকদের উপহার নিবেদন করিয়া তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর । * তাহাতে মূসার প্রতি পরমেশ্বরের আজানুসারে হীরোণ বেদির নিকটে যাইয় আপনার প্রায়শ্চিন্তার্থক গোবৎস বলি ছেদন করিল। ১ পরে হারোণের পুত্ৰগণ তাহার নিকটে তাহার রক্ত আনিলে সে আপন অঙ্গুলি রক্তে ডুবাইয় বেদির চূড়ার উপরে . দিল, এবং অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢালিল। ** এবং প্রায়শ্চিত্র বলির মেদ ও মেটিয়া ও যকৃতের উপরিস্থিত অন্ত্রাপলাবক বেদির উপরে হোম করিল। ** কিন্তু তাহার মাৎস ও চর্ম শিবিরের বাইরে লইয়া অগ্নিতে দগ্ধ করিল। ** পরে সে হোমার্থক বলি ছেদন করিল এবং হারোণের পুত্ৰগণ তাহার নিকটে রক্ত আনিলে সে বেদির উপরে চারি দিগে তাহ প্রক্ষেপ করিল। ** পরে তাহারা হোমবলির মা^সখগু সকল ও মস্তক তাহার নিকটে আনিলে সে সেই সকল বেদির উপরে দগ্ধ করিল। ** পরে তাহার অন্ত্র ও পদ ধৌত করিয়া হোমদ্রব্যের সহিত বেদির উপরে দগ্ধ করিল। .
- পরে সে লোকদের উপহার আনিল, এব^ লোকদের প্রায়শ্চিত্তার্থক ছাগ লইয়া প্রথমের ন্যায় ছেদন করিয়া পাপ প্রযুক্ত উৎসর্গ করিল। ** পরে সে হোমবলি আনিয়া বিধিমতে উৎসগ করিল। ** এব^ ভক্ষ্য নৈবেদ্য আনিয় তাহার এক মুষ্টি লইয়া বেদির উপরে দগ্ধ করিল । তদ্ভিন্ন সে প্রাতঃকালীয় হোমবলি দান করিল। ** পরে সে লোকদের মঙ্গলার্থক বলিরূপে বৃষ ও মেষ ছেদন করিল, এবং হারোণের পুত্ৰগণ তাহার নিকটে তাহার রক্ত আনিলে সে বেদির উপরে চারি দিগে তাহা প্রক্ষেপ করিল। ** পরে বৃষের মেদ ও মেষের ল ও অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থিত মেদ ও যকৃতের উপরিস্থিত অস্ত্রাপলাবক, ” এই সকল মেদ লইয়। দুই বক্ষের উপরে রাশ্বিল, ও বেদির উপরে সেই মেদ দগ্ধ করিল। ** এবx, মূসার আজ্ঞানুসারে
P লেবীয় পুস্তক। t) の豊 হারোণ পরমেশ্বরের সম্মুখে দুই বক্ষ ও দুই দক্ষিণ স্কন্ধ দোলাইল। ২ং পরে হারোণ লোকদের প্রতি আপন হস্ত বিস্তার করিয়া তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিল ; এই রূপে প্রায়শ্চিন্তু বলি ও হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিয়া নামিয়া আইল । - ২৩ অনন্তর মুসা ও হারোণ মণ্ডলীর আবাসে প্রবেশ করিল, পরে বাহির হইয়া লোকদিগকে আশীৰ্ব্বাদ করিল তাহাতে তাবৎ লোকদের প্রতি পরমেশ্বরের তেজ প্রকাশ পাইল । ** এবং পরমেশ্বরের সমুখহইতে অগ্নি নিগর্ত হইয়া বেদির উপরিস্থিত হোমবলি ও মেদ ভস্ম করিল ; তাহা দেখিয়া সকল লোক হর্ষনাদ করিয়া উবুড় হইয় প্রণাম করিল। ১ ও অধ্যায়। ১ নিষিদ্ধ অগ্নিদ্বারা ধুপ ডালাওমেতে নদিবের ও অবস্থর দগ্ধ হওন, ৮ ও তদ্বিষয়ক বিধি, ১২ ও পবিত্র খাদ্যের বিধি, ১৬ ও সেই বিধি লঙ্ঘনে হারোণের কথা ।
- অনন্তর হারোণের পুত্ৰ নাদব ও অবহু আপন ২ ধূনাচি লইয়া তাহাতে অগ্নি রাখিয়া তাহার মধ্যে ধূনা দিয়া সাধারণ অবৈধ অগ্নি পরমেশ্বরের সম্মুখে উৎসর্গ করিল। ২ তাহাতে পরমেশ্বরের সন্মুখহইতে অগ্নি নিগর্ত হইয় তাহাদিগকে গ্রাস করিলে তাহারা পরমেশ্বরের সম্মুখে প্রাণত্যাগ করল । * তখন মূসা হারোণকে কহিল, পরমেশ্বর এই কথা কহিলেন, আমি আপন নিকটস্থিত লোকদের মধ্যে অবশ্য পবিত্র রূপে মান্য হইব, ও সকল লোকের কাছে গৌরবাম্বিত হইব ; তাহাতে হীs রোণ নীরব হইয়া থাকিল। " পরে মূসা হারোণের পিতৃব্য উষীয়েলের পুত্র মীশায়েলকে ও ইলীষাফনকে ডাকিয়া কহিল, তোমরা নিকটে আসিয়া পবিত্র স্থানের সম্মুখহইতে শিবিরের বাহিরে আপনাদের ঐ দুই ভাতাকে তুলিয়া লইয়া যাও । * তাহাতে তাহারা মুসার আজ্ঞানুসারে নিকটে যাইয়া উত্তরীয় বস্ত্রবিশিষ্ট তাহাদিগকে তুলিয়া শিবিরের বাহিরে লইয়া গেল। * পরে মুসা হারোণকে ও তাহার পুত্র ইলীয়াসরকে ও ঈথামরকে কহিল, তোমাদের মৃত্যু যেন না হয়, ও সমস্ত মণ্ডলীর প্রতি যেন ক্রোধ প্রজবলিত না হয়, এই জন্যে তোমরা আপন ২ মন্তক অনাবৃত করিও না ও আপন ২ বস্ত্র চিরিও না, কিন্তু তোমাদের ভুতৃিগণ অৰ্থাৎ
লর তাবৎ ব^শ পরমেশ্বরের কৃত দাহ প্রযুক্ত বিলাপ করুক। " আর তোমাদের মৃত্যু যেন না হয়, এই জন্যে হোমরা মণ্ডলীর আ• I05